ইউনিয়ন পরিষদ
টাকা দিলেই মিলত জন্ম সনদ, সুযোগ নিয়েছে রোহিঙ্গারাও
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ছিলেন ছুটিতে। এ সময় দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্যকে হাত করে জন্ম নিবন্ধন কার্যক্রমে ব্যাপক অনিয়ম করার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ সুমন পারভেজের বিরুদ্ধে।
তার বিরুদ্ধে অভিযোগ, মোটা টাকার বিনিময়ে কোনোপ্রকার বাছবিচার ছাড়াই একের পর এক জন্ম নিবন্ধন সনদ ইস্যু করেছেন পারভেজ। এমনকি রোহিঙ্গারাও টাকা দিয়ে তার কাছ থেকে জন্ম সনদ নিয়েছে।
সম্প্রতি বিষয়টি সবার সামনে এলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকার কেউ নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধনের আবেদন করলে মাসের পর মাস অতিবাহিত হলেও তা ইস্যু নিয়ে কোনো তাড়া দেখা যায় না। অথচ টাকা দিয়ে এখান থেকে অল্প সময়ের মধ্যেই জন্ম সনদ নিয়ে গেছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা অসংখ্য মানুষ।
তাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী বিভিন্ন জেলার বাসিন্দাদের স্ব স্ব ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ নেওয়ার কথা থাকলেও গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, যশোর, রংপুর ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলার অধিবাসীরা বুধল ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ বানিয়েছেন। এসব সনদে তাদের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২ নম্বর বুধল ইউনিয়ন পরিষদ।
বিদেশ গমন, বিয়ে, নতুন ভোটার হালনাগাদ ও বয়স বাড়ানো-কমানোসহ নানা প্রয়োজনে টাকার বিনিময়ে নানা জায়গার মানুষ সুযোগের ‘সদ্ব্যবহার’ করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
আরও পড়ুন: ১০ বছর ধরে নেই কোনো মুসলিম শিক্ষক, ইসলাম শিক্ষা পড়াচ্ছেন হিন্দু শিক্ষকরা
জন্ম নিবন্ধনের আবেদন ও সনদ ইস্যুর পর তা প্রিন্ট করতে হলে প্রসাশনিক কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দিষ্ট সার্ভার অ্যাকাউন্ট ও ওটিপির প্রয়োজন হয়। তাহলে চেয়ারম্যাচের অগোচরে কীভাবে এমন ভয়াবহ দুর্নীতি ঘটল, তা জানতে চাইলে দুধল ইউপি চেয়ারম্যান আতিকুল রহমান (শফিক) বলেন, ‘২০২৪ সালের ১০ ডিসেম্বর থেকে চলতি বছরের ২১ জানুয়ারি পর্যন্ত আমি ছুটিতে ছিলাম। এ সময় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ইউপি সদস্য (মেম্বার) মো. সাদেক মিয়া। আমার অনুপস্থিতিতে তার সঙ্গে আঁতাত করেই ইউপি সচিব পারভেজ এই জালিয়াতি শুরু করেন।’
জন্ম নিবন্ধনের আবেদন করে ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা ফারজানা আক্তারকে দিয়ে তারা সেগুলো প্রিন্ট করাতেন বলে জানান শফিক চেয়ারম্যান।
তিনি বলেন, ‘ছুটি থেকে ফিরে গত ২২ জানুয়ারি আমি অফিস শুরু করলে এক ব্যক্তি টেলিফোনে বিষয়টি আমাকে জানান। তারপর আমি খোঁজ নিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হই।’
‘পরে পারভেজকে এ বিষয়ে ধরলে চাপে পড়ে তিনি দায় স্বীকার করেন। এমনকি স্ট্যাম্পে লিখিতও দেন তিনি।’
ইউপি সংশ্লিষ্টরা জানান, এর আগে ২০২৩ সালেও সুমন পারভেজের বিরুদ্ধে একই ধরনের দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রসাশকের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। সে সময় আবেদন করা হলেও শুরুতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই ইউনিয়ন পরিষদেই কর্মরত ছিলেন তিনি। পরে অবশ্য বিষয়টি জানাজানি হলে সেখান থেকে তাকে কসবা উপজেলা খাড়েরা ইউনিয়ন পরিষদে বদলি করা হয়।
ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা ফারজানা আক্তারের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে ইউএনবিকে তিনি বলেন, ‘আমাকে চাপ দিয়ে সুমন পারভেজ স্যার এসব কাজ করাতেন। ভয়ে আমি কাউকে কিছু বলতে পারি নাই। সব সময় তিনি আমাকে চাপের মধ্যে রাখতেন।’
নারী উদ্যোক্তাকে ভয়ভীতি দেখিয়ে কাজ হাসিলে সুমন পারভেজের বিরুদ্ধে এই অভিযোগে সমর্থন দেন শফিক চেয়ারম্যানও। বলেন, ‘তার (পারভেজ) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’
