বৃদ্ধ দম্পতি
হাজীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বসত ঘরের পাশেই কবুতরের খাঁচায় দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে মিজি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- মো. মমিন মিজি (৭০) এবং তার স্ত্রী নুরজাহান বেগম (৬০)। এই দম্পতির এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে কবুতর পালন করতেন মমিন মিজি। প্রায় সময় বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলার উৎপাত কমাতে খাঁচার দুই পাশে বিদ্যুতের তার জড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে রিকশাচালক দগ্ধ
স্থানীয়রা আরও জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কবুতর দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান মমিন মিজি। দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী নুরজাহানও বিদ্যুতায়িত হন।
বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে বিদ্যুতের মেইনসুইচ বন্ধ করে, তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ইউএনবিকে জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাটি জানতে পেরেছি।
আরও পড়ুন: বন্যার পানিতে বিদ্যুতের তার, সিলেটে যুবলীগ নেতার মৃত্যু
মাগুরায় বিদ্যুতের তারে জড়িয়ে হনুমানের মৃত্যু
১ বছর আগে
চাঁদপুরে বৃদ্ধ দম্পতিকে নিজ বাড়িতে ফিরিয়ে দিল পুলিশ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়ি থেকে বের করে দেয়া বৃদ্ধ দম্পতিকে নিজ বাড়িতে ফিরিয়ে আনল পুলিশ।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের নির্দেশে বুধবার তাদেরকে নিজ ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছে আইনশৃঙ্খল বাহিনী।
আরও পড়ুন: চাঁদপুরে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক পলাতক
এলাকাবাসী জানায়, উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের জামাল হোসেনের দুই ছেলে মাদক ব্যবসায়ী ফারুক (২৭) ও সুমন (৪৫)। তারা দুভাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। বাবা-মা তাদের এসব জঘন্য কাজ সমথর্ন করে না বিধায় তাদের বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেয় ছেলেরা।
ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, বদরপুর এলাকার ফারুক ও সুমন দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক বিক্রি, বাবা-মাকে ঘর থেকে বের করে দেয়াসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এজন্য বুধবার মতলব উত্তর থানা পুলিশ তাদের বাড়িতে এসআই আব্দুল আউয়াল, এএসআই রাশেদসহ একটি ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। কিন্তু এ অভিযানে মাদক ব্যবসায়ীদের ধরতে পারেনি পুলিশ। তবে তার নির্দেশে তাদের বাবা-মাকে নিজ ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছে পুলিশ।
আরও পড়ুন: চাঁদপুরে মেঘনা নদীতে জাটকা ধরায় ২৫ জেলে আটক
ওসি জানান, তাদের দুজনসহ সব মাদক ব্যাবসায়ীদের ধরার অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। একটি সুস্থ সমাজ বিনির্মাণে মাদক বড় অন্তরায়। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। পুলিশও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে এ আন্দোলনকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।’
আরও পড়ুন: চাঁদপুরে বরযাত্রীসহ ট্রলারডুবি, শিশু নিখোঁজ
৩ বছর আগে