ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আগুনে গরুসহ বসতঘর পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুরে এই আগুন লাগে। বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: বরিশালে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
প্রত্যক্ষদর্শীর জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুরে বিল্লাল হোসেনের ঘর ও পরে শামিম মিয়ার ঘরে আগুন লাগে। এসময় কয়েকটি গরুও আগুনে পুড়ে মারা যায়। এছাড়া প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বিল্লাল হোসেনের ছেলে বশির মিয়া জানান, ঘরের উপর কারেন্টের তার ছিঁড়ে পড়ে আগুন লেগেছে।
আরও পড়ুন: রাঙ্গামাটি স্টেডিয়াম এলাকায় অগ্নিকাণ্ড: ১২টি দোকান পুড়ে ছাই
বিজয়নগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোশারফ হোসেন নিয়াজী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।