গার্মেন্ট শ্রমিক
গাজীপুরে ময়লাবাহী ট্রাকচাপায় গার্মেন্ট শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ
গাজীপুরে সিটি করপোরেশনের ময়ালাহী ট্রাকের চাপায় মুনিরা নামে এক নারী গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনিরা স্থানীয় একটি টেক্সটাইল কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। দুর্ঘটনায় নিহতের ঘটনায় উত্তেজিত শ্রমিক জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: রাজধানীর সবুজবাগে ট্রাকচাপায় ১ জনের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কুনিয়া তারগাছ এলাকায় সড়ক পারাপারের সময় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় এক নারীশ্রমিক মারা যান। এরপরে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন হোসেন জানান, সড়ক পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।
সড়ক থেকে তাদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে বলে জানান পুলিশর এই কর্মকর্তা।
আরও পড়ুন: পলাশবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, আহত ৪
৯ মাস আগে
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেই গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
৪ বছর আগে
আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন
আশুলিয়ার বাইপাইল এলাকায় মঙ্গলবার ভোরে গার্মেন্ট শ্রমিকদের একটি কলোনিতে অগ্নিকাণ্ডে ২২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
৪ বছর আগে