বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে বিমানবন্দর এলাকা গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দাদের একটি দল তাকে বিমানবন্দরের টার্মিনাল-২ এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম ইউএনবিকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আকরাম শাহবাগ থানায় দায়ের করা মামলায় আসামি ছিলেন।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও গ্রেপ্তার ১১
এর আগে পরিষদের ঢাবি শাখা কমিটির অফিস সেক্রেটারি সালেহ উদ্দিন সিফাত অভিযোগ করেন, রাত ১টার দিকে বিমানবন্দর এলাকায় আকরাম তার এক আত্মীয়কে গ্রহণ করতে যাওয়ার সময় সাদা পোশাকধারী একটি দল আকরামকে ধরে নিয়ে যায়।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ১২ জনসহ গ্রেপ্তার ৩১০
এর আগে ১৩ এপ্রিল ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখা সভাপতি ও ডাকসুর সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আক্তার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও ৭ জন গ্রেপ্তার
পুলিশ হেফাজত থেকে এক অভিযুক্তকে ছিনিয়ে নেয়ার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।