সংক্রমণের লক্ষণসমূহ
কালো ছত্রাক সংক্রমণ: কোভিড রোগীদের নতুন আতঙ্ক
কোভিড-১৯ মহামারির জের ধরে কালো ছত্রাক সংক্রমণ নতুন আতঙ্কের জন্ম দিয়েছে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে। সংক্রমণের সূচনালগ্নেই এটি ভয়াবহ মহামারি আকার ধারণ করেছে সাড়া ভারত জুড়ে। উদ্বেগ-উৎকন্ঠা সাথে নিয়েই করোনাত্তোর এই দীর্ঘ মেয়াদী সংকট নিরসনে চলছে পরীক্ষা-নীরিক্ষা। ভয়ের ব্যাপার হচ্ছে- যারা করোনা থেকে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন বা ক্রমশ সুস্থ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন, তারাও এতে আক্রান্ত হচ্ছেন। যাদের কোভিড নেই তারাও কিন্তু ঝুঁকির বাইরে নন। প্রতি ১০০ জন আক্রান্তদের ৫০ জনই মারা যাচ্ছেন বিধায় ভবিষ্যতে এর ভয়াবহতা বিজ্ঞানীদের আশঙ্কার কারণ হয়ে দাড়িয়েছে। চূড়ান্ত অবস্থায় এ রোগ প্রতিকারের সম্ভাবনা কম তাই আগে থেকেই এ বিষয়ে সঠিক জ্ঞান নিয়ে সতর্ক থাকা জরুরি।
৩ বছর আগে