চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝগড়া থামাতে গিয়ে ৩২ বছর বয়সী এক যুবককের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত বুধবার সীতাকুণ্ড পৌরসভার ৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুরের শেখনগর এলাকায় পুকুর ঘাট ব্যবহার নিয়ে দুই নারীর মধ্যে ঝগড়ারে জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হলে বাবুল ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন।
নিহত মো. বাবলু ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: বাগেরহাটে জ্বর ও শ্বাসকষ্টে যুবককের মৃত্যু
স্থানীয়রা জানায়, আগের দিন পুকুর ঘাট ব্যবহার নিয়ে দুই নারীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জেরে পরদিন উভয় পরিবারের পুরুষরাও জড়িয়ে পড়েন মারামারিতে। আর এই মারামারিতে থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয় বাবলু।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিবারের নারীদের ঝগড়ার রেশ ধরে ২৬ এপ্রিল পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুরের (শেখনগর) সাইফুল ও শাহীনের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরদিন (২৭ এপ্রিল) শাহীন বেশ কিছু লোকজন নিয়ে এসে সাইফুলকে টেনে-হিচঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দু’পক্ষের লোকজনের মধ্যে ধস্তাধস্তি চলাকলে ঘটনাস্থলে বাবলু আসেন। এ সময় তিনি বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষের হৈ-চৈয়ের মধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুন: সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবককের মৃত্যু
খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তিনি মারা যান।
ওসি জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।