ট্যাক্স
অনলাইনে ই-টিন সার্টিফিকেট করার পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র
টি-আই-এন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারসহ একজন আয়কর যোগ্য নাগরিক কোন কর অঞ্চলের আওতাভুক্ত তার যাবতীয় তথ্য সম্বলিত নথিপত্রটিকে সংক্ষেপে টিন সার্টিফিকেট বলা হয়। প্রাথমিকভাবে নাগরিকটি কর দেয়ার জন্য উপযুক্ত হয়েছেন কিনা তা যাচাইয়ের জন্য সরকারের নিকট ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়। এই রিটার্ন জমা দানের সময় টিন সংখ্যাটির প্রয়োজন হয়। রিটার্নে প্রদানকৃত তথ্যের ভিত্তিতে নাগরিকের উপর কর ধার্য হয়। প্রতি অর্থ বছরে তিনি সেই পরিমাণ কর দিতে বাধ্য থাকেন। অর্থাৎ সামগ্রিক কর ব্যবস্থার মূলে আছে টিন সনদপত্র। বর্তমানে ইন্টারনেট থেকে এর ইলেকট্রনিক সংস্করণও সংগ্রহ করা যায়, যা ই-টিন নামে পরিচিত। এই নিবন্ধটিতে অনলাইনে ই-টিন সার্টিফিকেট করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
কাদের জন্য ই-টিন করা জরুরি
যেহেতু আয়করযোগ্য প্রতিটি ব্যক্তিকেই রিটার্ন জমাদানের জন্য টিন করতে হয়, তাই প্রথমেই জেনে নেয়া জরুরি কাদের জন্য আয়কর দেয়া আবশ্যক।
আয়করযোগ্য ব্যক্তি
অনিবাসী বাংলাদেশীদের যাদের স্থায়ী ভিত্তি আছে, হিন্দু যৌথ পরিবার, ব্যক্তি সংঘ, অংশীদারী ফার্ম এবং আইনত সৃষ্ট কৃত্রিম ব্যক্তি, যাদের আয়কৃত টাকার পরিমাণ ২ লাখ ৫০ হাজারের উপরে। তবে এদের মধ্যে
· মহিলা এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের ব্যক্তিদের আয়ের পরিমাণ ৩ লাখ টাকার উপরে হতে হবে
· প্রতিবন্ধিদের আয়ের পরিমাণ ৩ লাখ ৭৫ হাজার টাকার উপরে হতে হবে
· গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আয়কৃত টাকার পরিমাণ ৪ লাখ ২৫ হাজারের উপরে হতে হবে|
পড়ুন: বাংলাদেশে ই-পাসপোর্ট করার নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্র ও খরচ
ই-টিন সনদ যাদের জন্য আবশ্যক
· মোটরযানের মালিকানা লাভ করলে
· মূল্য সংযোজন করের অধীনে নিবন্ধিত ক্লাবের সদস্য পদ থাকলে
· ব্যবসা বা পেশা পরিচালনার নিমিত্তে সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স প্রাপ্ত হলে
· ডাক্তার, দন্ত বিশেষজ্ঞ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার বা অন্য কোন অনুরূপ পেশাদার সংস্থার সাথে নিবন্ধিত হলে
· আয়কর অনুশীলনকারী বোর্ডের সাথে নিবন্ধিত হলে
· চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা ট্রেড অ্যাসোসিয়েশন বা সংস্থার সদস্যপদের অধিকারি হলে
· পৌরসভা, সিটি কর্পোরেশন বা সংসদ সদস্যবৃন্দ হলে
· স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারী বা আধা-সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত দরপত্রে অংশগ্রহণকারি হলে
· কোম্পানি বা কোম্পানির একটি গ্রুপের পরিচালনা পর্ষদের কর্মকর্তা হলে
· ব্যাংক থেকে প্রাইজ বন্ড বা সেভিং সার্টিফিকেট কিংবা ক্রেডিট কার্ডধারী হলে|
