পুলিশের মহাপরিদর্শক
নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাহারুল আলম। বিদায়ী আইজিপি মো. মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি।
বৃহস্পতিবার ঢাকার পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। সেখানে নতুন আইজিপিকে পুলিশের একটি দল গার্ড অব অনার দিয়ে স্বাগত জানায়।
২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার বাহারুলকে নিয়োগ দেয়। তার চুক্তির মেয়াদ দুই বছর। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন।
আরও পড়ুন: নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী
এর আগে তিনি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান এবং পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে তার কর্মজীবন বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেন। এছাড়া ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো এবং সিয়েরা লিওনের মতো দেশে ফিল্ড মিশনে অংশ নেন।
২০২০ সালে সক্রিয় চাকরি থেকে অবসর নেন বাহারুল।
আরও পড়ুন: সাবেক আইজিপি মামুনসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ আইসিটির
১ মাস আগে
বাংলাদেশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন কমান্ড্যান্ট (ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল) মো. ময়নুল ইসলাম।
মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে সরকারের সঙ্গে চুক্তির ৭ ধারা অনুযায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
শেখ হাসিনা সরকারের বিদায়ের পর পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব পালন করবেন নতুন আইজিপি।
আরও পড়ুন: নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে পুলিশকে দায়িত্ব পালনের আহ্বান
৫ মাস আগে
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো যাবে না: আইজিপি
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন গন্তব্য ছাড়া অন্য কোথাও থামানো যাবে না বলে নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর গাবতলী পশুর হাট, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এ নির্দেশনা দেন আইজিপি।
পরিদর্শনকালে তিনি নির্বিঘ্নে ঈদুল আজহা উদযাপন নিশ্চিত করতে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
আরও পড়ুন: সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ সফল: আইজিপি
আইজিপি বলেন, ঈদে জনসাধারণের জন্য নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের পাশাপাশি নছিমন, করিমন, ভটভট্টি ও থ্রি-হুইলারের মতো স্থানীয় যানবাহনগুলো মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকবে।
আসন্ন ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্ন উদযাপনের সুবিধার্থে মহানগর ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশসহ বিশেষায়িত পুলিশ ইউনিটসমূহ সমন্বিতভাবে কাজ করছে বলে জানান আইজিপি।
আইজিপি যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে উপচে পড়া বাস, লঞ্চ বা ট্রেনে ভ্রমণ না করার আহ্বান জানান। এছাড়াও ট্রাক, পণ্যবাহী পরিবহন বা ট্রেনের ছাদে ভ্রমণ না করার পরামর্শ দেন তিনি।
জনসাধারণের উদ্দেশে আবদুল্লাহ আল-মামুন বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে অবিলম্বে নিকটস্থ পুলিশ ইউনিটে বা জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ কল করে জানান। বাংলাদেশ পুলিশ সর্বদা তাদের সমর্থন করার জন্য থাকবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় আইজিপির সঙ্গে আরও ছিলেন- আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুল আলীম মাহমুদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম: আইজিপি
৬ মাস আগে
বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ নয়: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে। এটা আইনত বন্ধ থাকার কথা থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
রবিবার (১৯ মে) দুপুরে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশে বিভিন্ন ঘটনায় গ্রেপ্তারের পর গণমাধ্যমের সামনে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে বিচারের আগেই তারা জনমনে দোষী বলে চিহ্নিত হয়ে যান। এটি বন্ধ করতে ২০১২ সালে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিলেও এখনো বন্ধ হয়নি।
আরও পড়ুন: সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশ সাফল্য পেয়েছে: আইজিপি
মিডিয়া ট্রায়াল বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ অমানবিক। তারপরও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আটক বা অভিযানের বিষয় ছড়িয়ে পড়ে। মিডিয়া ট্রায়াল পুরোপুরি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
