ঝগড়া
বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বাবা-ছেলের কথা কাটাকাটি ও ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার ছুরির আঘাতে ইসমাইল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জেলার ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে নিজ বাড়িতে বাবা মিলন ও তার ছেলে রবিউল পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া করছিল।
এ সময় চাচা ইসমাইল তাদের থামাতে গেলে ভাতিজা রবিউল বুকে, পেটে ও পিঠে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ভারতের বিহারে ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু
২ মাস আগে
সিলেটে শিশুদের ঝগড়ার জেরে সংঘর্ষ, নিহত ১
সিলেটের গোয়াইনঘাটে শিশুদের ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার উপজেলার ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের তিতকুলি হাওর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত জিন্দার আলী (৪০) ওই উপজেলার তিতকুল্লী হাওরের জয়দর আলীর ছেলে।
গ্রেপ্তার নারীর নাম রাশেদা বেগম।
আরও পড়ুন: সিলেটে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার আগমুহূর্তে সন্ত্রাসী হামলায় নিহত জিন্দার আলীর ছেলে ও প্রতিপক্ষ সামছুল ইসলামের ছেলের মধ্যে পার্শ্ববর্তী খেতে প্রথমে গরু চড়ানো ও পরে ফুটবল খেলা নিয়ে ঝগড়াঝাটি হয়। ঘটনার খবর পেয়ে উভয়পক্ষের অভিভাবকরা ঘটনাস্থলে উপস্থিত হন।
উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে শামসুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে জিন্দার আলীর লোকজনের ওপর হামলা চালালে কয়েকজন গুরুতর আহত হন।
এ সময় আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিন্দার আলীকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শিশুদের মধ্যে গরু চড়ানো ও খেলাধুলার ঘটনায় ঝগড়ার জের ধরে দুই পক্ষে মারামারি হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে জিন্দার আলী মারা যান।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
সারাদেশের সঙ্গে ফের সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
১ বছর আগে
সীতাকুণ্ডে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝগড়া থামাতে গিয়ে ৩২ বছর বয়সী এক যুবককের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত বুধবার সীতাকুণ্ড পৌরসভার ৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুরের শেখনগর এলাকায় পুকুর ঘাট ব্যবহার নিয়ে দুই নারীর মধ্যে ঝগড়ারে জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হলে বাবুল ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন।
নিহত মো. বাবলু ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: বাগেরহাটে জ্বর ও শ্বাসকষ্টে যুবককের মৃত্যু
স্থানীয়রা জানায়, আগের দিন পুকুর ঘাট ব্যবহার নিয়ে দুই নারীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জেরে পরদিন উভয় পরিবারের পুরুষরাও জড়িয়ে পড়েন মারামারিতে। আর এই মারামারিতে থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয় বাবলু।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিবারের নারীদের ঝগড়ার রেশ ধরে ২৬ এপ্রিল পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুরের (শেখনগর) সাইফুল ও শাহীনের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরদিন (২৭ এপ্রিল) শাহীন বেশ কিছু লোকজন নিয়ে এসে সাইফুলকে টেনে-হিচঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দু’পক্ষের লোকজনের মধ্যে ধস্তাধস্তি চলাকলে ঘটনাস্থলে বাবলু আসেন। এ সময় তিনি বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষের হৈ-চৈয়ের মধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুন: সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবককের মৃত্যু
খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তিনি মারা যান।
ওসি জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২ বছর আগে
প্রেমিকের সাথে ঝগড়া: বরিশালে তরুণীর অবাক কাণ্ড
প্রেমিকের সাথে অভিমান করে ব্লেড দিয়ে নিজের মুখ ও হাতে আঘাত করে ক্ষতবিক্ষত করেছে এক তরুণী। মঙ্গলবার বিকেল চারটার দিকে সরকারি ব্রজমোহন কলেজের শতবর্ষ গেটের সামনে এই ঘটনা ঘটে।
২৬ বছর বয়সী ওই ছাত্রী বিএম কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী।
তার স্থায়ী ঠিকানা উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকায়। বর্তমানে সে নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়কে ভাড়া বাসায় থাকে।
আরও পড়ুন: ঘটনার আগেই বদলী ইউএনও-ওসি
