নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) সদর উপজেলার শাহজাহানপুর ও রামচন্দ্রপুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলো-চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দারিয়াপুর চৌহদ্দিটোলা এলাকার সাইফুলের ছেলে জাহিদ (১৯), ইসলামপুর কাজিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে উমর ফারুক (১৭) এবং হায়াতপুর ট্যাপাপাড়া এলাকার রকিবের মেয়ে আফিয়া (৩)।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে শাহজাহানপুর থেকে দুই বন্ধু জাহিদ ও উমর ফারুক একটি মোটরসাইকেলে করে জেলা শহরের দিকে আসছিলেন। এসময় শাহজাহানপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ওসি আরও জানান, অপরদিকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর বিহার পাড়া মোড় এলাকায় একটি অটোরিকশাকে পেছন থেকে ওভারটেক করার সময় অপর একটি অটোরিকশা ধাক্কা দেয়। এসময় সামনের অটোরিকশায় মায়ের কোলে থাকা শিশু আফিয়া রাস্তায় পড়ে আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩
কুড়িগ্রামে ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সাতক্ষীরার তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার রাতে সাতক্ষীরা-খুলনা সড়কের নোয়াপাড়া ও খলিশখালীর হাজরাপাড়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তালা উপজেলার মাগুরা গ্রামের আসাদ মোড়লের দুই ছেলে ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) এবং একই উপজেলার ধলবাড়িয়া এলাকার আব্দুল বারিক শেখের ছেলে শেখ শাহিন (২৫)।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
হাজরাপাড়ার ঘটনায় আহত সুজন গাজী (২৫) জানায়, ঈদের কেনাকাটা করে শুক্রবার সন্ধ্যায় তারা তিনজন মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
এতে সুজন গাজী, ইমরান হোসেন ও রিফাত হোসেন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইমরান হোসেনের মৃত্যু হয়।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অপর ভাই রিফাত হোসেন মারা যান।
এদিকে একইদিন রাতে অপর এক দুর্ঘটনায় শেখ শাহীন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শেখ শাহিন ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। মাস চারেক আগে বিয়ে করা শাহিন ঈদের ছুটিতে বাড়ি আসেন।
শুক্রবার রাতে মির্জাপুর বাজারের কেনাকাটা শেষে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নোয়াপাড়া বাজারে একটি মোটরসাইকেল পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে শাহিন ভ্যান থেকে ছিঁটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত
৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭৭
পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৭৭ জন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) বিকালে বোদা উপজেলার চন্দনবাড়ি ও দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ নিহত ৩
নিহতরা হলেন- তেতুঁলিয়া উপজেলার বড়গাছ এলাকার তমিজ উদ্দিন (৬০), পিঠা খাওয়া এলাকার হাসিবুল ইসলাম (৩২) ও একই এলাকার স্বপন আলী (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দেবীগঞ্জ শহর থেকে তিন দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাসে মুসল্লিরা বাড়ি ফিরছিলেন। এসময় বাসটি লক্ষ্মীরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে সড়কের ঢালে উল্টে যায় বাসটি। এতে এক মুসল্লির ঘটনাস্থলেই মৃত্যু হয় ও ২৬ জন আহত হন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পরপরই চালক ঘাতক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।
অপরদিকে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় ইজতেমা থেকে ফেরার পথে যাত্রীবাহী বাসের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের দুই জন নিহত ও ৫১ জন আহত হন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে চিকিৎসক ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জামাল হোসেন ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
নাটোরে ট্রাকের ধাক্কায় নিহত ৩
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় এক অটোভ্যান চালক সহ তিনজন নিহত হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: জামালপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে শ্রমিকবাহী একটি অটোভ্যানকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় ভ্যান চালক রহিম আলী (৪০)।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহত চার জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
এদের মধ্যে গুরুতর অবস্থায় গাছকাটা শ্রমিক বিদ্যুৎ ও কাঁচুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম মাসুদ সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।
আরও পড়ুন: সিলেটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
কুড়িগ্রামে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ নিহত ৩
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার রাতে শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ভাইবোন নিহত এবং সদরের কালিবালায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও ২০জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকারে ভাইবোনসহ তিনজন বগুড়া থেকে রংপুর যাচ্ছিলেন। শনিবার রাত সোয়া ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চকপাড়ায় আসার পর প্রাইভেটকারের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার এক ট্রাককে ধাক্কা দেয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আলী জাহান।
তিনি জানান, এতে গুরুতর আহত হয়েছে আরও একজন। নিহতরা হলেন- বরিশালের হিজলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার(২৬) ও কুহেলীর ছোট ভাই সিয়াম হোসেন (২০)। গুরুতর আহত ব্যক্তির নাম হুমায়ুন কবির।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বলেন, ‘নিহত দুজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
এদিকে বগুড়া সদর থানার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন জানান, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সৈকত পরিবহনের বাস শনিবার রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের কালিবালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও ২০ জন যাত্রী আহত হন।
তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির নাম মিলন হোসেন। তিনি গাইবান্ধা সদর এলাকার বাসিন্দা। তিনি সৈকত নামে ঢাকাগামী বাসে ঢাকায় যাচ্ছিলেন।
আরও পড়ুন: জানুয়ারিতে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
