নওগাঁর মান্দায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মহাদেবপুরের ফাজিলপুর গ্রামের শাকিল হোসেন, কালুশহর গ্রামের জাহিদুল ইসলাম ও মান্দা উপজেলার সতিহাট এলাকার নুর আলম।
স্থানীয়রা জানায়, নিহতরা পেশায় রং মিস্ত্রি। তারা কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় মান্দা উপজেলার চৌবাড়িয়াহাটে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বাকিদের রাজশাহী মেডিকেলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
আরও পড়ুন: ভোলায় ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
লাশগুলো বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।