শাওয়াল মাস
চাঁদপুরের ৪০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন
সৌদি আরবসহ মধ্য প্রাচ্য ও পৃথিবীর অন্য দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় তাদের সঙ্গে চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামের মুসল্লি শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছে।
গত ২৩ মার্চ আরব দেশগুলোর সঙ্গে রোজা রাখা শুরু করে এসব গ্রামের মানুষ।
গতকাল (বৃহস্পতিবার) শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে আজ (শুক্রবার) তারা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ ময়দান ও ১০টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা ঈদগাহে ঈদুল ফিতরের পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সাদ্রা দরবারের পীর আল্লামা মুফতি এওয়াইএম জাকারিয়া চৌধুরী আল মাদানী ও তার পুত্র মাওলানা মোহাম্মদ আরিফ চৌধুরী। এ ছাড়া একই এলাকায় আরও কয়েকটি ঈদের জামাত হয়েছে।
আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে পৃথক স্থানে ঈদুল ফিতর উদযাপন
এদিকে সকাল ৯টায় ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সীরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. রহমত উল্যাহ।
এছাড়াও সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মণিহার, বড়কূল, অলিপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলী, শহারাস্তি উপজেলা কয়েকটি গ্রামের আংশিক এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আজ খুব সকাল থেকেই ঈদের জামাতের প্রস্তুতি চলে এসব গ্রামে।মুসল্লিরা আসতে শুরু করেন ময়দানে। কোথাও মসজিদে, আবার কোথাও ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
আরও পড়ুন: লালমনিরহাটের কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন
১ বছর আগে
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর
দেশের আকাশে কোথাও বুধবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী শুক্রবার পালিত হবে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ রমজান ১৪৪২ হিজরি, বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
আরও পড়ুন: আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
এমতাবস্থায়, আগামীকাল বৃহস্পতিবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার থেকে ১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ১ শাওয়াল ১৪৪২ হিজরি শুক্রবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, সিনিয়র অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. ছাইফুল ইসলাম, ঢাকা জেলার সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মুহা. আছাদুর রহমান, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লা ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ বছর আগে