মিঠামইন
মিঠামইনে স্পিডবোট ডুবে শিশু নিখোঁজ
কিশোরগঞ্জের মিঠামইন থেকে যাত্রী নিয়ে করিমগঞ্জের বাঁলিখলা ঘাটে যাওয়ার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকার সঙ্গে সংঘর্ষে স্পিডবোট ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের সামনে ঘোড়াউত্রা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠামইনের কামালপুর স্পিডবোট ঘাট থেকে ১৪ জন যাত্রী ও চালকসহ একটি স্পিডবোট করিমগঞ্জ উপজেলার বাঁলিখলা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্পিডবোটটি মিঠামইন সেনানিবাস সংলগ্ন ঘোড়াউত্রা নদীতে একটি নৌকার সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এ সময়, চালকসহ যাত্রীরা সাঁতরে তীরে আসতে পারলেও মা-বাবার সঙ্গে থাকা ৪ বছর বয়সী মোছা. বুসরা নামে এক শিশু নিখোঁজ হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
বুসরা ভৈরব উপজেলার বসির উদ্দিনের মেয়ে। বসির অষ্টগ্রাম উপজেলায় ভূমি অফিসে কর্মরত।
মিঠামইন ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান মিঠামইন ফায়ার সার্ভিসের উদ্ধার দল। সেখানে স্পিডবোট ও নৌকা পাওয়া যায়নি। তারা নিখোঁজ শিশুর উদ্ধারে চেষ্টা চালান।
এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কিশোরগঞ্জ থেকে নিকলী ফায়ার স্টেশনে অবস্থান করছে। শনিবার ভোরে উদ্ধার অভিযান চালাবে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে এলজিইডি ভবনে আগুন
কিশোরগঞ্জে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর যুব ইউনিয়ন নেতার ভাসমান লাশ উদ্ধার
১ বছর আগে
মিঠামইনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম বারোমাসি সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মিঠামইন উপজেলা সদর ইউনিয়নের বরুণপুর গ্রাম সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
নিহত হারুন ভূইয়া (৪৮) অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মধ্য অষ্টগ্রামের রউফ ভূঁইয়ার ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিন হারুন অষ্টগ্রাম থেকে মোটরসাইকেলে ইটনা যাচ্ছিলেন।
পথে দু’টি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে হারুন নিহত হন।
আরও পড়ুন: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
১ বছর আগে
রাষ্ট্রপতির বাড়িতে ১৬ পদের মাছে আপ্যায়িত প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিঠাপানির হাওরের ১৬ পদের মাছ দিয়ে আপ্যায়ন করা হয়।
রাষ্ট্রপতির পারিবারিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর পছন্দ বিবেচনা করে স্থানীয় মিষ্টি খাবার পরিবেশন করা হয়েছিল।
মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’ উদ্বোধনের পর মধ্যাহ্নভোজের জন্য রাষ্ট্রপতির পৈত্রিক বাড়িতে যান শেখ হাসিনা।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মিঠামইনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন
রাতাবোরো চালের ভাতের সঙ্গে প্রধানমন্ত্রীকে ১৬ পদের মাছের তরকারি, ভুনা ও দোপেয়েজা পরিবেশন করা হয়। মাছের মধ্যে ছিল- রুই, কাতল, চিতল, আইর, পাবদা, গোলসা ট্যাংরা, কালিবাউশ, শোল, বাইম, চিংড়ি, বোয়াল, গ্রাস কার্প, বাছা, রিটা ও পাঙাশ।
দুই দশকেরও বেশি সময় পর এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম মিঠামইন সফর।
দুপুরের খাবার শেষে তিনি স্থানীয় আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দিতে মিঠামইন হেলিপ্যাড মাঠে যান।
আরও পড়ুন:হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে এলিভেটেড: প্রধানমন্ত্রী
১ বছর আগে
রাষ্ট্রপতি মিঠামইনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় যাবেন বলে সোমবার তার পৈতৃক বাড়িতে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সোমবার বিকাল ৩টায় রাষ্ট্রপতিকে বহনকারী একটি হেলিকপ্টার মিঠামইন উপজেলায় অবতরণ করে।
হেলিকপ্টার থেকে নামার পর বাসার সামনের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রীকে হাওরের মাছ, অষ্টগ্রামের পনিরসহ স্থানীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে।
আবদুল হামিদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তার বাসায় আসছেন বলে তিনি খুবই খুশি।
তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারের সবাই খুব খুশি।’
তিনি বলেন, ‘কতবার টুঙ্গিপাড়ায় গিয়েছি বলতে পারব না। যতবার গিয়েছি, বঙ্গবন্ধু কন্যা আমাকে স্বাগত জানিয়েছেন। আমি এখন রাজনীতিতে নেই। তিনি আমার বাড়িতে আসবেন, আমি তাকে অভ্যর্থনা জানাতে এসেছি।’
প্রথমবারের মতো কিশোরগঞ্জে নিজ বাড়িতে আসছেন শেখ হাসিনা।
আবদুল হামিদ বলেন, ১৯৯৮ সালে আমার বাসায় আ কোনো উপায় ছিল না। এখন বাড়ির গেটে যাবো, আগে এখানে লঞ্চে ভিড় থাকত।
তিনি বলেন, ১৯৯৮ সালে শেখ হাসিনা কিশোরগঞ্জে গিয়ে রাষ্ট্রপতির বাড়ি দূর থেকে দেখেছিলেন। কিন্তু তিনি আসেস নি।