পড়ুন: শিশুদের ই-পাসপোর্টের নিয়ম
ই-টিন সার্টিফিকেট থাকার সুবিধা
· এই শংসাপত্রটি থাকলে যে কেউ ব্যাংক থেকে ২ লাখ বা তার বেশী অঙ্কের টাকার সঞ্চয়পত্র তৈরি করতে পারবে
· ক্রেডিট কার্ড গ্রহণ করতে পারবে
· কমার্শিয়াল ব্যাংক অথবা লিজিং কোম্পানি থেকে ঋণ গ্রহণ করতে পারবে
· সাধারণ বীমার সার্ভেয়ারের লাইসেন্স নিতে পারবে
· কোম্পানি আইন ১৯৯৪-এর আওতায় কোম্পানীর স্পন্সর পরিচালক এবং যে কোন শেয়ারহোল্ডারের সংশ্লিষ্ট কোম্পানীর পরিচালক হতে পারবে
· আমদানি সংক্রান্ত ব্যবসা ক্ষেত্রে আমদানিপত্র নিবন্ধন করতে পারবে
· আবশ্যিক না হলেও ব্যাংকে সেভিংস ও কারেন্ট একাউন্ট পরিচালনা করতে টিনের প্রয়োজন হয়। তবে এই একাউন্টগুলোতে টিন থাকার সুবিধা হলো- অধিক পরিমাণ লেনদেন করা যায়, সুদের উপর কম ট্যাক্স ধার্য হয় প্রভৃতি।
· ব্যাংকে জমাকৃত অর্থের উপর অর্জিত সুদ বা লাভ থেকে বর্তমানে ১৫ শতাংশ ট্যাক্স ধার্য করা হয়। এখানে টিন থাকলে সেই সুদ বা লাভের উপর ধার্যকৃত ট্যাক্স কমে ১০ শতাংশ হয়।
পড়ুন: জন্ম নিবন্ধন ইংরেজি করার ডিজিটাল পদ্ধতি
অনলাইনে ই-টিন সার্টিফিকেট করার উপায়
ই-টিন করতে যা যা প্রয়োজন
অনলাইনে টিন সার্টিফিকেট করার জন্য শুধু এনআইডি (ন্যাশনাল আইডেন্টিটি) কার্ড সাথে থাকলেই হয়। তবে ব্যবসা বা কোম্পানির ক্ষেত্রে আরো কিছু কাগজপত্রের প্রয়োজন পড়ে। যেমন-
· ম্যামোর্যান্ডাম অফ আর্টিকেল (এমওএ)
· আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন (এওএ)
· ট্রেড লাইসেন্স
· ইনকর্পোরেশন সার্টিফিকেট|
ধাপে ধাপে ই-টিন সার্টিফিকেট করার ডিজিটাল পদ্ধতি
প্রথম ধাপ:
ই-টিন করার জন্য প্রথমে যেতে হবে জাতীয় রাজস্ব বোর্ড-এর ওয়েবসাইটে। এই সাইটের অধীনে নিজের একটি অ্যাকাউন্ট খোলার জন্য আগে নিবন্ধন করতে হবে। তার জন্য ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে। এবার একটি নিবন্ধন ফর্ম পাওয়া যাবে, যেখানে মাঝে কোন স্পেস ছাড়াই ইংরেজি ছোট হাতের অক্ষরে একটি আইডি, পাসওয়ার্ড, নিরাপত্তা প্রশ্নোত্তর, দেশ এবং মোবাইল নাম্বার দিতে হবে।
পড়ুন: বয়স্ক ভাতার জন্য আবেদন করার নিয়ম
সবশেষে ক্যাপচা ছবি দেখে ইংরেজি বড় হাতের অক্ষরে ভেরিফিকেশন লেটার লিখার পর রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যেই ফর্মে প্রদানকৃত মোবাইল নাম্বারে একটি যাচাইকরণ কোড আসবে। এই কোডটি নির্ভুলভাবে ফর্মের নির্দিষ্ট স্থানে বসিয়ে সক্রিয় বাটনে চাপ দিতে হবে। আর এর মাধ্যমেই নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং সেই সাথে প্রার্থীর অ্যাকাউন্টও সক্রিয়ও হয়ে যাবে।
দ্বিতীয় ধাপ:
এখন সেই আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগইন করতে হবে। তারপর যে ইন্টারফেসটি আসবে তাতে উল্লেখিত এখানে ক্লিক করুন বোতামে ক্লিক করতে হবে। এরপর যে পেজটি আসবে সেখানে
