নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে পৌঁছানোয় পিরোজপুরে মনোনয়নপত্র জমা দিতে পারেননি পিরোজপুর-১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ এবং পিরোজপুর- ২ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী আনিসুর রহমান মুন্না।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সময়মত উপস্থিত না হতে পারায় এ ঘটনা ঘটে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে সঠিক সময়ে উপস্থিত হতে না পারায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি পিরোজপুর-১ (সদর, ইন্দুরকানী, নাজিরপুর) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ এবং পিরোজপুর- ২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না।
মনোনয়নপত্র জমা না দিতে পারার বিষয়ে গণঅধিকার পরিষদের আনিসুর রহমান মুন্না বলেন, আসার পথে আমার গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সঠিক সময় আসতে পারিনি। আমি বিকেল পাঁচটার এক থেকে দুই মিনিট পরে এসেছি তবে মাত্র এক থেকে দুই মিনিট পরে আসার পরও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি আদালতের কাছে জানতে চাইব, মাত্র দুই মিনিটের জন্য কেন আমাকে ঢুকতে দেওয়া হয়নি?
তবে এ বিষয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী বা দলটির কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, আমাদের নির্বাচনি আইন হলো, বিকেল ৫টার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী উপস্থিত হওয়া। যারা জমা দিতে পারেননি, তারা কেউই ৫টার মধ্যে আসেন নাই, এসেছেন ৫টা ১৫ বা ২০-এর পরে। এ সময়ে মনোনয়নপত্র গ্রহণ করার কোনো বিধান নাই।
এ বিষয় পিরোজপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা আবু সাঈদ জানান, বিকেল ৫টার মধ্যে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত না থাকার কারণে উল্লিখিত দুজনের মনোনয়নপত্র জমা নেওয়া সম্ভব হয়নি।