আরও পড়ুন: রাজধানীতে নিয়ন্ত্রণের বাইরে মশার উপদ্রব, নগরজুড়ে উদ্বেগ
কথা হয় চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সাদেক মেম্বারের সঙ্গেও। তার দাবি, তাকে বিষয়টি বুঝতে না দিয়ে পাসওয়ার্ড নিয়ে নেওয়া হয়েছে।
ইউএনবিকে মো. সাদেক মিয়া বলেন, ‘২/৩ দিনে প্রায় পৌনে দুইশ মানুষের জন্ম নিবন্ধন করা হয়েছে এখান থেকে। অন্য জায়গা থেকে আবেদন করে সে (পারভেজ) ইউনিয়ন পরিষদে এন্ট্রি করে পিডিএফ আকারে নিয়ে যেত।’
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘এমন ঘটনা সব জায়গাতেই হচ্ছে, শুধু আমার জেলাতে হয়েছে—এমন নয়। প্রশাসনিক কর্মকর্তা সুমনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা আমি শুনেছি। তদন্তে তিনি যদি দোষী প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত সুমন পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে এই প্রতিবেদকের কাছে বিষয়টি তিনি স্বীকার করে নেন। তবে নিজের অসুস্থতা এবং মেয়ের বিয়ে ঠিক হয়েছে অজুহাতে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করেন তিনি।
৪৯ দিন আগে
জামালপুরে সাবেক ইউপি সদস্য খুন
জামালপুরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন।
শনিবার (২২ জুলাই) রাত ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলার ফুলজোর গ্রামে স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঝিকরগাছায় ২৪০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম (৫০) মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার ফুলজোর গ্রাম।
জানা যায়, শনিবার রাতে ওই গ্রামের জহুরুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বজল কুমার সরকারের নেতৃত্বে মাদারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্বজল কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, লাশ বর্তমানে মাদারগঞ্জ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য দ্রুতই জহুরুল ইসলামের লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছোট ভাইয়ের বিরুদ্ধে ছুরিকাঘাতে বড় ভাই খুনের অভিযোগ
চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
৬৩৪ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রবিবার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) গোয়াবাড়ি চাঁদপুর এলাকার আশরাফুল ইসলামের ছেলে দুলাল হোসেন(৩৫) এবং গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউপির দিয়ার ইসলামপুর এলাকার মৃত তাইজুদ্দিনের ছেলে তরিকুল ইসলাম।
আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, রবিবার সকাল ১০টার দিকে দুলাল হোসেন তার নানার বাড়ি উপজেলার ঘোষলাদহা এলাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় কানসাট-ভোলাহাট সড়কের ঘোষলওদা ব্রিজ এলাকায় পৌঁছালে পেছনে আসা একটি পেঁয়াজবাহী নসিমন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুলাল হোসেন।
এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে তরিকুল ইসলাম উপজেলার রহনপুর এলাকা থেকে মোরসাইকেলয়োগে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথে গোমস্তাপুর ইউপির শিমুলতলা এলাকায় একটি বাসের ধাক্কায় গুরুতর আহন হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পরোপকারী বরিশালের সাংবাদিক মাসুদ
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৮১৫ দিন আগে
ঝিনাইদহে সরকারি প্রকল্পের ঘর ভেঙে ফ্লাট তৈরি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর গ্রামে ‘যার জমি আছে ঘর নেই, তাঁর নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের বাড়ি ভেঙ্গে ফ্লাট তৈরি করার অভিযোগ উঠেছে। প্রকল্পটির আওতায় ঘর ভাঙ্গার কোনো নিয়ম নেই।