আরও পড়ুন: ঋণ খেলাপির জন্য সাধারণ মানুষ নয়, বড় ব্যবসায়ীরা দায়ী: রাষ্ট্রপতি
১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু আমার প্রচারণায় এসেছিলেন। তিনিও বাজার থেকে বাড়ি দেখেছেন, কিন্তু আসতে পারেননি।
এর আগে রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হাওরের প্রায় সব ধরনের মাছ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবেশন করা হবে জানিয়ে রাষ্ট্রপতির ছেলে বলেন, ‘হাওরের রুহু, কাতল, বাইম, চিতল, চিংড়ি ও পাবদাসহ সব ধরনের মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করার চেষ্টা করব।’
রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির পাশে মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন এবং বিকালে মিঠামইন হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন।
হামিদ ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সরকারি সফরে নিজ জেলা কিশোরগঞ্জে পৌঁছেছেন।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতি কামালপুরে তার বাসভবনের উদ্দেশে রওনা হন, সেখানে তিনি রাত্রিযাপন করবেন।
সফরকালে রাষ্ট্রপতি মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলাও পরিদর্শন করবেন।
৩ মার্চ রাষ্ট্রপতি সার্কিট হাউসে উপস্থিত থাকবেন এবং গার্ড অব অনার শেষে হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন। এরপর বিকাল সাড়ে ৫টায় বঙ্গভবনে পৌঁছানোর কথা বলে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
আরও পড়ুন: ভাষা আন্দোলনের বীরদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাষ্ট্রপতি নির্বাচন, বঙ্গভবনে বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
১ বছর আগে
মিঠামইনে মানসিক ভারসাম্যহীন ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক
কিশোরগঞ্জের মিঠামইনে ছেলের হাতে মা মনমোহনী দাস (৭০) খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে ইন্দ্রজিত দাসকে (৪৫) আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার মিঠামইন সদর ইউনিয়নের গোবিন্দপুর বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনমোহনী দাস উপজেলার গোবিন্দপুর বড়হাটি গ্রামের মৃত হরিলাল দাসের স্ত্রী।
আরও পড়ুন: ময়মনসিংহে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ
স্থানীয় সূত্রে জানা যায়, বড়হাটি গ্রামের মৃত হরিলাল দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৪৫) দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
তাকে নিয়মিত চিকিৎসা করানো হলেও ভালো হচ্ছেন না।
শনিবার সকালে ইন্দ্রজিত তার মায়ের (মনমোহনী দাস) প্রতি ক্ষিপ্ত হন। একপর্যায়ে কাঠের টুকরা দিয়ে তিনি তার মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা মনমোহনী দাসের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তার ছেলে ইন্দ্রজিত দাসকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন
পঞ্চগড়ে ছেলের হাতে মা খুন
১ বছর আগে
করতোয়ায় নৌকাডুবিতে নিহত এবং মিঠামইনের আ.লীগ নেতার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় রবিবার গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
পাশাপাশি, রাষ্ট্রপতি তার জন্মস্থান মিঠামইনের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
আরও পড়ুন: করতোয়ায় ট্রলারডুবি: নিহত বেড়ে ২৪
আব্দুর রহমান বার্ধক্যজনিত কারণে শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত আড়াইটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রয়াত আবদুর রহমান দীর্ঘদিন সাবেক মিঠামইন সদর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যু স্থানীয় রাজনীতির অপূরণীয় ক্ষতি।
রাষ্ট্রপতি মরহুম আবদুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: ফজলে রাব্বির মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদের শোক
বন্যায় ত্রাণ বিতরণ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
২ বছর আগে
ধনু নদীতে ট্রলারডুবি: নারীর লাশ উদ্ধার, শিশু নিখোঁজ
কিশোরগঞ্জের ইটনার ধনু নদীতে ট্রলারডুবির ঘটনায় মহল বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উপজেলার এলংজুরী বাজার ঘাটের পাশে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
নিহত মহল বেগম মিঠামইনের ঢাকী ইউনিয়নের চরপাড়ার মৃত ছালেক মিয়ার স্ত্রী। নিখোঁজ শিশু রহমতুল্লার বয়স তিন বছর। তার বাড়ি ইটনা সদরের চরপাড়ায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা। তিনি জানান, সকাল ৮টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চরপাড়া থেকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে চামড়াবন্দরের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। সকাল সাড়ে ৯টার দিকে ইটনার এলংজুরী বাজারঘাটের পাশে পৌঁছালে ঘুরাতে গিয়ে এটি ডুবে যায়। পরে সব যাত্রী সাঁতরে তীরে উঠলেও এক নারী ও শিশু রহমতুল্লাহ নৌকার ভিতরে আটকে যায়। শিশুকে উদ্ধারে কার্যক্রম চলছে।