করদাতার অবস্থা, রেজিস্ট্রেশনের ধরন, আয়ের প্রধান উৎস, আয়ের প্রধান উৎসের অবস্থান, প্রার্থীর অবস্থান নির্বাচন করতে হবে। সব তথ্য সঠিক ভাবে প্রদান করে শেষে গো টু নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
এবার প্রার্থীর ব্যক্তিগত তথ্য দেয়ার পালা। এখানে এনআইডি অনুসারে প্রার্থীর নাম, লিঙ্গ, এনআইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ, পিতা-মাতার নাম, স্ত্রীর নাম, মোবাইল নাম্বার, ইমেল এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রতিটি তথ্য নির্ভুল ভাবে প্রদান করতে হবে। এরপর আবার গো টু নেক্সট-এ যেতে হবে।
এখন এতক্ষণ ধরে প্রদানকৃত যাবতীয় তথ্য এনআইডি কার্ডে প্রার্থীর ছবি সহ একবারে দেখানো হবে। সবকিছু ভালো করে যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আর এর মাধ্যমে তৈরি হয়ে যাবে ই-টিন সার্টিফিকেট।
পড়ুন: স্মার্ট আইডি কার্ড: জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে যেভাবে সংশোধন করবেন
ই-টিন সার্টিফিকেট সংগ্রহ
টিন সার্টিফিকেট দেখুন-এ ক্লিক করে ইলেকট্রনিক টিন সার্টিফিকেটটি দেখা যাবে। এটি এখন বা পরবর্তীতে যে কোন সময় ডাউনলোড করে ফোন বা কম্পিউটারে সংরক্ষণ করা যাবে। এছাড়াও বিভিন্ন কাজে লাগানোর জন্য এটি মুদ্রণ করেও ব্যবহার করা যাবে৷ এমনকি এখান থেকে নিজের বা প্রয়োজনে অন্য কোন ইমেইলেও ই-টিন সনদটি পাঠানো যাবে।
ই-টিন নাম্বার পুনরুদ্ধার করার উপায়
টিন শংসাপত্র হারিয়ে গেলে সাহায্যের জন্য এনবিআর হেল্পলাইন হচ্ছে- ০৯৬১১৭৭৭১১১ বা ৩৩৩। এছাড়া প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ১টি অনুলিপি সহ ট্যাক্স অফিসে যোগাযোগ করা যেতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে নিবন্ধনকৃত অ্যাকাউন্টের আইডি/ইউজারনেম এবং পাসওয়ার্ড ভুলে গেলে, প্রথমে ইউজার আইডি তারপর পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হবে। এর জন্য ই-টিন সার্টিফিকেট করার সাইটে এ আবার যেতে হবে।
পড়ুন: ট্রেড লাইসেন্স করার পদ্ধতি: প্রয়োজনীয় কাগজপত্র, খরচ ও সময়
সেখানে সরাসরি চলে যেতে হবে ফরগেট পাসওয়ার্ড মেন্যুতে। সেখানে ফরগেট মাই ইউজার নেম বাছাই করে নেক্সট-এ ক্লিক করতে হবে। তারপরের পেজে অ্যাকাউন্ট নিবন্ধনের মুহুর্তে প্রদানকৃত মোবাইল নাম্বারটি দিয়ে ক্যাপচা পূরনের করে নেক্সট-এ ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার মনে না থাকলে সাম্প্রতিক সময়ে নিজের ব্যবহৃত মোবাইল নাম্বারগুলো দিয়ে চেষ্ঠা করা যেতে পারে।
যে মোবাইল নাম্বারটি টিনের জন্য আগে ব্যবহার করা হয়নি সে নাম্বারের ক্ষেত্রে ইউজার আইডি ইনঅ্যাক্টিভ মেসেজ দেখাবে। কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি পাওয়া গেলে তা প্রদানের পর নিরাপত্তা প্রশ্নের উত্তর দেয়ার পেজ আসবে। এই অংশটি সাধারণত সবারই মনে থাকে, কারণ নিজের ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত খুব সহজে মনে থাকে এমন তথ্যই সবাই এখানে দিয়ে রাখে।
