পারমাণবিক
ইউরেনিয়ামের প্রথম চালান গ্রহণ, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারীদের ক্লাবে বাংলাদেশ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) জন্য বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার ইউরেনিয়ামের প্রথম চালান গ্রহণ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়াল উপস্থিতিতে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে (গ্র্যাজুয়েশন সেরিমনি) স্বপ্নের প্রকল্পটির রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটম আরএনপিপি কর্তৃপক্ষের কাছে তেজস্ক্রিয় জ্বালানি হস্তান্তর করে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জ্বালানি হস্তান্তর করেন।
আরও পড়ুন: সর্বোচ্চ নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে এসে পৌঁছায়।
রাশিয়া থেকে একটি বিশেষ এয়ার কার্গোর মাধ্যমে ইউরেনিয়ামের চালানটি ঢাকায় এসে পৌঁছায়। পরদিন কঠোর নিরাপত্তার মধ্যে সড়কপথে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থলে নিয়ে যাওয়া হয়।
রাশিয়ার একটি কারখানা থেকে সরাসরি একটি বিশেষ বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পারমাণবিক জ্বালানি পাঠানো হয়।
রাশিয়ার নভোসিবির্সক কেমিক্যাল কনসেনট্রেট প্ল্যান্টে (এনসিসিপি) এই জ্বালানি উৎপাদিত হয়, যা রোসাটমের জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান তেভেলের সহায়ক প্রতিষ্ঠান।
আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্রের 'গ্র্যাজুয়েশন সেরিমনি'তে রাশিয়ার রোসাটম থেকে ইউরেনিয়ামের নতুন ব্যাচ গ্রহণ
রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটম ১ হাজার ২০০ মেগাওয়াট করে দু’টি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দায়িত্বে রয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি ২০২১ সালের অক্টোবরে এবং দ্বিতীয় ইউনিটের জন্য চুল্লি ২০২২ সালের অক্টোবরে বসানো হয়।
সরকার ২০০৯ সালে আরএনপিপি প্রকল্প স্থাপনের ধারণাটি হাতে নেয় এবং ২০০৯ সালের ১৩ মে রাশিয়ার সঙ্গে ‘পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার’ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে।
২০১৩ সালের ১৫ জানুয়ারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রস্তুতিমূলক পর্যায়ে নির্মাণকাজ সম্পাদনের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের রাষ্ট্রীয় রপ্তানি ঋণ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ২০১৫ সালে মস্কোর সঙ্গে ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের সাধারণ চুক্তি (জিসি) সই করে সরকার।
বাংলাদেশ ২০১৬ সালের জুলাই মাসে আরএনপিপির জন্য ১১ দশমিক ৩৮৫ বিলিয়ন ডলার ঋণ পেতে রাশিয়ার সঙ্গে একটি আর্থিক চুক্তি সই করে। প্রকল্প ব্যয়ের ৯০ শতাংশ এই অর্থ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে প্ল্যান্টের প্রথম ইউনিট এবং ২০২৫ সালের জুলাইয়ে দ্বিতীয় ইউনিট চালু হতে পারে।
আরও পড়ুন: রূপপুরের জন্য ইউরেনিয়াম সংগ্রহে রুশ কোম্পানির সাথে প্রাথমিক চুক্তি
১ বছর আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১১৩৭ টন মালামাল মোংলায় পৌঁছেছে
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ১ হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি লিবার্টি হারভেস্ট। রবিবার (২ জুলাই) দুপুরে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি।
এর আগে গত ৩ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এইচএসআর ওসান ট্রেডার্সের ব্যবস্থাপক বিপ্লব খান বলেন, জাহাজটিতে বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন মেশিনারি রয়েছে। জাহাজ থেকে এ সব পণ্য খালাস করে জেটির সেডে রাখা হচ্ছে।
খালাস শেষে এসব মেশিনারিজ সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে ২৯ মে রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছিল এমভি আনকা স্কাই।
