বগুড়া সদরে এনআরবিসি ব্যাংকের উপশাখায় ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরি হয়েছে।
উপজলার শাখায়িরা ইউনিয়নের পল্লীমঙ্গল হাটে ব্যাংকের ভবনটির সিঁড়িঘরের তালা কেটে চুরির এই ঘটনা ঘটিয়েছে দুর্বত্তরা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে জাতীয় পরিসেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
আরও পড়ুন: কুড়িগ্রাম-রংপুর রেললাইন থেকে বোল্ট চুরি
ব্যাংকটির ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার হিসাব-নিকাশ করে ব্যাংক বন্ধ করা হয়। শনিবার সকালে তারা বাড়িটির মালিকের কাছে জানতে পারেন সেখানে চুরির ঘটনা ঘটেছে। সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, তবে এই ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, দুইতলা বিশিষ্ট একটি বাড়ির নিচে বাম পাশে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়িওয়ালা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানায়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছাদ দিয়ে প্রবেশ করে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এই উপশাখায় নিরাপত্তা কর্মী নেই। এছাড়া পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে ও জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
আরও পড়ুন: নন্দীগ্রামে ‘চিরকুট’ লিখে মিটার চুরি, মূলহোতা গ্রেপ্তার