প্রশ্নের উত্তর সঠিক দেয়ার পর এবার মোবাইল নাম্বার যাচাই করার জন্য প্রার্থীর মোবাইলে ৪ অঙ্কের একটি যাচাইকরণ কোড যাবে। এই কোডটি লিখে মোবাইল নাম্বারটি পুনরায় টাইপ করে সাবমিটে ক্লিক করতে হবে। এর সাথে সাথেই দেখা যাবে টিন অ্যাকাউন্টের ইউজার আইডিটি।
পড়ুন: মোটর ড্রাইভিং লাইসেন্স করার পদ্ধতি: প্রয়োজনীয় কাগজপত্র ও খরচ
এবার পাসওয়ার্ড বের করার জন্য আবার ফরগেট পাসওয়ার্ড মেন্যুতে যেতে হবে। তারপরের পেজে ফরগেট মাই পাসওয়ার্ড অপশনটি বাছাই করে নেক্সটে যেতে হবে। এবারে সবেমাত্র বের করা ইউজার আইডি দিয়ে ভেরিফিকেশন অক্ষরগুলো লিখে নেক্সটে যাওয়ার সাথে সাথে প্রার্থীর মোবাইলে ৪ অঙ্কের ভেরিফিকেশন কোড যাবে। কোডটি লিখে রিকভার মাই অ্যাকাউন্ট-এ ক্লিক করার পর যে পেজটি আসবে সেখানে কমপক্ষে ৪টি অক্ষর বা সংখ্যা দিয়ে বানিয়ে নেয়া যাবে একটি নতুন পাসওয়ার্ড।
শেষাংশ
অনলাইনে ই-টিন সার্টিফিকেট করার উপায় একদম সহজ এবং ঝামেলামুক্ত, যা ডিজিটাল বাংলাদেশের একটি দারুণ প্রয়াস। টিন গ্রহণকারীদের যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো- টিন থাকলেই যে আয়কর রিটার্ন দিতে হবে এমনটি নয়। বাংলাদেশে স্থায়ী কোন ভিত্তি নেই এমন অনিবাসি, শুধুমাত্র জমি বিক্রি বা ক্রেডিট কার্ড নেয়ার জন্য টিন নিয়েছেন অথচ করযোগ্য আয় নেই এমন নাগরিকদের টিন থাকা সত্ত্বেও আয়কর রিটার্ন দাখিলের দরকার নেই।
২ বছর আগে
নিত্যপণ্যের ভ্যাট ও ট্যাক্স কমানোর সিদ্ধান্ত আসছে
রমজান মাস সামনে রেখে ভোজ্য তেলসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভ্যাট ও ট্যাক্স কমানোর সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সচিবালয়ে রবিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রী এ তথ্য জানান। অবশ্য কোন পণ্যগুলোর ক্ষেত্রে এ পদক্ষেপ নেয়া হবে তা স্পষ্ট করেননি তিনি।রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে এ বৈঠকে বসে মন্ত্রিপরিষদ বিভাগ। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং পুলিশ প্রধান বেনজির আহমেদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভার পরে সাংবাদিকদের করা এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা দীর্ঘ আলোচনা করেছি। আপনারা জানেন সারা বিশ্বেই ভোজ্য তেলের দাম বাড়ছে। এই দাম বৃদ্ধির কোনো মাত্রা নেই। আমরা প্রতিদিনই দেখছি দাম বাড়ছে। এর ইফেক্ট আমাদের দেশেও আসছে। অন্যান্য জিনিসের দামও রোজায় বাড়তে পারে, এটা মাথায় রেখেই আমরা বসেছিলাম।
পাশাপাশি এই আলোচনার মাধ্যমে ট্যাক্স ও ভ্যাটের কথা এসেছে। এটা কমানো যায় কিনা সেটা নিয়েও আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি খুব শিগগিরই। প্রয়োজনীয় ক্ষেত্রে ট্যাক্স ও ভ্যাট কমানো বা তুলে নেয়া নিত্যপণ্যের ওপর ভোজ্য তেল বা চিনি বা আরও কিছু যদি চলে আসে সেগুলোর উপরে কিভাবে কতটুকু কমানো যায় আমরা খুব শিগগিরই একটি ঘোষণা দেবো। এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আরও পড়ুন: নিত্যপণ্যের লাগামহীন দামে নাকাল ভোক্তারা
