চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়ি থেকে বের করে দেয়া বৃদ্ধ দম্পতিকে নিজ বাড়িতে ফিরিয়ে আনল পুলিশ।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের নির্দেশে বুধবার তাদেরকে নিজ ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছে আইনশৃঙ্খল বাহিনী।
আরও পড়ুন: চাঁদপুরে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক পলাতক
এলাকাবাসী জানায়, উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের জামাল হোসেনের দুই ছেলে মাদক ব্যবসায়ী ফারুক (২৭) ও সুমন (৪৫)। তারা দুভাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। বাবা-মা তাদের এসব জঘন্য কাজ সমথর্ন করে না বিধায় তাদের বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেয় ছেলেরা।
ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, বদরপুর এলাকার ফারুক ও সুমন দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক বিক্রি, বাবা-মাকে ঘর থেকে বের করে দেয়াসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এজন্য বুধবার মতলব উত্তর থানা পুলিশ তাদের বাড়িতে এসআই আব্দুল আউয়াল, এএসআই রাশেদসহ একটি ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। কিন্তু এ অভিযানে মাদক ব্যবসায়ীদের ধরতে পারেনি পুলিশ। তবে তার নির্দেশে তাদের বাবা-মাকে নিজ ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছে পুলিশ।
আরও পড়ুন: চাঁদপুরে মেঘনা নদীতে জাটকা ধরায় ২৫ জেলে আটক
ওসি জানান, তাদের দুজনসহ সব মাদক ব্যাবসায়ীদের ধরার অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। একটি সুস্থ সমাজ বিনির্মাণে মাদক বড় অন্তরায়। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। পুলিশও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে এ আন্দোলনকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।’