টি-টুয়েন্টি
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চাঁদপুরের শামীম, এলাকায় আনন্দের বন্যা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা পোয়েছেন চাঁদপুরের প্রথম ক্রিকেটার শামীম পাটোয়ারি। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঁদপুরের ফরিদগঞ্জের শামীম পাটোয়ারীর বাড়ি ও আশপাশে বইছে আনন্দের বন্যা।
ছেলের এমন অর্জনে বাবা, মা, এলাকাবাসী এবং তার প্রথম কোচ সৈয়দ মোহাম্মদ শামীম ফারুকীও বেশ খুশি।
আরও পড়ুন: টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
শুক্রবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে কথা হয় ক্রিকেটার শামীম পাটোয়ারীর পরিবারের সদস্যদের সাথে।
শামীমের বাবা মো. আবদুল হামিদ পাটোয়ারী বলেন, ‘আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার ছেলে প্রথম বারের মতো বিশ্বকাপ টি-টোয়েন্টি খেলবে। আমার অন্তর অনেক খুশি। আমি আমার এলাকাবাসীসহ পুরো দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আমার ছেলে আরও উপরে যেতে পারে।’
শামীমের মা রীনা বেগম বলেন, ‘আমরা অনেক খুশি, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে যেন অনেক ভালো খেলতে পারে।’
শামীম পাটোয়ারীর চাচা সমাজসেবী আনোয়ার হোসেন খোকনও দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ পরিবর্তন
এসময় সেখানে ছুটে আসেন অনেক এলাকাবাসী। প্রিয় সন্তানের এমন অর্জনে তারা সবাই বেশ আনন্দিত। আনন্দ প্রকাশ করেন এলাকার তরুণরা। এলাকাবাসীও শামীমের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
যার হাতে শামীমের প্রথম ক্রিকেটের হাতেখড়ি সেই ক্রিকেট কোচ চাঁদপুরের সৈয়দ মোহাম্মদ শামীম ফারুকী আলাপকালে ইউএনবিকে বলেন, ‘টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ঠাঁই পেয়েছে চাঁদপুরের শামীম পাটোয়ারী। শামীম শুধু চাঁদপুর নয়, গোটা দেশের জন্য সম্মান কুড়িয়ে এনেছেন। আমরা তার জন্য দোয়া করছি যেন আগামীতে সে আরও ভালো পারফরম্যান্স করে।’
৩ বছর আগে
আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় সাকিব
গত জুলাই মাসের পারফরমেন্সে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বুধবার সেরা ক্রিকেটারের স্বীকৃতি দিয়েছে আইসিসি।
একই দিনে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও তিন বছর পর শীর্ষে ফিরেছেন সাকিব।
এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম মে মাসের আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাকিব আল হাসান।
আজকের আগে ঘোষিত আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে ছিলেন সাকিব।
জুলাই মাসে আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হবার প্রতিক্রিয়া সাকিব বলেন, ‘জুলাই ২০২১-এ আইসিসির পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় খুবই সম্মানিত বোধ করছি। এই মাসে কিছু ভালো পারফরম্যান্স। এই স্বীকৃতি বিশেষ কিছু।
সাকিব বলেন, ‘দলের হয়ে খেলতে পারা এবং দলর জয়ে অবদান রাখতে পারায় আমি খুশি। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের হয়ে সাফল্য আনতে পেরে আমি আনন্দিত।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিব ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জিতেছেন। সিরিজে সাকিব ১০০ এর বেশি রান করেন এবং সাতটি উইকেট নিয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরের শুরুতে আরেকটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। কিউইরা ইতোমধ্যেই এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে। তারা ২৪ আগস্ট বাংলাদেশে আসবেন।
সেপ্টেম্বর-অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু সিরিজটি ২০২৩ সালের মার্চে পুননির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: সাকিবের অনন্য রেকর্ড, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
আইসিসির মে মাসের সেরা খেলোয়াড় মুশফিক
৩ বছর আগে
মুরুব্বি, এইটারে কিরকিট খেলা কয়?
বাংলাদেশ অস্ট্রেলিয়ানগো যা দিলো হেইটারে হার/পরাজয়, বিজয়, এই সব সুট বুট মার্কা কথায় বোজান যাইবো না। এইটা হইলো গিয়া প্যাদানি। মানে আচ্ছা কইরা, কইসা পিসনে হাত বাইন্দা এক হাত, দুই হাত, পাঁচ হাত দিয়া মহল্লা স্টাইলে মাইর।
এই রকম মাইর অসি বাবুরা আগে কোনোদিন নাকি খায় নাই। টি-২০ খেলায় হেগো এদ্দিনের সব চাইতে কম স্কোর। মানে আমাগো স্কুলের সব চাইতে বড় মাস্তানের পয়সা খাইয়া বেরাইম্মা পোলা সাইজা স্কুলে অংকে চুরি কইরা যা পাইসিল, তার চাইতে কম। এর নিচে অসি ক্রিকেট নামে নাই বলা যায়। ওদের লাইগা একটু কানতাম, কিন্তু মনটা আইসা আচ্ছা লাগতাসে যে পারলাম না।
ভাইয়া আবার আইসেন, এইবার তো রাস্তা চিনসেন, বুড়িগঙ্গার পানি এবার ড্রামে কইরা আপনাগো লাইগা রাইখা দিমু। দেখলেন তো, কত জলে কত পানি। আসল কথা টাইমটা আর পিচটা আমাগো আসিল। আপ্নেরা রঙ টাইমে আইসিলেন ফল পাড়তে। মানে যারে কয়, ধরা খাইসেন আর কি। মজা না?
বাংলাদেশ কি দেখাইলো?
ব্যাটিং তেমন কিসু করে নাই, খালি পরথমে এট্টুক পিটায় রাখসে যাতে রাতে খাবার শর্ট না পড়ে। ঠিকই একটু কমতি কমতি হইসে কিন্তু আগার-মাগার কইরা ১২১ হইসে। এই মাঠে এইটাই কেউ পারে না, কিন্তু বুঝেনি তো সব, মহল্লার মানুষ, সাকিবরে আবার যদি কতল কইরা দেয়। কিন্তু প্রথম উইকেট পরসে জলদি, তবে হেগো কাপ্তান নিজেই চালু আসিল এবং ছক্কাও মারসে। তবে সাকিব মিয়ার ছক্কা পার্টিরে ডাইকা আনা হইসিল উপরে, কিন্তু হে ভাবসে আবার মাঘ মাস আইসে। অমনি ধরা, গেসে গা প্রথম ওভারেই।
হেদের কি বাথরুম প্রব্লেম হইসিল
ধরেন গিয়া ৪ উইকেট ত্বক কইতে পারেন কিরিকেট খেলসে, কিন্তু তারপর যা হইসে সেইটা মনে হয় বুড়া মানুষ বহুতখন বাইরে থাকার পর যহন হিসু ধরে, আর হে বাসায় দৌঁড়াইতে দৌঁড়াইতে ফিরা ওয়াশরুম খোঁজে, অনেকটা সেই রকম আর কি!
অথবা মানে যদি আমগো ওয়াসার কলের পানি খাইলেন না ফুটাইয়া, কয়েকবার আর কি। তহন টয়লেট রে 'যান আমার প্রাণ আমার’ কইয়া খালি দেহা করতে যান, সেই রকম আর কি। আশা যাওয়ার মধ্যে থাকা কওয়া যায়। জন্মের আগেই হগলটি আউট।
আবার আইসেন, কিমুন?