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা ২ ফেব্রুয়ারি তেলের দাম নির্ধারণ করে দিয়েছি, এটাই তার আগের মাসের অর্থাৎ জানুয়ারি মাসের ইমপোর্ট প্রাইজের ওপরে করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাড়ার পরিপ্রেক্ষিতে কিছু ব্যবসায়ী সুযোগ নেয়ার চেষ্টা করছে এটা সত্যি।আমরা কিন্তু প্রাইজ ফিক্স করেছি কথাবার্তা বলেই। আলোচনা হয়েছে আমরা কোথাও স্টক হোল্ড করতে দেবো না। কোনো সুযোগ নিতে দেবো না। এ জন্য সিদ্ধান্ত হয়েছে যেখানেই এ চেষ্টা করা হবে আমরা ইন্টারফেয়ার করবো। এমন না যে আজকে দাম বেড়েছে বলে তারা বাড়াচ্ছে, তারা চেষ্টা করছে আগের হিসাব ধরে বাড়ানোর।’তিনি বলেন, আলোচনা হয়েছে কিভাবে এটা সাশ্রয়ী মুল্যে সাধারণ মানুষের কাছে দেয়া যায়। সরকার যেটা করতে পারে সেটা হলো ভ্যাট-ট্যাক্সের ব্যাপারে। এ বিষয়ে একটি পজিটিভ সিদ্ধান্ত হয়েছে, আশা করছি কালকের মধ্যেই এটা নিয়ে উদ্যোগ নিতে পারবো।তবে আমি জানাতে চাই, এ সুযোগ নিয়ে কোনো অসাধুতা যেন প্রশ্রয় না পায়, এরজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। প্রত্যেক জায়গায় আমরা একটি টাস্কফোর্স গঠন করবো যাতে কেউ সুযোগ নিতে না পারে।’
এ সময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল, গ্যাসসহ বেশ কিছু পন্যের সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যে যুদ্ধ তাতে আমাদের তেল ও গ্যাসের সরবরাহ কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে। এটা সারা বিশ্বেই হচ্ছে। আমরাও এখানে এফেক্টেড হচ্ছি বা হবো। এরপর গমের সাপ্লাই, যেহেতু এগুলো ইউক্রেন ও রাশিয়া থেকে আসতো আমরা একটু অসুবিধায় পড়তে পারি। দাম বৃদ্ধি হতে পারে। আমরা এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এজন্যই এই সভায় আমরা বসেছি।’স্বরাস্ট্রমন্ত্রী বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয়েছে, আমরা এখন থেকেই ওএমএস কার্যক্রম বৃদ্ধি করবো যাতে করে আমরা স্ব্ল্প মুল্যে জনগণের হাতে পণ্য পৌঁছে দিতে পারি। দ্রব্যের যে সাপ্লাই চেইন, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবো। আমরা প্রডাক্ট স্টক নিয়ন্ত্রণ করবো। কেউ যাতে মজুদ বেশি রেখে পণ্যের মূল্য বাড়াতে না পারে।’
আরও পড়ুন: রাজধানীতে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাকাল সাধারণ মানুষ