একই পরিবারের তিন সদস্য পেয়েছেন এই প্রকল্পের বাড়ি। তৎকালীন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনেকটা সেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে এই ঘর বরাদ্দ করেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ৫-৬ বছর আগে কোটচাঁদপুরের সাবদারপুর গ্রামের শ্রী নারায়ণ হালদার, তার ছোট ছেলে বাসুদেব হালদার ও বড় ছেলে প্রহল্লাদ হালদারের স্ত্রী সুমি হালদারের নামে প্রকল্পের বাড়ি বরাদ্দ দেয়া হয়। নারায়ণ হালদারের বড় ছেলে প্রহল্লাদ হালদার কোটচাঁদপুর ডিজিটাল সেন্টারে কর্মরত থাকায় প্রশাসনিক প্রভাব খাটিয়ে নিজের পরিবারের তিন সদস্যের নামে তিনটি ঘর নিজেদের নামে নিতে সক্ষম হন বলে এলাকাবাসী মনে করেন।
বর্তমানে অনুমতি ব্যতিত সেই বাড়ি ভেঙ্গে নিজের ইচ্ছামতো ফ্লাট তৈরি করছেন।
আরও পড়ুন: আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছে বাংলাদেশের ২ প্রকল্প
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, একই পরিবারে এই প্রকল্পের ঘর দেয়ার বিধান নেই। যদি কেউ বরাদ্দ দিয়ে থাকেন তবে অনিয়মের মাধ্যমে করেছেন।
কোটচাঁদপুর ডিজিটাল সেন্টারে কর্মরত প্রহল্লাদ হালদার জানান, আমার পরিবারের তিন সদস্য ঘর পেয়েছে এটা সত্য। তবে ঘরগুলো ছিল কাঠের, তাই ঘুণ পোকা লেগে নষ্ট হয়েছিল। আমার স্ত্রীর নামে বরাদ্দ ঘরটি ভেঙ্গে তাই ছাদ দিচ্ছি।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী ওয়ালীউল্লাহ জানান, এই প্রকল্পের সঙ্গে আমার অফিসের সংশ্লিষ্টতা নেই। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভুমি) দপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে, তারাই ভালো বলতে পারবেন।
আরও পড়ুন: মেগাপ্রকল্প বিএনপির ‘মেগা-যন্ত্রণার’ কারণ: ওবায়দুল কাদের
সাবদারপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর মান্নান বলেন, আমার আগের চেয়ারম্যানের সময় এই প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বিষয়টি আমার জানা নেই। তবে আইন মোতাবেক প্রকল্পের বাড়ি একই পরিবারের তিন সদস্য পেতে পারে না।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ গনমাধ্যমকর্মীদের জানান, আমি নতুন যোগদান করেছি। আগের কর্মকর্তা কি করেছেন আমার জানা নেই। তবে একই পরিবারের তিন সদস্যকে ঘর দেয়ার বিধান আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, প্রকল্পের ফাইল তলব করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক চার লেনসহ একনেকে ৬ প্রকল্প অনুমোদন
৯৩২ দিন আগে
কুড়িগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে প্ল্যান ইন্টারন্যাশনাল
বন্যাকবলিত কুড়িগ্রামে পানির স্তর কমে আসলেও সেখানে বসবাসরত লাখো মানুষ হারিয়েছে স্বাভাবিক জীবন যাপনের নূন্যতম সম্বল। বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও রয়ে গেছে সংকট, তৈরি হচ্ছে নিত্য নানা সমস্যা।
এই পরিস্থিতিতে এই অঞ্চলের মানুষের কাছে সবার আগে জরুরি সহায়তা নিয়ে পৌঁছে গিয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জোসনা নামের এক নারী জানান, ‘আমাদের প্রতিদিনের স্বাভাবিক জীবন হঠাৎ উল্টে গেছে এই এক বন্যায়। আমার ঘর পানির নিচে চলে গেছে। যেদিকেই তাকাই, শুধু বন্যার পানি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। আমার পুরা পরিবারই খাবারের সংকটে ভুগছে। কিন্তু আমার যেন বাড়তি সংকট। এইরকম পরিস্থিতিতে মাসিক ব্যবস্থাপনা কীভাবে করব? কাপড় কীভাবে পালটাবো? আমি কিছুই জানিনা।’
আরও পড়ুন: প্ল্যান ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক
জোসনার মত নাগেশ্বরীর কচাকাটা এবং বল্লভেরখাস ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে খাদ্য ও অন্যান্য সহযোগিতা নিয়ে জরুরি সাড়াপ্রদানের (ইমার্জেন্সি রেস্পন্সের) কাজ করে চলেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আর এই সাড়াপ্রদানের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মেয়ে ও যুব নারীদের মৌলিক চাহিদা।
জরুরি সাড়া প্রদানের প্রথম ধাপে পাঁচ হাজার ৫৬০ প্যাকেট শুষ্ক খাবার, এক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এক হাজার ৮৪০টি খাদ্য-ভিন্ন অন্যান্য প্রয়োজনীয় উপকরণ এবং এক হাজার ৮২০ টি মাসিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে বন্যাকবলিত মানুষের কাছে।