অন্য এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সফল ভূমিকা পালন করছে। এরই মধ্যে দেশে সব ধরনের জঙ্গি ও সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো কিছু ঘটার আগেই পুলিশ তথ্য জেনে যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়।
দেশে চলমান উপজেলা নির্বাচনে পুলিশের ভূমিকা প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, নির্বাচন কমিশন যে নির্দেশনা দেয়, পুলিশ সে অনুযায়ী দায়িত্ব পালন করে। অতীতেও পুলিশ সদস্যরা দক্ষতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালন করেছে।
আরও পড়ুন: পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম: আইজিপি
এ সময় আরও ছিলেন- সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
এর আগে আইজিপি সিলেট পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ও কনফারেন্স রুম উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু কর্নারটি তৈরিতে সহযোগিতা করেছে সিলেটের বিয়ানীবাজারের ইসরাফ-তসিরা শিক্ষা সেবা ফাউন্ডেশন।
বঙ্গবন্ধু কর্নারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন গবেষণা গ্রন্থ, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন বই স্থান পেয়েছে বলে জানান আয়োজকরা।
আরও পড়ুন: মানবাধিকার সমুন্নত রেখে নিরপেক্ষভাবে জনগণের সেবা করতে আইজিপির আহ্বান
৭ মাস আগে
মানবাধিকার সমুন্নত রেখে নিরপেক্ষভাবে জনগণের সেবা করতে আইজিপির আহ্বান
মানবাধিকার সমুন্নত রেখে নিরপেক্ষভাবে জনগণকে সেবা দিতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (৭ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে ৪১তম বিসিএস পুলিশের সহকারী পুলিশ সুপারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, ‘পুলিশের দায়িত্ব পালন একটি চ্যালেঞ্জিং পেশা এবং ভবিষ্যতের পুলিশের দায়িত্ব পালন করা হবে জ্ঞান-বিজ্ঞানভিত্তিক। এ পেশা প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।’
আরও পড়ুন: মাদকের সঙ্গে জড়িত থাকলে চাকরি হারাবেন পুলিশ কর্মকর্তারা: আইজিপি
নবীন পুলিশদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বছরব্যাপী প্রশিক্ষণ চলাকালে অপরাধ দমনে আধুনিক কলাকৌশল, গোয়েন্দা তথ্য ও অপরাধ দমনে তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ মিলবে।’
উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে নবীনদের গভীরভাবে প্রশিক্ষণে মনোনিবেশ করার আহ্বান জানান আইজিপি।
অপরাধের প্রকৃতি ও ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে আইজিপি বলেন, 'প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আপনারা অপরাধ উদঘাটন ও অপরাধীদের বিচারের আওতায় আনার সক্ষমতা প্রমাণের চেষ্টা করবেন।’
বিসিএসের ৪১তম ব্যাচ থেকে মোট ১০০ জন পুলিশের এএসপি হিসেবে যোগ দিয়েছেন। এর মধ্যে পুরুষ ৯৬ জন ও নারী ৪ জন।
আরও পড়ুন: নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে বিজিবির সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
৮ মাস আগে
কেউ আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে কোনো অপচেষ্টা কঠোর হাতে মোকাবিলা করা হবে।
শনিবার (১৯ আগস্ট) বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো চেষ্টা দমনের প্রতিশ্রুতি দিলেন আইজিপি
আইজিপি বলেন, ‘আমরা লক্ষ্য করছি স্বাধীনতাবিরোধীরা আবারও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা করছে। যদি কেউ এটি করার চেষ্টা করে, তবে পুলিশ অতীতের মতোই তাদের দায়িত্ব পালন করবে।’
তিনি আরও বলেন, পুলিশ তাদের শক্তি ও সামর্থ্য দিয়ে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত আইজি কামরুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বক্তব্য রাখেন।
আরও পড়ুন: নির্বাচনে বাংলাদেশ পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি
সকলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি
১ বছর আগে
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রেখে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে বাংলাদেশ পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ ইতোমধ্যেই সন্ত্রাস, চরমপন্থা ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে তার সক্ষমতা দেখিয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
আরও পড়ুন: নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কঠোর ব্যবস্থা: আইজিপি
সোমবার পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় পরিচালিত ‘বাংলাদেশ পুলিশের অপরাধ প্রতিরোধ সক্ষমতা শক্তিশালীকরণ’- শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তোমোহাইড ইচিগুচি।
জাপানকে অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, জাইকা পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে আড়াই হাজার পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতেও প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কোর্স পরিচালনা করা হয়েছে।
