এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে নানান কর্মসূচির আয়োজন হয়। সকাল সাড়ে ৭টায় মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় বঙ্গবন্ধুর জন্মদিন পালনের অনুষ্ঠান।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সকাল ১০টায় বিজয়মেলা মাঠে বেলুন উড়িয়ে ও ১০১ পাউন্ড ওজনের ১০১টি কেক কাটা হয়।
সকাল ১০টার দিকে পৌরসভার পক্ষ থেকে বিজয়মেলার মাঠে শিশুশিক্ষার্থীরা মুজিব কোর্ট পরিধান করে একই সারিতে সাজানো এক পাউন্ড করে পৃথক ১০১টি কেক কাটে।
এর আগে শিশুরা একযোগে ১০১টি রঙিন বেলুন আকাশে উড়িয়ে দেয়।
এসময় মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র রমজান আলী, কর্নেল মালেক মেডিকেল কলেজ, নর্থসাউথ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি (এনপিআইইউবি) ও এনপিআইয়ের পক্ষ থেকে ড. ইঞ্জি. মোহাম্মদ ফারুক হোসেন, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ কর্নেল (অব) জাহিরুল ইসলাম, এলজিইডি, গণপুর্ত বিভাগ, জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ, কমিউনিটি পুলিশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়মেলার পাশে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বিজয়মেলা মাঠে কেক কাটার অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনসহ কয়েকজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোকপাত করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক: মোদি
প্রধানমন্ত্রীকে ব্যতিক্রমধর্মী নৌকায় চড়াতে চান লক্ষ্মীপুরের ইউছুফ