আরও পড়ুন: রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে জাহাজ মোংলা বন্দরে
তারও আগে গত ৬ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিল বিদেশি জাহাজ এমভি আনকা সান।
এছাড়া ২৫ এপ্রিল রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছিল এমভি ইয়ামাল অরলান। আর ইয়ামাল অরলানের আগে এসেছিল এমভি ড্রাগনবল ও এমভি কামিল্লা।
সাম্প্রতিককালে সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাহিরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে।
আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে আসছে মোংলা বন্দরে।
আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে ভারত হয়ে মোংলায় এসেছে এমভি সেজুতি
মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেলসেতু ও রূপপুরের মেশিনারি পণ্যবাহী ৩ জাহাজ
১ বছর আগে
রূপপুরে পারমাণবিক প্রকল্পের রুশ নারী কর্মীর লাশ উদ্ধার
পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে এক রুশ নারী কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রিনসিটির একটি আবাসিক ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত রিয়াবোভা গুলনারা (৫১) রূপপুর প্রকল্পে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: তিউনিসিয়া উপকূল থেকে ৪১ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মতো অফিসের ডিউটি শেষ করে বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর আর কক্ষ থেকে বের হননি। সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধারের পর দুপুরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আরও পড়ুন: রূপপুরে পারমাণবিক প্রকল্পের রুশ নারী কর্মীর লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেত থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
১ বছর আগে
পারমাণবিক যুদ্ধের উত্তেজনার মধ্যেই মুখোমুখি হচ্ছেন জো বাইডেন ও শি জিনপিং
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাদের প্রথম ব্যক্তিগত বৈঠকে বসবেন। দুই বছর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দায়িত্ব নেয়ার পরে থেকেই এই দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা বাড়ছে। এ পরিস্থিতির মধ্যেই এই দুই নেতা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে বৈঠকে বসবেন।
ইন্দোনেশিয়া আসার আগে কম্বোডিয়ার নম পেনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি সমাবেশে অংশ নিয়েছিলেন বাইডেন।
সেখানে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের অল্প কিছু ভুল বোঝাবুঝি আছে।’
তিনি বলেন, ‘আমরা শুধু খুঁজে বের করতে পেরেছি যে লাল রেখাগুলো কোথায় এবং ... আগামী দুই বছরে আমাদের প্রত্যেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কী।’
যদিও বাইডেনের মেয়াদকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: বিতর্ক এড়াতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না পুতিন
ওয়াশিংটন ছাড়ার আগে বাইডেন বলেছিলেন যে তিনি ইউক্রেনে প্রায় ৯মাস ধরে চলা আগ্রাসনের মধ্যে তাইওয়ানের স্ব-শাসিত দ্বীপ, বাণিজ্য চর্চা এবং মস্কোর সঙ্গে চীনের সম্পর্কের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছেন।
চীনা কর্মকর্তারা মূলত জনসমক্ষে রাশিয়ার ইউক্রেনের ওপর চালানো আগ্রাসনের সমালোচনা করা থেকে বিরত থাকেন। তবে বেইজিং রাশিয়ায় অস্ত্র সরবরাহের মতো সরাসরি সমর্থন এড়িয়ে গেছে।
তাইওয়ান সম্প্রতি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সবচেয়ে বিতর্কিত ইস্যু হিসেবে আবির্ভূত হয়েছে। দায়িত্ব নেয়ার পর থেকে বাইডেন একাধিকবার বলেছেন যে তাইওয়ানের ওপর বেইজিং-এর চালানো আক্রমণ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বীপটিকে রক্ষা করবে। চীন এ বিষয়টিকে কখনোই ভালো চোখে দেখেনি।