আইজিপি বলেন, এর ফলে অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাবে। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত করা হবে।
এছাড়া বঙ্গবন্ধুর 'জনগণের পুলিশ' গড়ে তুলতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, এই প্রকল্পের একটি বিশেষ দিক হলো স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তার বোধ তৈরি করা। যা তাদেরকে ভবিষ্যতে ভালো নাগরিক হতে সাহায্য করবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক মুহাম্মদ তালেবুর রহমান, মহাখালী আব্দুল আজিজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম প্রমুখ।
আরও পড়ুন: সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে: আইজিপি
অপরাধীরা ভালো পথে আসতে চাইলে সুযোগ দেওয়া হবে: আইজিপি
১ বছর আগে
পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী ১৪ এপ্রিল দেশে উদযাপিত হওয়া বাংলা নববর্ষ পহেলা বৈশাখে কোনো নাশকতার আশঙ্কা নেই। পহেলা বৈশাখে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা বের হবে।
তিনি বলেন, সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে।
সোমবার বিকালে রাজধানীর বসুন্ধরা শপিংমলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের দেয়া দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ পুলিশ: আইজিপি
আইজিপি বলেন, কোনো হুমকি থাকুক বা না থাকুক, সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, রমজান মাসে ঢাকা মহানগরীর সব শপিংমলে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয়ও তৈরি করা হয়েছে।
মানুষ যাতে সহজে শপিংমলে আসা-যাওয়া করতে পারে সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, আমাদের ট্রাফিক পুলিশরা সার্বক্ষণিক রাস্তায় থাকে, যাতে রমজানে নগরবাসীকে রাস্তায় ইফতার করতে না হয় এবং তারা সময়মতো তাদের বাড়িতে পৌঁছাতে পারে।
তিনি বলেন, ঈদ ও পহেলা বৈশাখের আগে মানুষ যাতে কেনাকাটা করতে পারে সেজন্য ঢাকা শহর ছাড়াও সারাদেশের বিভিন্ন মার্কেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া আমরা সব মার্কেটে নিরাপত্তা জোরদার করেছি। পুলিশের সকল ইউনিট জনগণকে নিরাপত্তা দিতে একযোগে কাজ করছে।
ব্রিফিংকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-উর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে পুলিশ কর্মকর্তাদের সক্রিয় হওয়ার আহ্বান আইজিপির
আইন মেনেই পুলিশ বিএনপির ৫৩ সদস্যকে গ্রেপ্তার করেছে: আইজিপি
১ বছর আগে
বাংলাদেশে জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে। আমরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি এবং জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
শুক্রবার সুনামগঞ্জের ওয়েজখালীতে পুলিশ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামে জঙ্গিবাদ বিরোধী অভিযান চলছে।
আরও পড়ুন: দুর্গা পূজায় দুর্ভেদ্য নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ: আইজিপি
তিনি আরও বলেন,‘আমরা কৌশলগত কারণে এ বিষয়ে কিছু বলতে চাই না। অভিযান শেষ হলে আমরা আপনাদের সবকিছু জানিয়ে দেব।’
আইজিপি বলেন, পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। জঙ্গিরা আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘হলি আর্টিসান ট্র্যাজেডির পর দেশে আর কোনও বড় জঙ্গি হামলা হয়নি।’
আইজিপি আরও বলেন,পর্যটকরা যাতে নিরাপদে তাদের পছন্দের স্থানগুলোতে যেতে পারেন, সেজন্য সুনামগঞ্জে ট্যুরিস্ট পুলিশ প্রতিষ্ঠার কাজ করা হবে।
আরও পড়ুন: আইজিপি র্যাঙ্ক ব্যাজ পরানো হলো চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে
থানাকে জনগণের আস্থার জায়গা পরিণত করার অঙ্গীকার নতুন আইজিপি’র
২ বছর আগে
মগবাজারে বিস্ফোরণ: পুলিশের তদন্ত কমিটি
রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেইট এলাকায় বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
সোমবার (২৮ জুন) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনারকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
বিজ্ঞপ্তিতে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করার পাশাপাশি বিস্ফোরণ নিয়ন্ত্রণে সুপারিশমালা দিতে বলা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গঠিত কমিটির সাথে সমন্বয় করে কাজ করার কথা বলা হয়েছে।
এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানিয়েছেন, মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তারা পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
দুই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: মগবাজারে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
৩ বছর আগে