বঙ্গবন্ধুর জন্মদিন
চান্দিনায় মহিচাইল ২০ শয্যা হাসপাতালের অন্তঃবিভাগের উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কুমিল্লার চান্দিনার ‘মহিচাইল ২০ শয্যা হাসপাতাল’ এর অন্তঃবিভাগের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি যোগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালিক এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি।
আরও পড়ুন: ফ্রাঙ্কফুর্ট ৭৩তম আন্তর্জাতিক বইমেলা: বাংলাদেশ স্টলের উদ্বোধন
তিনি বলেন, এছাড়া করোনা মোকাবিলায়ও আমাদের ভূমিকা উল্লেখযোগ্য। সবাইকে সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।
কুমিল্লা চান্দিনা-৭ আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
১৩৮৩ দিন আগে
বঙ্গবন্ধুর জন্মদিনে সাফারি পার্কে প্রবেশ মূল্য ফ্রি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সারাদিনই পর্যটকরা পার্কে টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ২টি জেব্রা অসুস্থ, মেডিকেল বোর্ডের জরুরি সভা
সাফারি পার্ক পরিচালক মো. রেজাউল করিম জানান, সারাদিন পর্যটকের জন্য পার্কে প্রবেশ ফ্রি করা হলেও ভেতরে আলাদা ইভেন্টে প্রবেশের জন্য নির্ধারিত ফি দিতে হবে।
তিনি জানান, বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো পর্যটক পার্কে আসছেন। পার্কে ঢুকতে বড়দের জন্য ৫০ টাকা এবং ৫ বছর বয়সের উপরের শিশুদের জন্য ২০ টাকা প্রবেশ মূল্য নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন: গাজীপুর সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু, বৈঠকে বিশেষজ্ঞ টিম
এছাড়া জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে পার্কের মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পার্কের পরিচালক মো. রেজাউল করিম।
১৩৮৩ দিন আগে
মানিকগঞ্জে ১০১টি কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ১০১ কেক কেটে উদযাপন করা হয়েছে।
১৭৪৭ দিন আগে