তিনি বলেন, ভোজ্য তেলের দামের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। একটা পরিসংখ্যান দিতে চাই, সয়াবিন তেল এক বছর আগে ছিল ১২৩৫ ডলার প্রতি টন, পামওয়েল ছিল ১০৩২ ডলার প্রতিটন। এবছরের ৯ মার্চ ভোজ্যতেল হয়েছে ১৯৩৫ ডলার প্রতিটন, আর পামওয়েলে হয়েছে ১৮৯৭ ডলার প্রতিটন। ভোজ্য তেল ১০ শতাংশও আমাদের দেশে হয় না। আমরা পুরোটাই আমদানি নির্ভর। কাজেই পরিস্থিতি কি হতে পারে আপনারা উপলব্ধি করছেন। যে কোনো উপায়ে দাম যেন অস্বাভাবিক বৃদ্ধি না হয় এটা আমরা নজর রাখবো।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোজায় চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে তড়িৎ আমদানির ব্যবস্থাও আমরা করছি। আমরা মোটামুটি সবাইকে উৎসাহ দেবো যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে তারা আমদানি করে মার্কেট স্থিতিশীল রাখে। আমাদের আরেকটি অসুবিধা হতে পারে, গমের সরবরাহ। যেহেতু গম ইউক্রেন-রাশিয়া থেকে আসে এখানেও সমস্যা হতে পারে। চাল-গমের বাজারটাও যাতে স্থিতিশীল থাকে তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো।রোজার সময় যাতে বিদ্যুত সরবরাহ কমে না যায়। আপনারা বুঝতে পারছেন যে ডিজেলের সরবরাহ কমে যেতে পারে। আমাদের গ্যাসের সরবরাহও কমে যেতে পারে। এগুলো ঠিক রাখার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি যাতে বিদ্যুতের ঘাটতি না হয়, জনগণ যেন অসুবিধায় না পরে।
আরও পড়ুন: রমজানের আগেই যশোরে নিত্যপণ্যের দাম বৃদ্ধি
২ বছর আগে
পেনশন প্রকল্প জনগণের টাকা লুটপাটের ষড়যন্ত্র: বিএনপি
জনগণের টাকা লুটপাটের নতুন চক্রান্তের অংশ হিসেবে সরকার সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন প্রকল্প চালু করার পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি।
এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সরকার জোরপূর্বক গুমসহ নিপীড়নমূলক কর্মকাণ্ডকে বৈধতা দিতে ট্যাক্সদাতার টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করছে।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং ইউটিলিটি পরিষেবার ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ১১ দিনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, সরকার সর্বজনীন সাধারণ পেনশন চালু করবে কিনা সে সম্পর্কে একটি মিডিয়া রিপোর্ট দেখেছি। তারা এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না। তবে বুঝতে পারছি তারা জনগণের টাকা লুটপাটের জন্য আরেকটি কৌশল অবলম্বন করতে যাচ্ছেন।
আরও পড়ুন: দেশের সব নাগরিকের জন্য পেনশন ব্যবস্থা শিগগিরই: অর্থমন্ত্রী
তিনি বলেন, সরকার ৬০ বছর পর্যন্ত প্রতি মাসে এক হাজার টাকা করে নেবে। ‘যদি কেউ ৬০ বছর বয়সের আগে মারা যায়, তবে তাদের অর্থ ফেরত দেয়া হবে না।এর অর্থ তারা কীভাবে জনগণের অর্থ লুট করা যায় এবং তাদের পকেট কাটা যায় সে বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন।’
বিএনপি নেতা বলেন, সরকার জনগণের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিতে পারছে না। বরং, তারা মানুষকে বিপদে ফেলছে।