আরও পড়ুন: বরিশালে ট্রলারডুবি: আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪
বরিশালে ট্রলারডুবি: ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
২ বছর আগে
রাষ্ট্রপতি কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফিরবেন বৃহস্পতিবার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইন থেকে সাত দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন।
রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গী নিয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর তেজগাঁও হেলিপ্যাডে বিমান বাংলাদেশের একটি হেলিকপ্টার অবতরণ করবে বলে জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।
সফরকালে রাষ্ট্রপতি মিঠামইনে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন, কিছু উন্নয়নমূলক প্রজেক্টের অগ্রগতি পরিদর্শন, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও কিছু সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।
পরবর্তীতে রাষ্ট্রপতি তামিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চার তলা বহুমুখী একটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এর আগে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন রাষ্ট্রপতি।
সফরের ষষ্ঠ দিন সন্ধ্যায় জেলা সার্কিট হাউজে কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন আবদুল হামিদ।
একই দিন বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি।
সফরকালে সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক ও সংশ্লিষ্ট সচিবরা রাষ্ট্রপতির সাথে ছিলেন।
আরও পড়ুন: ৭ দিনের সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি
নৌবাহিনীকে সমুদ্র অর্থনীতির পতাকাবাহী হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
২ বছর আগে
৭ দিনের সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ সাত দিনের সফরের প্রথম দিনে শুক্রবার কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় তার পৈতৃক গ্রাম কামালপুরে পৌঁছেছেন।
প্রায় দুই বছর আগে দেশে কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের পর এই প্রথম বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হয়।
এরপর জেলা পরিষদের নতুন ডাক বাংলোতে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়।
এছাড়াও এদিন তিনি উপজেলার ‘গোরা উতরা’ নামের স্থানীয় একটি সেতু পরিদর্শন করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৬৫ মিটার দীর্ঘ সেতুটি হাওরের এলাকাগুলোকে কিশোরগঞ্জ সদরের সাথে সংযুক্ত করবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
সাত দিনের সফর শেষে রাষ্ট্রপতি আগামী ১৮ নভেম্বর বঙ্গভবনে ফিরবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: নৌবাহিনীকে সমুদ্র অর্থনীতির পতাকাবাহী হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
জার্মানি ও যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি
২ বছর আগে
হাওর অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে পরিকল্পনা নেয়া হয়েছে: মন্ত্রী
হাওর অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেন, ‘প্রাকৃতিক পরিবেশ স্বাভাবিক রেখে হাওর অঞ্চল কীভাবে উন্নত করা যায় এ লক্ষ্যে একাধিক পরিকল্পনা নেয়া হয়েছে। বিশেষ করে হাওর অঞ্চলের মৎস্যসম্পদ কীভাবে বৃদ্ধি করা যায়, কীভাবে মৎস্যসম্পদকে জাতীয় অর্থনৈতিক সম্পদে পরিণত করা যায় সে লক্ষ্যে সরকার কাজ করছে।’
রবিবার (১২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলার মিঠামইন হাওরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ অনুষ্ঠান আয়োজন করে।
শিগগিরই কিশোরগঞ্জে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হাওর মৎস্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে এসময় মন্ত্রী জানান।
আরও পড়ুন: মৎস্য খাতে বাংলাদেশ স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করছে: প্রাণিসম্পদমন্ত্রী
প্লাস্টিক বা অন্যান্য বর্জ্যের কারণে মৎস্যসম্পদ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় জানিয়ে রেজাউল করিম বলেন, ‘প্লাস্টিক বর্জ্যের কারণে মাছের ডিম নষ্ট হয়, প্রজনন বাধাগ্রস্ত হয়। হাওড়ের মধ্যে প্লাস্টিক জাতীয় বা অন্যান্য বর্জ্য কেউ যাতে না ফেলে সে জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকে সোচ্চার হতে হবে। প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে গেলে আমরা সবাই এর ক্ষতির মুখোমুখি হবো। তাই হাওরের পরিবেশ রক্ষায় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ ও মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও সুবোল বোস মনি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশ-বিদেশে রুখে দাঁড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী
৩ বছর আগে