জানা গেছে, বরিশাল এয়ারপোর্ট থানার লাকুটিয়া সড়কের বাসিন্দা শাওন খানের সাথে দীর্ঘদিন ধরেই প্রেমের সর্ম্পক ছিল তার। দু’জনে মঙ্গলবার বিকেলে বিএম কলেজের সামনে দেখা করতে এসে কথা কাটাকাটি হয়। এসময় উত্তেজিত হয়ে নিজের ভ্যানেটি ব্যাগ থেকে ব্লেড বের করে মুখে ও হাতে আঘাত করে ওই তরুণী।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই তরুণী এই ঘটনা ঘটান। সাথে থাকা প্রেমিক তরুণ তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন। সেখানে মেয়েটি চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: সিএমপির তিন থানার ওসিসহ ১০ পরিদর্শক পদে রদবদল
তবে নিজের শরীর কেন ক্ষত বিক্ষত করেছে সেই বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও ওই তরুনী তাতে রাজি হয়নি।
৩ বছর আগে
বিশ্বনাথে ছেলেদের ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
সিলেটের বিশ্বনাথে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে এক পিতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের বড় ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ফুরকান আলী (৬৫) উক্ত গ্রামের বাসিন্দা।
আরও পড়ুনঃ চট্টগ্রামে দুই বন্ধুর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুরকান আলীর বড় ছেলে নাসির (২৩) মেমোরি কার্ডের গান শুনতে তার বোনকে দেয়, কিন্তু ভুলবসত বোন এটি ফরমেট করে দেয়। এতে রেগে গিয়ে বোনকে অকথ্য ভাষায় গাল-মন্দ করে সে।এ সময় তার ছোট ভাই আজম (১৪) প্রতিবাদ করলে দু’জনের মধ্যে ঝগড়া বাধে। ছেলেদের ধস্তাধস্তি থামাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ফুরকান আলী। পরে খবর পেয়ে তাৎক্ষণিক নাসিরকে আটক করে পুলিশ।তার এক ছেলের দাবি, ‘ঝগড়া থামানোর জন্য উচ্চস্বরে কথা বলতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন আমার বাবা’।
আরও পড়ুনঃ দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে চাচি নিহতস্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. বখতিয়ার আহমদ জানান, সামান্য মেমোরি কার্ড নিয়েই দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মারা যান ফুরকান আলী।তিনি বলেন, পুলিশ তার এক ছেলেকে আটক করেছে। লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেয়া হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার মৃত্যুর কারণ জানা যাবে ।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানা পুলিশের এসআই অলক দাস সাংবাদিকদের বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে তার এক ছেলেকে হেফাজতে নিয়েছি আমরা। পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
আরও পড়ুনঃ চাঁদপুরে পারিবারিক কলহে মৃত ২এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
৩ বছর আগে
স্বামীর সংসারে স্ত্রী না ফেরায় ঘটককে পিটিয়ে হত্যা!
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ি হাটে প্রকাশ্যে মোজাম্মেল হক (৪৫) নামে এক ঘটককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ঘটক মোজাম্মেল হকের দুই ভাই আশরাফুল ও বাবুল।
আরও পড়ুন: কিশোরগঞ্জ কারাগারে বন্দিকে পিটিয়ে হত্যার অভিযোগ
আহত আশরাফুল ও বাবুল জানান, প্রতিবেশি এক মেয়ের সাথে আরেক প্রতিবেশি আব্দুল লতিফের বিয়ে হয়। এই বিয়ের ঘটক ছিলেন মোজাম্মেল হক। বিয়ের পর স্বামী-স্ত্রীর ঝগড়া হয় এবং স্ত্রী স্বামীর বাড়ি ছেড়ে পিতার বাড়ি চলে যায়। দীর্ঘদিন পার হয়ে গেলেও মেয়েটি স্বামীর ঘরে ফিরে আসেনি। এ নিয়ে স্বামী আব্দুল লতিফের আত্মীয় কামাল হোসেনের সাথে ঘটক মোজাম্মেল হকের বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়।
আরও পড়ুন: যশোরে ছিনতাইকারী সন্দেহে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ১
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু সেখানেও ওই দুজনের হাতাহাতি হয়। তাদের দুজনের মধ্যে জমি নিয়েও বিরোধ রয়েছে বলে জানান চেয়ারম্যান।
আহত আশরাফুল ও বাবুল আরও জানান, ঘটনার দিন মঙ্গলবার বিকালে বাদামবাড়ি হাটে মোজাম্মেল হককে পেয়ে কামাল হোসেন ও তার সঙ্গীরা প্রকাশ্যে লাঠিসোটা দিয়ে বেদম মারপিট করে ও ধারাল অস্ত্র দিয়ে কোপায়। তারা বাড়ির সামনে মোজাম্মেল হকের দুই ভাই আশরাফুল ও বাবুলকে পেয়ে তাদেরও মারধর করে। তাদের তিনজনকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতালে পরে মোজাম্মেল ও বাবুলকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পথে মোজাম্মেল হক মারা যান। আবাসিক মেডিকেল অফিসার রফিকুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সাভারে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
বড়পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক একজন নিহতের কথা স্বীকার করে বলেন, বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা হলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩ বছর আগে
দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে চাচি নিহত
কুমিল্লার বরুড়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে শিলপাটার পুতার আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন।
৩ বছর আগে