নেত্রকোণায় প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে জেলার ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের চল্লিশা ঝাউসী এলাকায় এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউল জানান।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার আজিজুল হাকিম ও সদর উপজেলার শাহবাজপুর এলাকার সোলায়মান ফকিরের ছেলে মো. ফারুখ মিয়া (২১)।
আরও পড়ুন: বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহতদের মধ্যে আজিজুল নেত্রকোণার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল আর ফারুখ মিয়া অটোরিকশারটির চালক।
আহতরা হলেন- নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পাবই গ্রামের রাহাতুল (৪৫), পলাশহাটি গ্রামের পাভেল (৩০), নজরুল ইসলাম (৪০), মাহাবুব (৬৫), সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শারমিন ( ৩৫) ও প্রাইভেটকারের চালক মাদারীপুর জেলার পানুন মিয়া (৩৫)।
তাদের মধ্যে পানুন মিয়া নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মশিউল জানান, ওই সড়কের চল্লিশার ঝাউসী এলাকায় নেত্রকোণাগামী প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।