এইটা কোনও কথা হইলো। আমগো বাড়ির জামাই বাবাজি ঘুম থিকা উইঠা টিভি খুইলা দেহে সব ফক ফকা। খোমা হেভি বেজার। কয় এইডা কিমুন বাড়ি, কিরিকেট দেহন যায় না।
কি আর করুম কন, কি আর বলুম। সবই আল্লা'র ইস্সা।
তয় কিনা দাওয়াত রইলো আব্বাজানেরা। আবার আইসেন। পকেটে ফুইসা কম থাকলে খবর দিয়েন, চাঁদা তুইলা টিকেটের দাম পাঠামু, আঃ-বাহ্ ফ্রি, খালি এইবারের মতো ঠুশ মাইরা খেইলেন। হাগু মুতু নো চিন্তা, ডু ফুর্তি।
৩ বছর আগে
সাকিবের অনন্য রেকর্ড, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান একইসাথে ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচে ৪ উইকেট তুলে নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই অনবদ্য রেকর্ড গড়েন। সাকিবের এমন অর্জনে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি।
আরও পড়ুন: শেষ ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ
অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজ এক অনন্য রেকর্ড গড়লো। তার এ অসামান্য অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি তার সার্বিক সাফল্য কামনা করছি।’
আরও পড়ুন: বার্সেলোনা ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম না: মেসি
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ায় তালিকায় সাকিব দ্বিতীয় বোলার। তার আগে এই অর্জন আছে শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার। তবে লাসিথ মালিঙ্গা শুধু ১০০ (১০৭) উইকেটের মালিক, ১০০০ রানের কোটা পার করেননি।
৩ বছর আগে
টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশ টাইগাররা
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১০ ওভারে ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অকল্যান্ডে বৃহস্পতিবার ৯.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এর ফলে ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল কিইউরা।
এর আগে বৃষ্টির কারণে ম্যাচ পরিণত হয়েছিল ১০ ওভারের ম্যাচে। রান তাড়ায় নেমে ১০ ওভারও টিকতে পারল না টাইগাররা। কার্টেল ওভারের ম্যাচে ৬৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে নিউজ্যিলান্ডের মাটিতে টানা ৩২ ম্যাচ হারল টাইগাররা।
আরও পড়ুন: প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্বে লিটন দাস
ঊরুর চোটে অধিনায়ক মাহমুদউল্লাহ’র অনুপস্থিতিতে আজকে দলকে নেতৃত্ব দেন লিটন দাস।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজও হারল বাংলাদেশ
অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিল ও ফিন অ্যালেনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। ৩ ওভারের পাওয়ার প্লেতে স্বাগতিকরা তুলে নেন ৪৩ রান। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে শরিফুল, তাসকিন, মেহেদি একটি করে উইকেট নেন।
১৪২ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রথম ওভারেই টিম সাউদির ফিরতি ক্যাচের শিকার সৌম্য সরকার। উড়ন্ত সূচনা করতে গিয়ে ৪ বলে ২ বাউন্ডারিতে সৌম্য তখন ১০ রানে। তার ঠিক পরের বলেই সাউদির বলে বোল্ড হন অধিনায়ক লিটন (১ বলে ০)। এরপর ১৯ রান করা মোহাম্মদ নাঈমকে ফেরান স্পিনার টড অ্যাস্টল।
আরও পড়ুন: দ্বিতীয় টি২০: ১৭১ রানের টার্গেট পেল বাংলাদেশ
পরে অ্যাস্টল একে একে নাজমুল হোসেন শান্ত (৬ বলে ৮), আফিফ হোসেন ধ্রুব (৬ বলে ৮), মাহেদি হাসানকে (২ বলে ০) ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত ৯.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১০ ওভারে ১৪১/৪ (গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪, মিচেল ১১*, তাসকিন ২৪/১, শরিফুল ২১/১, মেহেদি ৩৪/১)।
বাংলাদেশ: ৯.৩ ওভারে ৭৬ (নাঈম ১৯, সৌম্য ১০, মোসাদ্দেক ১৩, সাউদি ১৫/৩, ফার্গুসন ১৩/১, অ্যাস্টল ১৩/৪, ফিলিপস ১১/১)।
ফল: নিউজিল্যান্ড ৬৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফিন অ্যালেন
ম্যান অব দা সিরিজ: গ্লেন ফিলিপস
৩ বছর আগে