ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মার্কেট নির্মাণ করতে পুকুর ভরাট করছেন স্থানীয় প্রভাবশালীরা। গত দুই মাস ধরে ট্রাক্টরে মাটি ফেলে ভরাট কাজ চললেও উপজেলা প্রশাসন নীরব ভূমিকায় রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদক জানতে পারেন, বিজয়নগরের চান্দুরা-আখাউড়া সড়কের উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর মোড়ে রাস্তা সংলগ্ন পূর্বদিকে প্রায় ৪০-৫০ বছর পুরনো একটি পুকুর রয়েছে। পুকুরের পূর্বদিকের জলফু মিয়া, আজিজুল হক ওরফে মলাই মিয়া ও করিম মিয়াসহ স্থানীয়রা ৭২শতক পরিমাণের এই পুকুরের মালিক।
উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার দূরত্বে এই পুকুরটির অবস্থান। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে যাতায়াত করতে হয়। গত ৩ থেকে সাড়ে ৩ মাস আগে মাটি দিয়ে ভরাট করতেই পুকুরের পানি সেচ দিয়ে সরানো হয়।
পরে জলফু, মলাই ও করিমসহ স্থানীয় প্রভাবশালীরা উপজেলার বিভিন্ন জায়গা থেকে ট্রাক্টর দিয়ে মাটি এনে পুকুর ভরাটের কাজ শুরু করেন। ভরাটকারীরা অনুমতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদনও করেছেন।
আরও পড়ুন: ফরিদপুরে নদীর গতিপথ বন্ধ করে বালু ভরাট, হুমকিতে হাট-বাজার