নেত্রকোণার পূর্বধলায় রেললাইনের ৪০টি ডগপিন, নাট-বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার(২ জানুয়ারি) সকালের দিকে উপজেলার জারিয়া বালুরঘাট সেতু এলাকায় এই অবস্থায় দেখতে পায় টহলরত আনসার সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন, জারিয়া রেলওয়ে স্টেশন মাস্টার মনির হোসেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার পূর্বধলা রেলওয়ে স্টেশন ও জারিয়া স্টেশনের মাঝামাঝি বালুঘাটায় রেললাইনের ১৭ নম্বর সেতুর ওপর ৪০টি ডগপিন, নাট-বল্টু খোলা অবস্থায় দেখতে পান আনসার সদস্যরা।
আরও পড়ুন: হবিগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
এদিকে যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী ২৭২ ডাউন ট্রেনটি আসছিল। এমতাবস্থায় ট্রেনটি পূর্বধলা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে জারিয়া স্টেশনের আগেই বালুঘাটায় থামান টহলরত আনসার সদস্যরা।
পূর্বধলা রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী আবদুল মোমেন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন, খবর পেয়ে পরিদর্শন করেছি। রেললাইনে সার্বক্ষণিক আনসার সদস্যরা পাহারায় আছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেন লাইনচ্যুত: যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার