দৌলতপুর সীমান্ত
কুষ্টিয়ায় স্বর্ণের বার জব্দ, আটক ২
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে নজরুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই যুবককে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৩৭৩ গ্রাম ওজনের স্বর্ণের বার, ২টি মোটরসাইকেল, ২টি স্মার্ট মোবাইল, সিম কার্ড ও নগদ ১ হাজার ২২০ টাকা জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ২
জব্দ হওয়া মালামালের মূল্যে ১ কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
আটক দুই যুবক হলেন- উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার নজরুল ইসলাম (২০) ও সেলিম রেজা (২২)।
৩ মাস আগে
বেনাপোল সীমান্তে ৩০ স্বর্ণের বার জব্দ
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারী মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়।
মঙ্গলবার বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে ভারতে পাচারের সময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি গামছায় মোড়ানো ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
আরও পড়ুন: রংপুরে ১৫টি স্বর্ণের বার জব্দ, আটক ১
খুলনা বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায় তারা। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়।
তিনি আরও বলেন, গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে ৬ স্বর্ণের বার জব্দ, ২ পাচারকারী আটক
চুয়াডাঙ্গায় ১৪ স্বর্ণের বার জব্দ, ৪ পাচারকারী আটক
১ বছর আগে
দৌলতপুর সীমান্তে আটকের ৪ ঘণ্টা পর কৃষককে ফেরত দিল বিএসএফ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশি কৃষককে আটকের চার ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার সকাল ১০টা ২০ মিনিটে পতাকা বৈঠকের মাধ্যমে ওই কৃষককে ফেরত দেয় বিএসএফ।
এর আগে ভোরের দিকে ছলিমেরচর সীমান্তে নিজ খেতে কাজে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
আরও পড়ুন: রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
কৃষক আব্দুল মালেক মোল্লা (৬৫) দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্ত এলাকার মৃত আমির মোল্লার ছেলে।
বিজিবি সূত্র জানায়, কৃষক আব্দুল মালেক মোল্লা নিজ খেতে কাজে গেলে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধরে নিয়ে যায়। বিনা উস্কানিতে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে এবং তাকে ফেরত চেয়ে বিএসএফর কাছে পত্র পাঠায় বিজিবি। পত্র পেয়ে সকাল ১০টায় ৮৫/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বাংলাদেশি কৃষক আব্দুল মালেক মোল্লাকে ফেরত দেয় বিএসএফ।
এদিকে, বিএসএফর দাবি, কৃষক আব্দুল মালেক মোল্লা অবৈধভাবে ভারত সীমানায় প্রবেশ করলে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: বিএসএফ’র গুলিতে আহত ভারতীয় কিশোরকে হস্তান্তর
পতাকা বৈঠকে বিএসএফর পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি অমিত কুমার সাহা ও বিজিবির পক্ষে ছয় সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী ক্যাম্পের অধিনায়ক সুবেদার বিদ্যুৎ কুমার।
৩ বছর আগে