ডুব
সন্দ্বীপে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রামের সন্দ্বীপে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর শেখ মাহারুপ গোমস্তার পূর্ব বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হল ওই বাড়ির মোহাম্মদ মিলাদের ছেলে নাইম (৭) ও তার বোনের মেয়ে মাহিরা (৮)।
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম এ ঘটনা নিশ্চিত করে বলেন, দুপুরে এক নম্বর ওয়ার্ডে দুটি বাচ্চা পুকুরে পড়ে মারা গেছে শুনেছি।
স্থানীয় ইউপি সদস্য মো. আকরাম জানান, সকালের দিকে শেখ মাহারুপ গোমস্তার পূর্ব বাড়ির দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে দুপুর ১২টার দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত বলে ঘোষণা করে।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে এক শিশু নানার বাড়িতে বেড়াতে এসে মামাতো ফুফাতো ভাই-বোন খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়।
আরও পড়ুন: যশোরে ভৈরব নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
তেঁতুলিয়া নদীতে ট্রলারডুবে নিহত ১, নিখোঁজ ৪
গাজীপুরে রিসোর্টের পুকুরে ডুবে ২ ছাত্রের মৃত্যু
১ বছর আগে
পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌরসভার চৌধুরী পাড়া এবং পৌর সভার ৯ নং ওয়ার্ড শিবপুর গ্রামে পৃথক দুটি ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হল-প্রবাসী পৌরসভার চৌধুরী পাড়ার প্রবাসী কামাল উদ্দিনের দেড় বছর বয়সী মেয়ে নাহিমা আক্তার এবং শিবপুর গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে মো. মাশরাফি (৭)।
আরও পড়ুন: খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরউদ্দিন রাশেদ দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
মৃত শিশুর স্বজনরা জানান, সকাল ১০টার দিকে শিশু নাহিমা অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলার ছলে পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়।
খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠলে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বুধবার দুপুরে সীতাকুণ্ড শিবপুর গ্রামে বাড়ির পুকুরে অন্যান্য ছেলেদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় মো. মাশরাফি (৭)।
কিছুক্ষণ পর তার লাশ ভেসে উঠে। মাশরাফি ওই এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে।
দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু
কুড়িগ্রামে পানিতে ডুবে মৃত্যু বাড়ছে, এবারের বন্যায় প্রাণ গেছে ১৫ শিশুর
২ বছর আগে
রাণীশংকৈলে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে পড়ে সলিমউদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার ভাংবাড়ি উত্তরপাড়া গ্রামে বুধবার (২৯ জুন) রাতে এ ঘটনা ঘটে। সলিমউদ্দিন ওই গ্রামের মৃত মহবুল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মন ও রাণীশংকৈল থানার পরিদর্শক (ওসি) এম এস জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, ঘটনার দিন সলিমউদ্দিন (প্যারালাইজড রোগী) অসুস্থ অবস্থায় বাড়ির পাশের পুকুর পাড় দিয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় তিনি পা পিছলে পুকুরে পড়ে মারা যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোক পুকুরে ওই বৃদ্ধের মাথার টুপি দেখতে পায়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বিয়ানীবাজারে বন্যার পানিতে ডুবে ব্যক্তির মৃত্যু
রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু
২ বছর আগে
কর্ণফুলী নদীতে ডুবে গেল ফিশিং জাহাজ এফভি ক্রিস্টাল-৮
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে গেছে এফ ভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ।
বুধবার সকালে কর্ণফুলী উপজেলার শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
তবে জাহাজে থাকা সব নাবিককে আশপাশে থাকা নৌযানগুলো উদ্ধার করায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: ৯৯৯ এ কল দিয়ে ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার
জাহাজটি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও জাপা নেতা মোরশেদ মুরাদ ইব্রাহিমের মালিকানাধীন ক্রিস্টাল গ্রুপের বলে জানা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাথরবোঝাই জাহাজ ডুবি
জাহাজের নাবিকরা জানান, ফিশিং জাহাজটি ডকিং করার জন্য শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করছিল। রাতে জাহাজের তলা ফেটে পানি লিক করে জাহাজে পানি ঢুকে যায়। এতে জাহাজটি ডুবে যেতে থাকলে নাবিকরা চিৎকার করলে আশেপাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। এক পর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়।
আরও পড়ুন: টেকনাফ-সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মো. হাবিবুর রহমান বলেন, ফিশিং জাহাজ ডুবির খবর পেয়ে আমাদের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে টিমটি ফিরলে বিস্তারিত জানা যাবে।
৩ বছর আগে