নাগেশ্বরীর মর্জিনা নামের এক নারী জানান, ‘বন্যার এই ভয়াবহ আঘাতের পর আমাদের আর খাবার রান্না করে খাওয়ার কোনও সুযোগ নেই। এমন সংকটের সময়ে এই শুকনা খাবারের সহায়তা পাওয়াটা আমাদের জন্য তাই এক বিরাট স্বস্তি। তাছাড়া মাসিক ব্যবস্থাপনার জন্য যে প্রয়োজনীয় সরঞ্জাম- এটা জরুরি ছিল ভীষণ। কারণ এই সমস্যার কথা তো আমরা কাউকে গিয়ে বলতে পারি না।’
স্বল্পকালীন জরুরি এই সাড়াপ্রদান প্রকল্প বাস্তবায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-কে সহায়তা করছে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি।
কমিউনিটির কাছে জরুরি সহায়তা পৌঁছে দেয়ার এই কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সেন্ট্রাল এবং নর্দান রিজিওনের প্রধান আশিক বিল্লাহ, কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন ও বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রাজ্জাক।
আরও পড়ুন: পানি কমলেও দুর্ভোগ কমেনি
১০২৫ দিন আগে
রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় খড়োস্রোতা কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রুপকারী ইউনিয়নের বিজয় ঘাট ও গোলাছড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার সাজেক ইউনিয়নের মাচালং ও রুপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তারা।
নিহত দুই যুবক হলেন- মাচালং মন্দির পাড়া এলাকার কালাধন চাকমার ছেলে সুকর চাকমা (৩২) ও রুপকারী এলাকার গোলাছড়ি গ্রামের শ্রিবক্স চাকমার ছেলে চিরজ্যোতি চাকমা (৪২)।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মাছ ধরতে গিয়ে মারা যাওয়ার বিষয়টি দুঃখজনক। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে লোকজনকে সচেতন ও সতর্ক করার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু
১০২৯ দিন আগে
কালীগঞ্জে আগুনে পুড়ল ১২ দোকান
লালমনিরহাটের কালীগঞ্জে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই তা আশ-পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কাপড়, স্বর্ণ, স্টুডিও, মুদি, ওষুধ ও জুতার দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
আরও পড়ুন: বরগুনায় বিহারি পট্টিতে আগুন, দশ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।’
এ সময় ঘটনা তদন্ত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরও পড়ুন: রামপুরায় গোডাউনে আগুন, দগ্ধ ৪ জনের মৃত্যু
১১৩৩ দিন আগে
টিকা নিতে এসে ভবনের রেলিং ভেঙে আহত ৮
ভোলার লালমোহনে গণটিকা নিতে গিয়ে ইউনিয়ন পরিষদের ভবনে মানুষের চাপে রেলিং ভেঙে নারী ও শিশুসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করেছে। তবে এদের মধ্যে কয়েকজনকে ভোলা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার লালমোহনের কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনের রেলিং ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে লালমোহনের কালমা ইউনিয়ন পরিষদের ভবনের টিকাদান কেন্দ্রে সকাল থেকে বিভিন্ন বসয়ী নারী-পুরুষরা টিকা নিতে ছুটে যায়। এ সময় টিকা নিতে আসা মানুষের চাপে দোতালা ভবনের রেলিং ভেঙে নিচে পরে কমপক্ষে আটজন আহত হয়। আহতদের মধ্যে পারুল বেগম, পারভিন বেগম, নিবিয়া বেগম, রোমানা বেগম, সীমা বেগম ও শিশু জুলেখা বেগমের নাম পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতরদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসাসহ বিভিন্ন প্রকার সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
আরও পড়ুন: গণটিকাদানের মেয়াদ আরও দুইদিন বাড়লো
করোনা টিকার সকল ডোজই চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
১১৪৫ দিন আগে
নাঙ্গলকোটে দুই প্রার্থীর পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১০