উত্তেজনা আরও বেড়ে যায় যখন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি, ডি-ক্যালিফ গত আগস্ট মাসে তাইওয়ান সফর করেন। চীন এ বিষয়টিকে চূড়ান্ত সীমা লঙ্ঘণ হিসেবেই দেখেছে। চীন সেসময় সামরিক মহড়া এবং নিকটবর্তী সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
আরও পড়ুন: জি-২০ সম্মেলন: পুতিন ও এমবিএসের সঙ্গে সাক্ষাত হতে পারে বাইডেনের
জি-২০ সম্মেলনে বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানাবে ভারত
১ বছর আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি শক্তিশালী: রোসাটম ডিজি
রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বলেছেন, সর্বোত্তম বিদ্যুৎ উৎপাদনের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে(আরএনপিপি)বসানো চুল্লি একটি উচ্চ শক্তির চুল্লি হিসেবে কাজ করবে।
তিনি বলেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য আগামী বছরের অক্টোবরে তাজা পারমাণবিক জ্বালানি আসবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে লিখাচেভ এসব কথা বলেন।
১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করেছে রাশিয়ান ঠিকাদার কোম্পানি রোসাটম।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২য় ইউনিটের চুল্লি স্থাপনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী পাবনা জেলার রূপপুরে নির্মিত দুই হাজার ৪০০ মেগাওয়াট প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের চূড়ান্ত চুল্লি স্থাপনের উদ্বোধনের একদিন পর এই বৈঠক হয়। আরএনপিপি’র দুটি ইউনিটের প্রতিটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট।
রোসাটম মহাপরিচালক প্রধানমন্ত্রীকে জানান যে তারা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার(আইএইএ) মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহনে বাংলাদেশে তাজা পারমাণবিক জ্বালানি আনুষ্ঠানিকভাবে আনতে চান।
তিনি বলেন, রাশিয়াও বাংলাদেশে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা করতে আগ্রহী। তিনি উল্লেখ করেন যে তারা আরএনপিপি’র জন্য বাংলাদেশি জনশক্তিকে প্রশিক্ষণ দিচ্ছেন।
এছাড়া তিনি বলেন, বাংলাদেশে পারমাণবিক শাসনের অবকাঠামো নির্মাণে রাশিয়া সহায়তা দিচ্ছে।
লিখাচেভ প্রধানমন্ত্রীকে আরএনপিপি’র কাজের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি চলাকালীনও পুরোদমে নির্মাণ কাজ অব্যাহত রাখার জন্য রাশিয়াকে বিশেষ করে রোসাটম ডিজিকে ধন্যবাদ জানান।
তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়ার সহায়তার প্রশংসা করেন।
শেখ হাসিনা রোসাটম প্রধানকে বলেন, রাশিয়া আরএনপিপি’র জনশক্তি উন্নয়নে জোর দিতে পারে যাতে বাংলাদেশি কর্মীরা স্বাধীনভাবে প্ল্যান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সক্ষম হতে পারে।
তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার বিষয়েও জোর দেন।
বৈঠকে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশবাহী ৪র্থ রুশ জাহাজ মোংলায় ভিড়েছে
ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিভল
২ বছর আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুল্লি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের চুল্লি থেকে পড়ে তুষার আহমেদ (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে অসাবধানতাবশত চুল্লির ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
নিহত শ্রমিক তুষার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও একটি শিশুসন্তান রয়েছে। তিনি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, বুধবার ভোরের দিকে তুষার প্রায় ১০ তলা উচ্চতার চুল্লিতে কাজ করার সময় অসাবধানতাবশত ছিটকে পড়েন। এ সময় মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হতে থাকে। পরে চিকিৎসক রামেক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রুশ কর্মীদের মৃত্যুর তদন্তে সহায়তা করবে রোসেম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ১১ দিনে ৫ রুশ নাগরিকের মৃত্যু, তদন্ত করছে পুলিশ
রূপপুর পারমাণবিক প্রকল্পে চুল্লি থেকে পড়ে ২ শ্রমিক নিহত
