মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
এর আগে প্রেসিডেন্ট কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইব্রাহিম মোহাম্মদ সোলিহ আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এসময় তাকে গার্ড অব অনার দেয়া হবে।
প্রধানমন্ত্রী উভয় দেশের ‘লাইন অব প্রেজেনটেশন’ পরিদর্শন করেন।
আরও পড়ুন: ৬ দিনের সরকারি সফরে মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৈঠকের পর দুই দেশের মধ্যে স্বাস্থ্য,শিক্ষা,বন্দী বিনিময় এবং দ্বৈত কর এড়ানোর বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সহ চারটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
চুক্তিগুলো হলো- দ্বৈত কর পরিহার এবং আয়ের ওপর করের ক্ষেত্রে আর্থিক ফাঁকি প্রতিরোধের চুক্তি, যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক, যোগ্যদের নিয়োগের বিষয়ে এমওইউ।
এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে স্বাস্থ্য পেশাদার এবং সমঝোতা স্মারক (নবায়ন) করা হবে।
অনুষ্ঠানে বন্ধুত্বের প্রতীক হিসেবে ১৩টি সামরিক যান মালদ্বীপকে উপহার দেবে বাংলাদেশ।
শেখ হাসিনা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং ফটোসেশনে অংশ নেন।
আরও পড়ুন: ৬ দিনের সফরে মালের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