শেরপুরে সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় ভাই-বোনসহ তিনজন নিহত এবং মা-সন্তানসহ চারজন আহত হয়েছেন।
নকলা উপজেলার পাইশকা বাইপাস এলাকায় বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুবিনা বেগম (২০), তার ছোট ভাই শেরপুরের পলাশিয়া গ্রামের তাজেন মিয়া (১৫) এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তায়েরা বেগম (১০)।
আরও পড়ুন: মানিকগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত ২
আহতরা হলেন- তায়েরা বেগমের মা উম্মে সালমা (৪০), বোন তোবা বেগম (১৬) ও ভাই ছাবিদ (৩) এবং ফুলপুরের সাহাপুর গ্রামের আলাউদ্দিন (৪০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে পাইশকা বাইপাস মোড়ে পিকআপ ও অটোরিকশার সামনাসামনি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তায়েবা ও তাজেন মারা যায়।
এরপর আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে নেওয়ার পথে সুবিনা নামের ওই নারীর মৃত্যু হয় বলে জানান ওসি।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত