ভল্ট
বগুড়ায় ব্যাংকের ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরি
বগুড়া সদরে এনআরবিসি ব্যাংকের উপশাখায় ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরি হয়েছে।
উপজলার শাখায়িরা ইউনিয়নের পল্লীমঙ্গল হাটে ব্যাংকের ভবনটির সিঁড়িঘরের তালা কেটে চুরির এই ঘটনা ঘটিয়েছে দুর্বত্তরা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে জাতীয় পরিসেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
আরও পড়ুন: কুড়িগ্রাম-রংপুর রেললাইন থেকে বোল্ট চুরি
ব্যাংকটির ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার হিসাব-নিকাশ করে ব্যাংক বন্ধ করা হয়। শনিবার সকালে তারা বাড়িটির মালিকের কাছে জানতে পারেন সেখানে চুরির ঘটনা ঘটেছে। সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, তবে এই ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, দুইতলা বিশিষ্ট একটি বাড়ির নিচে বাম পাশে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়িওয়ালা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানায়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছাদ দিয়ে প্রবেশ করে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এই উপশাখায় নিরাপত্তা কর্মী নেই। এছাড়া পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে ও জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
আরও পড়ুন: নন্দীগ্রামে ‘চিরকুট’ লিখে মিটার চুরি, মূলহোতা গ্রেপ্তার
চমেকে চুরি যাওয়া নবজাতক ফেনী থেকে উদ্ধার, আটক ২
৯ মাস আগে
চাঁদপুরে আল-আরাফাহ ব্যাংকের ৫ লক্ষাধিক টাকা চুরি
চাঁদপুরের হাজীগঞ্জে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং থেকে নগদ অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার হাজীগঞ্জের বেলঁচো বাজারে আল আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার জানালা ভেঙ্গে ব্যাংকের ভল্টে থাকা ৫ লাখ ২৭ হাজার ৩৮৮ টাকা চুরি হয়।
আরও পড়ুন: কর্মকর্তা-কর্মচারীদের অচেতন করে কৃষি ব্যাংক লুটের চেষ্টা
সরেজমিনে গিয়ে দেখে এসে থানার ওসি মো. হারুনুর রশিদ ইউএনবিকে বলেন, সোমবার দিবাগত গভীর রাতের যেকোন সময় ব্যাংকের পূর্ব পাশের জানালার গ্রীল ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
আল আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক শাখার ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘অপারেটর ম্যানেজার ইসমাঈল হোসেনসহ ৩ জন দায়িত্বে ছিলেন। আমি দায়িত্ব নেয়ার পূর্বে এ দুর্ঘটনা ঘটেছে। যে কারনে বেশী কিছু বলতে পারবো না। বিষয়টি প্রধান কার্যালয়ে অবহিত করেছি।’
আরও পড়ুন: খুলনায় ব্যাংক থেকে চুরি হওয়া টাকার অর্ধেক উদ্ধার, গ্রেপ্তার ৩
বেলঁচো আল আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট আফজাল হোসেন ইউএনবিকে বলেন, ‘গত ২ মাস আগে কার্যক্রম শুরু হয় এ শাখাটির, যে কারনে সিসি ক্যামেরা এখন পর্যন্ত লাগাতে পারিনি। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে।’’
আরও পড়ুন: চট্টগ্রামে ‘বোমা’ মেরে ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি, যুবক আটক
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ ইউএনবিকে আরও বলেন, অভিযোগ পেয়ে আমরা তদন্তপূর্বক আইনগত পথে অগ্রসর হচ্ছি।
উল্লেখ্য, কিছুদিন আগে কচুয়া ও ফরিদগঞ্জে প্রাইভেট ব্যাংকের এজেন্ট ব্যাংকে পর পর চুরি সংঘটিত হয়েছে।
৩ বছর আগে