সম্প্রতি দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)। আগামী রবিবার (২১ নভেম্বর) থেকে শুরু হবে শাবিপ্রবির ভর্তি আবেদন প্রক্রিয়া। ওইদিন সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে চলবে শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত।
মঙ্গলবার প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
এবারের ভর্তি আবেদন ফি ইউনিট ভেদে ৬৫০ টাকা। তবে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণের জন্য অতিরিক্ত ৩৫০ টাকা পরিশোধ করতে হবে।
শিক্ষার্থীরা admission.sust.edu এই ওয়েবসাইটে থেকে আবেদন করতে পারবে। পূর্বে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ভর্তির যোগ্যতা বিষয়ক শর্তাবলী আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধনের তথ্য দেয়ার নির্দেশ