চাঁদপুরে বোনকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ভাইয়ের
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশসহ নিহত ৩
নওগাঁর পত্নীতলা ও সাপাহারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার সদর ইউনিয়নের পরাণপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে ও শিহারা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ছুরত আলী (৫০), একই উপজেলার গোবিন্দবাটি গভীড়াকুড়ি গ্রামের দছিম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪২) এবং একই উপজেলার কাষ্টবই ডাঙ্গাপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৪৫)।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
পত্নীতলা থানা-পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলার আগ্রাদ্বিগুণ-সাপাহার সড়কের শিহারা বাজার মোড় এলাকায় আকবর আলীর পানের দোকানে পান কিনতে যান গ্রাম পুলিশ ছুরত আলী। এ সময় ট্রান্সকম ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই পানের দোকানে ঢুকে যায়। এ সময় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় ওই দোকানিসহ আহত হন আরও তিনজন। দুমড়ে-মুচড়ে যায় দোকানটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করায়। সেখানে গোলাম মোস্তফা নামে একজনের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ব্যাপারে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর বলেন, নিহত ফারুক হোসেন পোরশা উপজেলার বালিয়াচান্দার নিজ আমবাগান থেকে সাপাহার বাজারের দিকে মোটরসাইকেলযোগে আসছিলেন। এ সময় পথিমধ্যে উপজেলার তেঘরিয়া নামক স্থানে অপর দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ফারুক হোসেন নিহত হন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি আটক করে চালক ও সহকারীকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবার থেকে কোনো অভিযোগ না করায় বিনা ময়নাতদন্তে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চালক ও সহকারীর বিরুদ্ধে পত্নীতলা থানায় একটি মামলা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
নাটোরে সড়ক দুর্ঘটনায় পাওয়ার টিলার চালক নিহত
টাঙ্গাইলে মহিষের আক্রমণে আ.লীগ নেতাসহ নিহত ৩
টাঙ্গাইলের দেলদুয়ারে পাগলা মহিষের আক্রমণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার রাতে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং ঢাকায় নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এর আগে মহিষের আক্রমণে রবিবার বিকালে হাজেরা বেগম নামের এক নারীর মৃত্যু হয়।
নিহতরা হলেন-উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তারুটিয়া গ্রামের বাসিন্দা হাসমত আলী খান, একই এলাকার কিতাব আলী এবং আজগর আলীর স্ত্রী হাজেরা বেগম।
আরও পড়ুন: মহিষের গুঁতোয় আহত সাবেক এমপি বদি
স্থানীয়রা জানায়, দেলদুয়ারের এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়া কৃষিকাজের জন্য এক জোড়া মহিষ কেনেন। রবিবার একটি মহিষ দড়ি ছিঁড়ে পালিয়ে যায়।
এ সময় লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামের মানুষের ওপর হামলা চালায়। পরে মহিষটিকে ধরতে গিয়ে দুই ঘণ্টায় নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আলী মৃধা বলেন, সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। এর আগে রবিবার বিকালে এক নারী মারা গেছেন।
এ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এলো দেড় শতাধিক মহিষ!
বরিশালে চুরি যাওয়া ৭৪টি গরু মহিষ উদ্ধার
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে আরএমপি কর্ণহার থানার অধীন পবা উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) এবং কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী (২৬)।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন জানান, রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী শাহিন ও সোহাগ মারা যান।
গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আর নিহত তিনজনের লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৮
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
হবিগঞ্জে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শাহপুরে মেটাডর কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কমলাটিলা গ্রামের মাইক্রোবাস চালক সাদির আলী (২৫); কমলগঞ্জ উপজেলার বড়ছড়া গ্রামের আব্দুস সালাম (৩২); আবদুস সালামের স্ত্রী সাদিয়া (২১); তাদের দুই বছরের মেয়ে হাবিবা ও সাদিয়ার ভাই আতিকুর রহমান শিহাব (১৫)।
হতাহতদের স্বজন আশরাফুল আলম জানান, মাইক্রোবাসের যাত্রীরা সবাই আত্মীয়। তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি রাজু নামের এক আত্মীয়কে রিসিভ করে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৭
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় ঐ স্থানে একটি মালবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। অপর দিকে মৌলভীবাজারগামী একটি মাইক্রোবাসের ধাক্কা লাগলে এটি ধুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক ও চার যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও বলেন, আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় ২ মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
হবিগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছে।
বুধবার জেলার বিরামপুরে বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুইজন এবং বীরগঞ্জের কাভার্ডভ্যানের ধাক্কায় আরেকজন মোটরসাইকেল চালক নিহত হয়।
আরও পড়ুন: নভেম্বরে দুর্ঘটনায় ৭০৯ জন নিহত, ৮৪০ জন আহত
নিহতরা হলেন- দিনাজপুর শহরের রেলকোলীর বাসিন্দা লোকমানের ছেলে সোহেল (৩৮), আরোহি সেলিনা (২৮) সিপাহী পাড়ার রুস্তম আলীর মেয়ে এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের বাসিন্দা মৃত বেলাল হোসেনের ছেলে মাওলানা হযরত আলী (৫৬)।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, দিনাজপুরে বিআরটিসি বাসের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় মোটর সাইকেল চালক ও এক নারী আরোহী নিহত হয়েছে। বুধবার সকাল পৌনে ৯ টার দিকে বিরামপুরের টাটকপুরের বেলডাঙ্গা মোড়ে এ ঘটনাটি ঘটে।
বুধবার সকাল ৮ টার দিকে দিনাজপুরের বীরগঞ্জের ভূল্লিরহাটের বড় করিমপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গ্রামের বাড়ী থেকে মোটরসাইকেল চালিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গন্তব্যে যাবার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন মাওলানা হযরত আলী। মোটরসাইকেলে একাই ছিলেন তিনি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটক নিহত
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