ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের সতর্কবার্তার মাঝে দেশটির রাজধানী কিয়েভ থেকে নিজেদের দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করার পরিকল্পনা করছে যে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কায় কিয়েভ দূতাবাসের সমস্ত আমেরিকান কর্মীদের দেশ ত্যাগ করতে হবে। তবে স্টেট ডিপার্টমেন্ট এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না।
স্টেট ডিপার্টমেন্ট এর আগে কিয়েভে মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশত্যাগের নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন: ইউক্রেন সঙ্কট: মস্কোয় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনে সম্ভাব্য রুশ আগ্রাসনের বিষয়ে ওয়াশিংটনের সতর্কবার্তা জারির পর নতুন পদক্ষেপের ঘোষণাটি আসে।
নাম প্রকাশ না করার শর্তে কিছু কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের সুদূর পশ্চিমে পোল্যান্ড সীমান্তের কাছে সীমিত সংখ্যক মার্কিন কূটনীতিককে স্থানান্তরিত করা হতে পারে। যাতে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিতে কূটনৈতিক কর্মকান্ড অব্যাহত রাখতে পারে।
আরও পড়ুন: কৃষক হত্যার দায়ে অভিযুক্ত ভারতীয় মন্ত্রীপুত্রের জামিন