চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌরসভার চৌধুরী পাড়া এবং পৌর সভার ৯ নং ওয়ার্ড শিবপুর গ্রামে পৃথক দুটি ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হল-প্রবাসী পৌরসভার চৌধুরী পাড়ার প্রবাসী কামাল উদ্দিনের দেড় বছর বয়সী মেয়ে নাহিমা আক্তার এবং শিবপুর গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে মো. মাশরাফি (৭)।
আরও পড়ুন: খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরউদ্দিন রাশেদ দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
মৃত শিশুর স্বজনরা জানান, সকাল ১০টার দিকে শিশু নাহিমা অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলার ছলে পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়।
খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠলে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বুধবার দুপুরে সীতাকুণ্ড শিবপুর গ্রামে বাড়ির পুকুরে অন্যান্য ছেলেদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় মো. মাশরাফি (৭)।
কিছুক্ষণ পর তার লাশ ভেসে উঠে। মাশরাফি ওই এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে।
দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু
কুড়িগ্রামে পানিতে ডুবে মৃত্যু বাড়ছে, এবারের বন্যায় প্রাণ গেছে ১৫ শিশুর