ভর্তি আবেদন
শাবিপ্রবিতে ভর্তি আবেদন রবিবার থেকে শুরু
সম্প্রতি দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)। আগামী রবিবার (২১ নভেম্বর) থেকে শুরু হবে শাবিপ্রবির ভর্তি আবেদন প্রক্রিয়া। ওইদিন সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে চলবে শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত।
মঙ্গলবার প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
এবারের ভর্তি আবেদন ফি ইউনিট ভেদে ৬৫০ টাকা। তবে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণের জন্য অতিরিক্ত ৩৫০ টাকা পরিশোধ করতে হবে।
শিক্ষার্থীরা admission.sust.edu এই ওয়েবসাইটে থেকে আবেদন করতে পারবে। পূর্বে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ভর্তির যোগ্যতা বিষয়ক শর্তাবলী আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধনের তথ্য দেয়ার নির্দেশ
বাসে শাবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড
৩ বছর আগে
চবির ভর্তি আবেদন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দেশব্যাপী লকডাউন ঘোষণা করায় পূর্বনির্ধারিত সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে না।
শিগগির অনলাইনের এই আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: চবি’র সাবেক উপাচার্য নূরুদ্দীন চৌধুরী মারা গেছেন
রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:চবির নির্যাতিত ছাত্রনেতা আজাদকে আর্থিক সহায়তা
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ সোমবার সকাল ১১টায় নির্ধারিত ছিল। করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ার কারণে সরকার কর্তৃক একইদিন থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করায় পূর্বনির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর কার্যক্রম স্থগিত করা হলো।
আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহ মামলা: চবি শিক্ষক আনোয়ার হোসেনের জামিন বহাল
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত ডিন্স কমিটির ১১তম সভার (জরুরি) সিদ্ধান্তক্রমে স্থগিত করা হয়েছে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে।
৩ বছর আগে