কুমিল্লার নাঙ্গলকোটে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী এয়াকুব আলী মজুমদার ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অন্যদিকে, একই অভিযোগ করেছেন বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের হেশিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নৌকার প্রার্থী এয়াকুব আলী বলেন,হেশিয়ারা গ্রামে অস্থায়ী নির্বাচনী অফিস নির্মাণ করতে গেলে সাইফুল ইসলামের সমর্থকরা বাধা দেয়। এরপরও আমরা সেখানে অফিস নির্মাণ করায় শুক্রবার রাতে তারা ওই নির্বাচনী অফিসে আগুন লাগিয়ে দেয়।
শনিবার সকালে আমরা সেখানে গেলে সাইফুল তার নেতা-কর্মীদের নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার তিন ভাই কবির আহম্মদ,পয়ার আহম্মদ ও আলমগীর হাসানসহ অন্যান্য নেতাকর্মীদের পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। আমি এ ঘটনার বিচার চাই।
আরও পড়ুন: কুমিল্লায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, আহত ৭
এসব অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম বলেন, সকালে শুনতে পাই হেশিয়ারা গ্রামে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছে নৌকা প্রতীকের লোকজন। এরপর আমি সেখানে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার এবং আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় আমার কর্মী হেশিয়ারা গ্রামের হারুন মিয়া, সুমন ও শাহজাহান আহত হয়েছেন।
এ প্রসঙ্গে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হাসান বলেন, বাঙ্গড্ডায় দুই প্রার্থীর মধ্যে নির্বাচনীয় সহিংসতার ঘটনা ঘটেছে। নৌকা প্রতীকের প্রার্থী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় জোড়া খুনের মামলায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
কুমিল্লায় ডাক বিভাগের নৈশ প্রহরীর লাশ উদ্ধার
১২০১ দিন আগে
দৌলতপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬
কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও জাসদের কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় জাসদ মনোনীত মশাল প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে উভয় পক্ষ পৃথকভাবে থানায় অভিযোগ করার কথা বললেও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তা অস্বীকার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের পোস্টার টাঙানোকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ মন্ডল ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মশাল প্রতীকের প্রার্থী আব্দুল আজিজের সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার জের ধরে রাত ১১ টার দিকে ভাগজোত বাজারে উভয় গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের আয়নাল আলী নামে মশালের প্রতীকের এক কর্মী গুলিবিদ্ধ এবং রামদার আঘাতে রাশেদ, হান্নান, আশিক, ইমদাদুল ও মন্টু নামে নৌকার দুই সমর্থক আহত হন। আহত আয়নালকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ সময় ভাগজোত বাজারে মশালের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: কুষ্টিয়ায় সংঘর্ষে আ'লীগের ১০ কর্মী আহত
মশাল প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ বলেন, সোমবারও তার এক কর্মীকে মারধোর করেছে নৌকা প্রতীকের কর্মীরা। মঙ্গলবার রাতে নৌকার সমর্থকরা তার মশাল প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করে। এ বিষয়ে বুধবার সকালে দৌলতপুর থানায় ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর পৃথক লিখিত দুটি অভিযোগ করা হয়েছে।
নৌকার প্রার্থী সিরাজ মন্ডল মশালের অফিস ভাঙচুরের কথা অস্বীকার করে বলেন, মশাল প্রার্থীর সমর্থকরা গুন্ডাপান্ডা নিয়ে নৌকার সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। হামলার সময় রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে নৌকার পাঁচ কর্মীকে আহত করেছে। এ সময় আতংক সৃষ্টি করতে মশালের লোকজন বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি নাসির উদ্দীন বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগও করেননি।
আরও পড়ুন: সংস্কারের ৪ মাসের মধ্যে আবারও দেবে গেল কুষ্টিয়ার আঞ্চলিক মহাসড়ক
কুষ্টিয়ায় চালককে কুপিয়ে হত্যা
১২৪৬ দিন আগে