সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
নারীদের সাহসী পদক্ষেপ নিতে হবে: কে এম খালিদ
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সরকার নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে, যার জন্য তাদের নিজেদের সাহসী পদক্ষেপ নিতে হবে।
শনিবার 'ভ্রমণকন্যা- ট্রাভেলেটাস অফ বাংলাদেশ এর জেন্ডার ইকুইটি অ্যান্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম (জিইইপি) বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই সব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘লিডারশিপ বুট-ক্যাম্প অ্যান্ড পিস কনসার্ট ১.০’ শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়িত হবে: কে এম খালিদ
বাংলাদেশে প্রথম নারী-কেন্দ্রিক ভ্রমণ সংস্থা হিসেবে ২০১৬ সালের নভেম্বরে ‘ভ্রমণকন্যা-ট্রাভেলেটস অফ বাংলাদেশ’এর যাত্রা শুরু হয়।
ভ্রমণের পাশাপাশি তারা বাংলাদেশের ৬৪ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ, আত্মরক্ষা কৌশল, নারীর স্বাস্থ্য, বাল্যবিবাহ রোধ, বয়ঃসন্ধিকালীন সমস্যা প্রভৃতি বিষয়ে সচেতনতায় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খালিদ সাহসী ও উল্লেখযোগ্য পদক্ষেপগুলো নেয়ার জন্য এবং নারীরা অনুসরণ করতে পারে এমন দুর্দান্ত উদাহরণ স্থাপনের জন্য ভ্রমণকন্যা দলকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: বছরে ৩০ নারী শিক্ষার্থীকে বৃত্তি দেবে এফবিসিসিআই
ভ্রমণের গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যবাহী, সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। বাংলাদেশের রয়েছে ৫০০ এর অধিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ভ্রমণকন্যাসহ পর্যটকদের এসব ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করার আহ্বান জানাই।
২ বছর আগে
নির্ধারিত সময়ের আগেই পর্দা নামছে বইমেলার
দেশের কোভিড-১৯ পরিস্থিতির অবনতির কারণে অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ের দুই দিন আগেই ১২ এপ্রিল শেষ হবে।
শনিবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন।
আরও পড়ুন: বইমেলা বন্ধের সুপারিশ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির
বন্ধের সিদ্ধান্তটি এমন সময়ে এসেছে যখন সরকার কোভিড-১৯ সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহের কঠোর লকডাউন কার্যকর করতে চলেছে।
ইউএনবির সাথে আলাপকালে বাংলা একাডেমির পরিচালক ও একুশে বইমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, '১৪ এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহ কঠোর লকডাউন শুরুর আগেই ১২ এপ্রিল বইমেলা শেষ হবে।'
আরও পড়ুন: করোনা: বইমেলায় প্রবেশে সময়সীমা কমলো
কোভিড-১৯ এর পুনরুত্থানের মধ্যেই ১৮মার্চ শুরু হওয়া বইমেলাটি প্রকাশক ও বিক্রেতাদের ব্যবসায়ের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় স্বাভাবিক গতি পেতে ব্যর্থ হয়েছে।
এর আগে, সরকার ৫ এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করলেও বাংলা একাডেমিকে মেলা চালিয়ে নেবার অনুমতি দেয়।
৩ বছর আগে