গার্ড অব অনার
বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে ‘কটূক্তি’র অভিযোগ, ব্যবসায়ী আটক
কুষ্টিয়ার কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে ‘অশ্লীল মন্তব্য ও কটূক্তি’ করার অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আটক মো. আব্দুস সাত্তার (৬০) উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবয়রা গ্রামের মৃত বারিক প্রামাণিকের ছেলে।
জানা যায়, গত ৫ অক্টোবর সেরকান্দি এলাকার লুঙ্গী ব্যবসায়ী আব্দুস সাত্তার তার নিজ দোকানে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে ‘অশ্লীল মন্তব্য ও কটূক্তি’ করেছেন।
আরও পড়ুন: শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে ৭২ জেলে আটক
এ ঘটনায় গত ৬ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচারের দাবিতে লিখিত অভিযোগ করেন জেলার মুক্তিযোদ্ধারা। অভিযোগের পর থেকেই ওই ব্যবসায়ী পলাতক ছিলেন। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে তাকে আটক করে উপজেলা প্রশাসন। পরে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে অশ্লীল মন্তব্য ও কটূক্তি করেছেন। ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করেছি। আমরা এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির ছোট ছেলে আসলাম শেখ বলেন,‘ব্যবসায়ীক শত্রুতার কারণে কেউ একজন মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা পুঁজি করে বাবাকে ফাঁসাচ্ছে। আমার বাবা নির্দোষ।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন,‘এক ব্যবসায়ীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাগণ তাদের গার্ড অব অনার নিয়ে কটূক্তি করা লিখিত অভিযোগ দিয়েছিলেন। অভিযোগের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক ছিল। রবিবার তাকে আটকের পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম পুলিশ পরিচালনা করবেন।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন বলেন,অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: সিলেটে মাদরাসাছাত্রকে হোটেলে আটকে নির্যাতন, গ্রেপ্তার ২
কুষ্টিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর আটক
২ বছর আগে
দিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে মোদির উষ্ণ অভ্যর্থনা
দিল্লির রাষ্ট্রপতি ভবনে মঙ্গলবার চার দিনের সরকারি সফরে নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল সোয়া ৯টার দিকে (স্থানীয় সময়) রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মোদি অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতির দেহরক্ষীদের একটি অশ্বারোহী দল রাষ্ট্রপতি ভবনের গেট থেকে সামনের দিকে তার মোটরকেড নিয়ে যায়।
পরে শেখ হাসিনাকে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিনটি সার্ভিসের একটি চৌকস দল একটি গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এরপর ভারতীয় প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন লাইনে শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও মোদির সঙ্গে তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন।
এসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী এম নুরুল ইসলাম সুজন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহেদ ফারুকসহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি আদানির
ঢাকা-নয়াদিল্লির মধ্যে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রক্রিয়া রাতেই চূড়ান্ত হবে: পররাষ্ট্র সচিব
২ বছর আগে
ঢাকা-মালদ্বীপের ৩টি চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ও মালদ্বীপ দুটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
দুটি দেশের মধ্যে যোগ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে এ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন চুক্তিতে সই করেন।
আরও পড়ুন: বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
এছাড়াও, দ্বৈত কর পরিহার এবং আয়ের উপর করের ক্ষেত্রে রাজস্ব ফাঁকি প্রতিরোধ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর জীবন ও কাজ আমাদের আলোকিত করে: মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছালে রাষ্ট্রপতি সোলিহ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। শেখ হাসিনার মালদ্বীপে প্রথম দ্বিপক্ষীয় সফরে গার্ড অব অনার দেয়া হয়।
অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ। এসময় শেখ হাসিনা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে ফটো সেশনে অংশ নেন।
২ বছর আগে
হাসিনা-সলিহ দ্বিপক্ষীয় বৈঠক শুরু
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
এর আগে প্রেসিডেন্ট কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইব্রাহিম মোহাম্মদ সোলিহ আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এসময় তাকে গার্ড অব অনার দেয়া হবে।
প্রধানমন্ত্রী উভয় দেশের ‘লাইন অব প্রেজেনটেশন’ পরিদর্শন করেন।
আরও পড়ুন: ৬ দিনের সরকারি সফরে মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৈঠকের পর দুই দেশের মধ্যে স্বাস্থ্য,শিক্ষা,বন্দী বিনিময় এবং দ্বৈত কর এড়ানোর বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সহ চারটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
চুক্তিগুলো হলো- দ্বৈত কর পরিহার এবং আয়ের ওপর করের ক্ষেত্রে আর্থিক ফাঁকি প্রতিরোধের চুক্তি, যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক, যোগ্যদের নিয়োগের বিষয়ে এমওইউ।
এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে স্বাস্থ্য পেশাদার এবং সমঝোতা স্মারক (নবায়ন) করা হবে।
অনুষ্ঠানে বন্ধুত্বের প্রতীক হিসেবে ১৩টি সামরিক যান মালদ্বীপকে উপহার দেবে বাংলাদেশ।
শেখ হাসিনা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং ফটোসেশনে অংশ নেন।
আরও পড়ুন: ৬ দিনের সফরে মালের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
২ বছর আগে
গার্ড অব অনারে নারী ইউএনও’র বিকল্প রাখার সুপারিশের বিরুদ্ধে রিট
বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ দেয়ার ক্ষেত্রে নারী ইউএনওদের বিকল্প খুঁজতে সরকারের কাছে সংসদীয় কমিটির সুপারিশ করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো গেজেট না হওয়ায় মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের জন্য এ রিট শুনানি মূলতবি (স্ট্যান্ডওভার) করেছেন।
সরকারের নীতিমালা অনুযায়ী, কোনো বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তাকে রাষ্ট্রীয় সম্মান জানায় সংশ্লিষ্ট জেলা/উপজেলা প্রশাসন। ডিসি বা ইউএনও সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে থাকেন। কফিনে সরকারের প্রতিনিধিত্বকারী কর্মকর্তা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নারী কর্মকর্তাদের বিষয়ে আপত্তি তুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের শেষ শ্রদ্ধায় নারী কর্মকর্তায় আপত্তি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আহ্বান
গত রবিবার (১৩ জুন) সংসদীয় কমিটির বৈঠকে ‘গার্ড অব অনার’ দেয়ার ক্ষেত্রে নারী ইউএনওদের বিকল্প খুঁজতে সরকারের কাছে সুপারিশ রাখা হয়েছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ দেয়ার ক্ষেত্রে দিনের বেলায় আয়োজন করা এবং নারী ইউএনও’র বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
আরও পড়ুন: তৃতীয় ধাপে ১২ হাজার ১১৬ বীর মুক্তিযোদ্ধার সমন্বিত তালিকা প্রকাশ
এর বৈধতা চ্যালেঞ্জ করে ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভলপমেন্ট (এফএলএডি) এর পক্ষে আইনজীবী কাজী মারুফুল আলম মঙ্গলবার হাইকোর্টে রিটটি করেন।
আবেদনে বেআইনি ও বৈষম্যমূলক এ সুপারিশ কেন অবৈধ ও বেআইনি ঘোষনা করা হবে না সে মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সাথে সুপারিশের ওপর স্থগিতদেশ চাওয়া হয়েছে। আবেদনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানকে সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।
৩ বছর আগে
মুক্তিযোদ্ধাদের শেষ শ্রদ্ধায় নারী কর্মকর্তায় আপত্তি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আহ্বান
জাতির বীর মুক্তিযোদ্ধাদের শেষ শ্রদ্ধায় (গার্ড অব অনার) নারী কর্মকর্তার উপস্থিতির বিকল্প পদক্ষেপ নেয়ার প্রস্তাব যেন বাস্তবায়িত না হয়, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই দাবি জানান সাংসদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার।
শিরীন আখতার বলেন, ‘মহান সংসদে দেশের বীর মুক্তিযোদ্ধাদের শেষ শ্রদ্ধায় সরকারের নারী কর্মকর্তা উপস্থিত না থাকার প্রস্তাব করেছেন আমার সহকর্মী ও মাননীয় সংসদ সদস্যরা। তাদের এমন আচরণে আমি বিস্মিত, হতবাক এবং ব্যথিত।’
সংবিধানে নারী-পুরুষের কোনও বৈষম্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে এমন ঘটনা ঘটতে দেখে আমরা স্তব্ধ হয়ে যাই।’
আরও পড়ুন: সংসদে ৫ সদস্যের চেয়ারম্যান প্যানেল ঘোষণা
গত ১৩ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় একটি কমিটি বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ দেওয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তাদের বাদ রাখার প্রস্তাব দেয়।
এ বিষয়ে জাসদের এই সাংসদ বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জানাজায় নারীদের উপস্থিত থাকার সুযোগ না থাকার কারণে, গার্ড অব অনারেও নারী কর্মকর্তার বিকল্প ব্যবস্থা নেয়ার প্রস্তাবের সমালোচনা করেন। তিনি দাবি করেন, জানাজা আর গার্ড অব অনার প্রদান এক বিষয় নয়।
আরও পড়ুন: ১৩ হাজার ৯৮৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের অন্তরায়
দেশে যখন মৌলবাদ ডানা মেলছে, এমন সময়ে মুক্তিযুদ্ধের পক্ষের একটি দলের কাছ থেকে এরকম প্রস্তাবের নিন্দা করে শিরিন আখতার বলেন, ‘এমন অপ্রত্যাশিত সিদ্ধান্ত যেন না বাস্তবায়িত হয়, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।’
৩ বছর আগে
চিরনিদ্রায় শায়িত কবরী
করোনায় মারা যাওয়া জনপ্রিয় অভিনেত্রী ও আওয়ামী লীগের সাবেক এমপি সারাহ বেগম কবরীর দাফন শনিবার জোহর নামাজের পর সম্পন্ন হয়েছে।
তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। একই স্থানে বীর মুক্তিযোদ্ধা কবরীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন কবরী
জনপ্রিয় এই অভিনেত্রী শুক্রবার দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তার ছেলে শেখর চিশতী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ১৫ এপ্রিল থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন কবরী। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন কবরী। পরে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: করোনায় ৭১ টিভির সাংবাদিকের মৃত্যু
জনপ্রিয় এই অভিনেত্রী সারেং বউ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৭৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
৩ বছর আগে
সৈয়দ মোয়াজ্জেম আলীকে গার্ড অব অনার প্রদান
সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীকে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এর আগে সকালে সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
৪ বছর আগে