২ বছর আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রুশ কর্মীদের মৃত্যুর তদন্তে সহায়তা করবে রোসেম
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের প্রধান রাশিয়ান ঠিকাদার প্রতিষ্ঠান রোসেম জানিয়েছে, সম্প্রতি পাঁচ রুশ কর্মীর মৃত্যুর তদন্তে তারা বাংলাদেশ পুলিশকে সমস্ত ‘ সাহায্য ও সহযোগিতা’ করবে।
মঙ্গলবার ইউএনবিতে প্রকাশিত গত দুই সপ্তাহে পারমাণবিক প্ল্যান্ট পাঁচ রুশ কর্মীর মৃত্যুর প্রতিবেদনের ফলে পুলিশের তদন্তে গতিশীলতা এসেছে।
এক বিবৃতিতে জেএসসি এটমোসট্রয়এক্সপোর্ট (রাশিয়ান রাষ্ট্রীয় কর্পোরেশন রোসেমের প্রকৌশল বিভাগ) বলেছে যে প্রাথমিক প্রতিবেদন অনুসারে নিহত রুশ কর্মীদের মৃত্যুতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
কোম্পানি বলেছে, ‘বর্তমানে আমরা প্রতিটি মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য অনুসন্ধান চালানো দলকে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা করছি।’
এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে, আমাদের দেশি ও বিদেশি অংশীদার, স্টেকহোল্ডার, স্বাস্থ্যসেবাকারী এবং প্রশাসনের সহায়তায় আমরা ভবিষ্যতে এই ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
সংস্থাটি কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং মৃত কর্মীদের পরিবারের প্রতি ‘গভীর সহানুভূতি’ প্রকাশ করেছে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ১১ দিনে ৫ রুশ নাগরিকের মৃত্যু, তদন্ত করছে পুলিশ
তারা বলেছে, ‘আমরা সবসময় আমাদের কর্মীদের প্রতিষ্ঠানের সম্পদ হিসাবে বিবেচনা করি এবং তাদের জীবন ও সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মী বারসেনকো আলেক্সি (৪৮) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর শাকিরফ আলেক্সি (৪০) নামের আরেক কর্মী গত ২ ফেব্রুয়ারি ঘুমের মধ্যে মারা যান।
এর তিনদিন পর প্রকল্পের এক সাব-কন্ট্রাক্টর ফার্ম ট্রেস্ট রোসেমের মেকানিকেল ইঞ্জিনিয়ার শুকিন পাভেল (৪৮) হঠাৎ অসুস্থ হয়ে একই উপজেলা মেডিকেলে মারা যান।
একই দিনে বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান কর্মকর্তাদের জন্য গ্রীন সিটি আবাসন প্রকল্পের একটি টাওয়ারে তার ১৪ তলার ফ্ল্যাটের সিঁড়িতে অন্য একটি সাব-কন্ট্রাক্টর ফার্মের কর্মচারী টলমাসফ ভ্যাসিলিভ (৫৯) মারা যান।
সর্বশেষ গত ৬ জানুয়ারি প্ল্যান্টের নিকিম অ্যাটমস্ট্রোয়া ফার্মের ৪৫ বছর বয়সী কর্মচারী ভোর্টনিকভ আলেকজান্ডারকে একই আবাসিক কমপ্লেক্সে তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিহত রাশিয়ান নাগরিকদের ময়নাতদন্তের রিপোর্টে ‘সন্দেহজনক কিছু দেখা যায়নি’।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ২ রুশ কর্মচারীর মৃত্যু
রূপপুর পারমাণবিক প্রকল্পে চুল্লি থেকে পড়ে ২ শ্রমিক নিহত
২ বছর আগে
জরুরি কারণে বন্ধ ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা বুশেহর পাওয়ার প্ল্যান্ট হঠাৎ করেই বন্ধ করেছে কর্তৃপক্ষ।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, জরুরি কারণে সাময়িক ভাবে পাওয়ার প্ল্যান্টটি বন্ধ করা হয়েছে। তবে ঠিক কি কারণে তা বন্ধ করা হয়েছে এমন কোনও তথ্য দেয়নি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন ইব্রাহিম রাইসি
রবিবার রাষ্ট্রীয় কোম্পানি তাভানিরের কর্মকর্তা ঘোলামালি রাখশানিমেহের জানান, বুশেহর পাওয়ার প্ল্যান্ট গত শনিবার থেকে বন্ধ রয়েছে। আরও তিন থেকে চারদিন বন্ধ থাকতে পারে এই পাওয়ার প্ল্যান্টটি।
আরও পড়ুন: পাক-ভারত ফ্লাইটে ইরানের নিষেধাজ্ঞা
প্ল্যান্ট বন্ধ থাকার ফলে, স্বাভাবিক ভাবেই বিদ্যৎ ঘাটতি দেখা দিবে বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: শিশুদের শিল্প, সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে ইরানি রাষ্ট্রদূতের আহ্বান
রাশিয়ার সহায়তায় ২০১১ সালে চালু হবার পর এই প্রথমবারের মতো বন্ধ করা হলো পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রটি।
৩ বছর আগে