সমাজকল্যাণ মন্ত্রণালয়
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নির্দিষ্ট সংখ্যা আমাদের হাতে নেই। তবে তাদের একটি সুস্পষ্ট পরিসংখ্যান করা হচ্ছে।
আরও পড়ুন: ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর অন্য দেশেও এর কার্যক্রম চালাবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সোমবার (২০ মে) সচিবালয়ে নিজ কক্ষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
এসময় নারী ও শিশুর জীবনমান উন্নয়নের অভূতপূর্ব পরিবর্তন উল্লেখ করে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস।
তিনি নারীর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশে থাকা এবং নতুন করে কাজ শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন, জেন্ডার বাজেট, মাতৃস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও নারীদের জীবনের ঝুঁকিসহ নানা ইস্যুতে আলোচনা হয়।
এছাড়া নারী ও শিশুর জীবনমান উন্নয়নে জাতিসংঘের ১৭টি সংস্থার মধ্যে সংযোগ স্থাপন, গোলটেবিল বৈঠক, জনপ্রতিনিধিদের উদ্যোগ এবং আন্তমন্ত্রণালয় যোগসূত্রের উপর আলোকপাত করা হয়।
সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জাতিসংঘের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গুয়েন লুইস জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, গীতাঞ্জলি সিং ইউএন উইমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর লড়াইয়ের গল্প তুলে ধরাই হোক অঙ্গীকার: তথ্য প্রতিমন্ত্রী
এআই’র বিরূপ প্রভাব মোকাবিলায় আইন করা হচ্ছে: টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
৭ মাস আগে
স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম
স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদারের অবসর ও স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের যোগদান উপলক্ষে ‘বিদায় সংবর্ধনা ও বরণ’ অনুষ্ঠান হয়।
আরও পড়ুন: লকডাউন: স্বাস্থ্যসেবা বিভাগের সকল প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে সদ্য বিদায়ী সিনিয়র সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদারকে ফুল দিয়ে বিদায় জানান ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
একই সময়ে স্বাস্থ্যমন্ত্রী নতুন যোগদান করা সচিব জাহাঙ্গীর আলমকে ফুল দিয়ে বরণ করে নেন।
স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নিয়ে বিদায়ী সিনিয়র সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদার সততা ও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। বিদায়ের পরও স্বাস্থ্যসেবা বিভাগ বিদায়ী সিনিয়র সচিবের কর্মকাণ্ড স্মরণ রাখবে। নতুন যোগদান করা সচিব জাহাঙ্গীর আলমের আগামী দিনের কাজের মাধ্যমে জাতি তাকে মনে রাখবে বলে উল্লেখ করেন ও শুভকামনা জানান মন্ত্রী।
অনুষ্ঠানে নতুন সচিব জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে জীবনের অন্যতম একটি বিশেষ সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে নিরলস কাজ করতে চাই।
আরও পড়ুন: রাজধানীতে করোনা বেড বাড়ানো হবে: স্বাস্থ্য সচিব
স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে বদলি
১ বছর আগে
প্রতিষ্ঠার ৪০ বছরেও দেখা মেলেনি কয়েদির, খোকসার উপকারাগারে হাঁস-মুরগির খামার
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আশির দশকে প্রায় ১২ দশমিক ২ একর জমির ওপর নির্মাণ করা হয় উপকারাগার। নির্মাণের ৪০ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত কোনো কয়েদির দেখা পায়নি কারাগারটি। অযত্ন-অবহেলায় পড়ে থাকা কারাগারটি বর্তমানে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে।
৩ বছর আগে
করোনা মোকাবিলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২৩ কোটি টাকার কার্যক্রম
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২৮ মার্চ থেকে দেশের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, হিজড়া জনগোষ্ঠীসহ কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
৪ বছর আগে
প্রায় ৮০ লাখ দুঃস্থ ও অসহায় ভাতা ও বৃত্তি পাচ্ছেন: মন্ত্রণালয়
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে ৭৯ লাখ ২৫ হাজার দুঃস্থ ও অসহায় মানুষ বিভিন্ন রকম ভাতা ও শিক্ষা-উপবৃত্তি পাচ্ছেন।
৪ বছর আগে