পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় রবিবার গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
পাশাপাশি, রাষ্ট্রপতি তার জন্মস্থান মিঠামইনের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
আরও পড়ুন: করতোয়ায় ট্রলারডুবি: নিহত বেড়ে ২৪
আব্দুর রহমান বার্ধক্যজনিত কারণে শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত আড়াইটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রয়াত আবদুর রহমান দীর্ঘদিন সাবেক মিঠামইন সদর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যু স্থানীয় রাজনীতির অপূরণীয় ক্ষতি।
রাষ্ট্রপতি মরহুম আবদুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: ফজলে রাব্বির মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদের শোক