গোয়েন্দা
গোয়েন্দাদের ভুল তথ্যের ভিত্তিতে ইরাকে যুদ্ধ হয়: অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী
গণবিধ্বংসী অস্ত্র (ডব্লিউএমডি) সম্পর্কে গোয়েন্দাদের ভুল তথ্যের ওপর ভিত্তি করে ইরাক যুদ্ধ পরিচালিত হয় বলে স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড।
বুধবার(১ জানুয়ারি) হাওয়ার্ড বলেছেন, এটি হতাশাজনক যে, ইরাকে গণবিধ্বংসী অস্ত্র (ডব্লিউএমডি) শনাক্ত করতে গোয়েন্দাদের অনুসন্ধানগুলোতে ভুল হয়েছিল। তবে তিনি এখনও বিশ্বাস করেন, অস্ট্রেলিয়াকে যুদ্ধে জড়িত করার সিদ্ধান্তটি জাতীয় স্বার্থে ছিল।
ন্যাশনাল আর্কাইভ অব অস্ট্রেলিয়ার (এনএএ) ২০০৪ সালের পূর্বের মন্ত্রিসভার নথি প্রকাশের সঙ্গে তার মন্তব্যগুলো মিলে যায়।
প্রতি বছর ১ জানুয়ারি এনএএ ২০ বছর আগের মন্ত্রিসভার নথি জনসম্মুখে প্রকাশ করে।
আরও পড়ুন: ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
২০০৩ সালের নথিগুলোর কিছু নিখোঁজ হওয়ার কারণে ২০২৪ সালের মার্চ মাসে বিলম্বে প্রকাশিত হয়েছিল। তাতে দেখা গেছে, হাওয়ার্ডের সরকার ২০০৩ সালের জানুয়ারিতে ইরাকে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছিল। ওই বছরের কয়েক মাস আগে মার্চে অস্ট্রেলিয়াকে প্রকাশ্যে ইরাক যুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ করা হয়।
২০০৪ সালের একটি তদন্তে দেখা গেছে, অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থাগুলো ইরাকের গণবিধ্বংসী অস্ত্রের পরিমাণ এবং প্রকৃতি সঠিকভাবে বিচার করতে ব্যর্থ হয়েছিল।
অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হাওয়ার্ড বুধবার বলেছেন, যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে।
বল প্রয়োগের অনুমোদনের জন্য জাতিসংঘের কোনো অনুমোদন ছাড়াই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ২০০৩ সালের মার্চ মাসে ইরাক আক্রমণ শুরু করেছিলেন।
তিনি অভিযোগ করেছিলেন, মিশনটি ছিল ‘ইরাককে গণবিধ্বংসী অস্ত্র থেকে নিরস্ত্র করা, সন্ত্রাসবাদে সাদ্দাম হোসেনের সমর্থন শেষ করা এবং ইরাকি জনগণকে মুক্ত করা।‘ যা আসলে মিথ্যা বা ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছিল।
আরও পড়ুন: ক্যানবেরায় টিফার আওতায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ার্কিং গ্রুপের বৈঠক মে মাসে
৮০ দিন আগে
ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
সিলেটের কোম্পানীগঞ্জের উটমা সীমান্তে শনিবার ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে।
নিহত জৈন উদ্দিন (১৮ ) উপজেলার বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, জৈন আরও তিনজন নিয়ে সীমান্ত এলাকায় উটমা সীমান্তের ১২৫৭ নম্বর মেইন পিলারে কিছু খড়ি সংগ্রহ করতে যায়। একপর্যায়ে ভারতীয় খাসিয়ারা তাদের ওপর গুলি চালালে ঘটনাস্থলেই জৈন নিহত হয়। পুলিশ জৈনের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
খাসিয়া জনগণ উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ের একটি জাতিগত গোষ্ঠী। সীমান্তবর্তী রাজ্য আসাম এবং বাংলাদেশের কিছু অংশে তাদের উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে।
ভারতীয়রা সম্প্রতি সীমান্ত পেরিয়ে কথিত বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে পাহারা দল গঠন করেছে।
আরও পড়ুন: পত্নীতলায় ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২
৮১০ দিন আগে
রুশ হামলার আশঙ্কা, ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের সতর্কবার্তার মাঝে দেশটির রাজধানী কিয়েভ থেকে নিজেদের দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করার পরিকল্পনা করছে যে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কায় কিয়েভ দূতাবাসের সমস্ত আমেরিকান কর্মীদের দেশ ত্যাগ করতে হবে। তবে স্টেট ডিপার্টমেন্ট এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না।
স্টেট ডিপার্টমেন্ট এর আগে কিয়েভে মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশত্যাগের নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন: ইউক্রেন সঙ্কট: মস্কোয় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনে সম্ভাব্য রুশ আগ্রাসনের বিষয়ে ওয়াশিংটনের সতর্কবার্তা জারির পর নতুন পদক্ষেপের ঘোষণাটি আসে।
নাম প্রকাশ না করার শর্তে কিছু কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের সুদূর পশ্চিমে পোল্যান্ড সীমান্তের কাছে সীমিত সংখ্যক মার্কিন কূটনীতিককে স্থানান্তরিত করা হতে পারে। যাতে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিতে কূটনৈতিক কর্মকান্ড অব্যাহত রাখতে পারে।
আরও পড়ুন: কৃষক হত্যার দায়ে অভিযুক্ত ভারতীয় মন্ত্রীপুত্রের জামিন
১১৩৩ দিন আগে
ছাত্র অধিকার পরিষদের নেতা আকরাম গ্রেপ্তার
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে বিমানবন্দর এলাকা গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দাদের একটি দল তাকে বিমানবন্দরের টার্মিনাল-২ এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম ইউএনবিকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আকরাম শাহবাগ থানায় দায়ের করা মামলায় আসামি ছিলেন।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও গ্রেপ্তার ১১
এর আগে পরিষদের ঢাবি শাখা কমিটির অফিস সেক্রেটারি সালেহ উদ্দিন সিফাত অভিযোগ করেন, রাত ১টার দিকে বিমানবন্দর এলাকায় আকরাম তার এক আত্মীয়কে গ্রহণ করতে যাওয়ার সময় সাদা পোশাকধারী একটি দল আকরামকে ধরে নিয়ে যায়।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ১২ জনসহ গ্রেপ্তার ৩১০
এর আগে ১৩ এপ্রিল ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখা সভাপতি ও ডাকসুর সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আক্তার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও ৭ জন গ্রেপ্তার
পুলিশ হেফাজত থেকে এক অভিযুক্তকে ছিনিয়ে নেয়ার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
১৪২৩ দিন আগে