রাস্তায় করোনা রোগী
অক্সিমিটার কিনতে রাস্তায় করোনা রোগী
করোনার সংক্রমণ ঠেকাতে যেখানে সারাদেশে চলছে লকডাউন। এরই মধ্যে বরিশালে করোনা আক্রান্ত এক রোগী অক্সিমিটার কিনতে বের হয়েছেন রাস্তায়।
শুক্রবার বিকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঘটে এই ঘটনা।
আরও পড়ুন: করোনাঃ বরিশালে ২৪ ঘন্টায় শনাক্ত ২৮৬, উপসর্গসহ মৃত্যু ১২
আইনশৃংখলা বাহিনীর চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখে পড়লে এ তথ্য জানা যায়। পরবর্তীতে চেক পোস্টে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই করোনা রোগীকে চেকপোস্টে দাঁড় করিয়ে নিজের গাড়ি পাঠিয়ে অক্সিমিটার কিনে ওই করোনা রোগীকে বুঝিয়ে দেন।
করোনা আক্রান্ত ওই রোগী তিনি নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা ও রুপালী ব্যাংকের সাগরদি ব্রাঞ্চের কর্মকর্তা ।
আক্রান্ত ওই রোগী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় স্ত্রী ও সন্তানকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরে করোনা পজিটিভ রিপোর্ট আসায় স্বজন না থাকায় বেশ বিপাকে পরেন তিনি। তাই শরীরে অক্সিজেনের মাত্রা জানতে অক্সিমিটার কিনতে বাইরে বের হন।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান বলেন, ‘ওই রোগী নিজের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে অক্সিমিটার কিনতে যাওয়ার সময় নথুল্লাবাদ চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তিনি করোনা আক্রান্ত এবং অক্সিমিটার কিনতে বের হয়েছে বলে জানান। পরে আমার গাড়ি পাঠিয়ে তার জন্য অক্সিমিটার কিনে এনে তাকে প্রদান করি।’
আরও পড়ুন: বরিশাল বিভাগে করোনায় মৃত্যু ৩০০ ছাড়াল
তিনি আরও বলেন, ‘আমি তাকে আমার নম্বর দিয়েছি, যেকোনওে ধরনের সহযোগিতার আমরা আছি। পরে ওই ব্যাংক কর্মকর্তা বাড়ি ফিরে যান।’
৩ বছর আগে