বিজয়নগর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভরাট হচ্ছে ৪০ বছরের পুরনো পুকুর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মার্কেট নির্মাণ করতে পুকুর ভরাট করছেন স্থানীয় প্রভাবশালীরা। গত দুই মাস ধরে ট্রাক্টরে মাটি ফেলে ভরাট কাজ চললেও উপজেলা প্রশাসন নীরব ভূমিকায় রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদক জানতে পারেন, বিজয়নগরের চান্দুরা-আখাউড়া সড়কের উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর মোড়ে রাস্তা সংলগ্ন পূর্বদিকে প্রায় ৪০-৫০ বছর পুরনো একটি পুকুর রয়েছে। পুকুরের পূর্বদিকের জলফু মিয়া, আজিজুল হক ওরফে মলাই মিয়া ও করিম মিয়াসহ স্থানীয়রা ৭২শতক পরিমাণের এই পুকুরের মালিক।
উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার দূরত্বে এই পুকুরটির অবস্থান। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে যাতায়াত করতে হয়। গত ৩ থেকে সাড়ে ৩ মাস আগে মাটি দিয়ে ভরাট করতেই পুকুরের পানি সেচ দিয়ে সরানো হয়।
পরে জলফু, মলাই ও করিমসহ স্থানীয় প্রভাবশালীরা উপজেলার বিভিন্ন জায়গা থেকে ট্রাক্টর দিয়ে মাটি এনে পুকুর ভরাটের কাজ শুরু করেন। ভরাটকারীরা অনুমতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদনও করেছেন।
আরও পড়ুন: ফরিদপুরে নদীর গতিপথ বন্ধ করে বালু ভরাট, হুমকিতে হাট-বাজার
৯ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে গরুসহ বসতঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আগুনে গরুসহ বসতঘর পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুরে এই আগুন লাগে। বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: বরিশালে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
প্রত্যক্ষদর্শীর জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুরে বিল্লাল হোসেনের ঘর ও পরে শামিম মিয়ার ঘরে আগুন লাগে। এসময় কয়েকটি গরুও আগুনে পুড়ে মারা যায়। এছাড়া প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বিল্লাল হোসেনের ছেলে বশির মিয়া জানান, ঘরের উপর কারেন্টের তার ছিঁড়ে পড়ে আগুন লেগেছে।
আরও পড়ুন: রাঙ্গামাটি স্টেডিয়াম এলাকায় অগ্নিকাণ্ড: ১২টি দোকান পুড়ে ছাই
বিজয়নগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোশারফ হোসেন নিয়াজী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে আগুন, ৪০টি ঘর পুড়ে ছাই
ভৈরব পাদুকা মার্কেটে আগুন, জুতার কাঁচামাল পুড়ে ছাই
৯ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ার বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির সীমানা বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরের অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নিহত ইয়াকুব আলী শ্রীপুর গ্রামের মৃত সুরুজ আলী ভুঁইয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পৈতৃক সম্পত্তির বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই মো. ইসহাক আলী ভুঁইয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল ছোট ভাই ইয়াকুব আলীর।
মঙ্গলবার সকালে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ইসহাক তার ছেলে সালাহউদ্দিন ভুঁইয়া, জাহিদ হাসান ভুঁইয়া ও স্ত্রী জোসনা বেগম দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা করে ইয়াকুবের উপর।
একপর্যায়ে ইসহাক হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ইয়াকুবের মৃত্যু হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের ধরতে পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: নাটোরে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুনের অভিযোগ
১১ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরকে হত্যার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই শামীম মিয়া পলাতক।
নিহত মো. হাফিজুর রহমান চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত মো. গুলু রহমানের ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে শ্বশুরকে হত্যার মামলায় জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
অভিযুক্ত শামীম মিয়া একই উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, নিহতের মেয়ে নাহিদার আক্তারের সঙ্গে পারিবারিকভাবে পাশের গ্রামের অভিযুক্ত শামীম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের কারণে নাহিদা আক্তার সংসার না করার সিদ্ধান্ত নেন। এতে ক্ষিপ্ত হন শামীম। শনিবার সকালে শ্বশুর বাড়িতে এসে শ্বশুরকে সামনে পেয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করে পালিয়ে যান।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের বুকে, পেটে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শামীমকে আটকের জন্য অভিযান চলছে।
আরও পড়ুন: সিলেটে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ভাইয়ের কাছে শ্যালিকাকে বিয়ে না দেয়ায় শ্বশুরকে হত্যা
১১ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শ্যামলীঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার চান্দুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে শিপন (২২) এবং ফরিদ মিয়ার ছেলে মারুফ ওরফ ইমন (২১)।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু
খাটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চাঁদ বিশ্বাস জানান, শ্যামলীঘাটে একটি মোটরসাইকেল ও নোয়া মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে দুইজনই মারা যান।
তিনি আরও বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
১ বছর আগে
বিজয়নগরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মকুন্দপুর রেলস্টেশনের কাছে মুকুন্দপুর থেকে সেজামুড়া সড়কের রেললাইনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২ বাকপ্রতিবন্ধী
নিহত মাহমুদুল হাসান (২৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের আবুচান মিয়ার ছেলে।
আহত ব্যক্তি একই গ্রামের ইমন মিয়া (২০)।
স্থানীয়রা জানায়, রবিবার রাতে দুই বন্ধু সেজামুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য সড়কের অরক্ষিত রেলগেটে সিলেটগামী একটি ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। এ সময় আউলিয়া বাজার তদন্তকেন্দ্র পুলিশের সহযোগিতায় আহত দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন এবং ইমরানকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
আউলিয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ জানান, রবিবার রাতে ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেন-বাস সংর্ঘষে নিহত ১, আহত ২৭
নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু
১ বছর আগে
বিজয়নগরে বছরে ৫০ কোটি টাকার ফল বিক্রি
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলার বিজয়নগর ফলের স্বর্গ রাজ্য নামে পরিচিত। জেলা সদর থেকে দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। বর্তমানে এখানে দেশি ও বিদেশি অনেক ধরনের ফলেরই বাণিজ্যিক চাষ হচ্ছে। এছাড়া এই উপজেলায় প্রতি বছর প্রায় ৫০ কোটি টাকার বিভিন্ন ধরনের ফল বিক্রয় হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, উৎপাদিত দেশি ফলের মধ্যে রয়েছে লিচু, কাঁঠাল, আম, জাম ও লটকন। বিদেশি ফলের মধ্যে রয়েছে মাল্টা কমলা, আপেল, আঙ্গুর, ড্রাগন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর বিজয়নগরে ৪১৪ হেক্টর জমিতে লিচু, ৩১৫ হেক্টর জমিতে কাঁঠাল ও ৬৫ হেক্টর জমিতে মাল্টার চাষ করা হয়েছিল। বর্তমানে প্রায় ১৮ হেক্টর জমিতে লটকনের চাষ করা হয়েছে। ইতোমধ্যে এই লকটন বিক্রিও শুরু হয়েছে। প্রতি কেজি লটকন পাইকারিভাবে ৮০ টাকা বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: বৃষ্টিহীন, তীব্র তাপদাহে রোপা আমন ও সবজি নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
সংশ্লিষ্টরা জানায়, চলতি বছর বিজয়নগরে প্রায় কোটি টাকার লটকন বিক্রি করার সম্ভাবনা রয়েছে। ফলন ভালো হওয়ায় লটকনের চাষ নিয়ে চাষিদের মধ্যেও আগ্রহ বাড়ছে।
কৃষি অফিস জানায়, লটকনের রয়েছে পুষ্টি ও ঔষধি গুণ। ভিটামিন ‘সি’সমৃদ্ধ এই ফল প্রতিদিনের খাবারের তালিকায় রাখা যায়। ১০০ গ্রাম পাকা লটকনে আছে খাদ্যশক্তি ৯১ কিলোক্যালোরি। এছাড়া আমিষ আছে এক দশমিক ৪২ গ্রাম, চর্বি শূন্য দশমিক ৪৫ গ্রাম, ভিটামিন-সি ৫৫ মিলিগ্রাম। লটকনের বৈজ্ঞানিক নাম ব্যাকারিয়াস্যাপাডিয়া। ইংরেজিতে লটকনকে বলা হয় বার্মিজ গ্রেপ। বাংলাদেশে লটকন এলাকাভেদে বিভিন্ন নামে পরিচিত। যেমন-হাড় ফাটা, ভুবি, কানাইজু, লটকা, লটকাউ, লোটকা ইত্যাদি।
জানা গেছে, এই বছর বিজয়নগরে প্রায় ১০ কোটি টাকার বেশি কাঁঠাল, প্রায় ১৫ কোটি টাকার লিচু ও প্রায় ১৩ কোটি টাকার মাল্টা বিক্রি করা হয়েছে। চলতি বছর এক কোটি টাকার লটকন বিক্রি করা হবে বলে আশাবাদ করা যাচ্ছে। বিজয়নগর উপজেলার ১৮ হেক্টর লটকন বাগানের মধ্যে প্রায় ১০ হেক্টর লটকনের বাগান রয়েছে উপজেলার পাহাড়পুর ইউনিয়নে।
এই ইউনিয়নের বামুটিয়া গ্রামের লকটন চাষি তোফাজ্জল হোসেন জানান, তার বাগানে মাল্টা, লটকন, কমলা, কয়েক জাতের আম, লিচু, পেঁপে, কাঁঠাল, ড্রাগন ও সৌদি আরবের খেজুর গাছ রয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি আম ‘মিয়াজাকি’ ধরে আছে তার বাগানে। মিয়াজাকি আমকে বাংলাদেশে সূর্যডিম আম হিসেবে পরিচিত।
২ বছর আগে
রাজধানীর বিজয়নগরে বাণিজ্যিক ভবনে আগুন
রাজধানীর বিজয়নগর এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুরানা পল্টনের বিজয়নগর এলাকার বহুতল বাণিজ্যিক ভবন জামান টাওয়ারে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: সরিষাবাড়ী ইউএনও কার্যালয়ে আগুন, নথিপত্র পুড়ে ছাই
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বেলা ১১টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।
২ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। বুধবার বিকেলে জেলার নাসিরনগর ও বিজয়নগর উপজেলায় এই দুটি দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নাসিরনগরের ধানকুড়া গ্রামে ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী আলী শাহ (৬৩) ও করিম শাহ (৫৫) নিহত হন। নিহত আলী শাহ নাসির নগর সদর উপজেলার সমুজ শাহ’র ছেলে এবং করিম শাহ একই গ্রামের মো. আলীর ছেলে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ্ সরকার বলেন, ‘ধানকুড়া গ্রাম থেকে একটি ট্রাক্টর বিশ্ব রোডের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনায় তারা দুইজন নিহত হয়। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। এছাড়াও বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা জগৎপুর এলাকায় সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় আব্দুল হেকিম (৯৫) নামের এক বৃদ্ধ নিহত হয়। তিনি চান্দুরা ইউপির জালালপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
এদিকে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
২ বছর আগে
রাজধানীর বিজয়নগরে বহুতল ভবনে আগুন
রাজধানীর বিজয়নগরে রবিবার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আরকেডিআর টাওয়ারের ১০ তলা ভবনের ৮ম তলায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২টা ৪২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে ভবনে আগুন, দুই বোন দগ্ধ
গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সে আগুন
২ বছর আগে