হত্যা এবং জোরপূর্বক গুমের মতো দমন-পীড়নগুলিকে বৈধ করা এবং জনগণকে চুপ রাখতে সরকার লবিস্ট নিয়োগ করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি নেতা বলেন, একের পর এক ফাঁস হয়ে যাওয়া অপকর্ম আড়াল করতে পারবে না সরকার। আপনারা যে পদক্ষেপই নিন বা লবিস্ট নিয়োগ করুন না কেন আপনাদের অপকর্ম আড়াল করার কোনো উপায় নেই।
আরও পড়ুন: সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
২ বছর আগে
১ এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রামে সেট টপ বক্স কার্যকর: তথ্যমন্ত্রী
সম্প্রচার মাধ্যম ডিজিটাল করতে আগামি ১লা এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রামে সেট টপ বক্স কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি কেবল মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রচার মাধ্যম ডিজিটাল করতে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটাকে বাস্তবায়ন করতে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা জানেন এ ব্যাপারে একটি মামলা হয়েছিলো। ডিজিটালাইজড করতে না পারার কারণে এই মাধ্যমের সঙ্গে যারা যুক্ত তারা যেমন বঞ্চিত হচ্ছেন একই সঙ্গে দেশও বঞ্চিত হচ্ছে। সরকার যে ভ্যাট-ট্যাক্স এ খাত থেকে পায় সেটি সঠিকভাবে আদায় হয় না। এটি বছরে প্রায় দেড় থেকে হাজার কোটি টাকার কম নয়। এ জন্য আমরা গ্রাহককে আরও ভালো সেবা দেয়ার জন্য, এই সেবার দেয়ার পেছনে যারা আছে তারাও যাতে তাদের ন্যায্য হিস্যাটা পায় এবং রাষ্ট্র যাতে বঞ্চিত না হয় এ জন্যই এটিকে আমরা ডিজিটালাইজড করতে চাই।’
আরও পড়ুন: আইপিটিভি, ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার নয়: তথ্যমন্ত্রী তিনি বলেন, ‘আজকে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা জানেন যে এ উদ্যোগ নেয়ার পর একটি মামলা হয়েছিলো হাইকোর্টে। আমাদের উদ্যোগের উপর একটি স্থগিতাদেশ এসেছিলো। সেটি আমরা মন্ত্রণালয় থেকে ফেইস স্থগিত হয়েছে। অর্থাৎ এখন ডিজিটালাইজড করার ক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই।মন্ত্রী বলেন, ‘আমরা একটি টাইম ফ্রেম নির্ধারণের ক্ষেত্রে আলোচনায় বসেছি। যে আলোচনাটা হয়েছে সেটি হচ্ছে, আমরা গ্রাহককে দু মাস সময় দিয়ে, অর্থাৎ আজ হলো ১লা ফেব্রুয়ারি, ঢাকা এবং চট্টগ্রামে ৩১ মার্চের মধ্যে সব গ্রাহককে ডিজিটাল সেট টপ বক্স গ্রহণের লক্ষ্য নির্ধারণ করেছি। ১লা এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রামে যাতে আমরা সেটটপ বক্স সবাইকে দিতে পারি সে লক্ষ্য ঠিক করে সবাই কাজ করবো।ড. হাছান জানান, আরও দু মাস সময় দিয়ে ৩০ মে’র মধ্যে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরগুলোতে একই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। ১লা এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রামের যেসব গ্রাহক সেটটপ বক্স নেবেন না বা বসাবেন না তারা অনেকগুলো চ্যানেল দেখা থেকে বঞ্চিত হবেন। একই বিষয় কার্যকর হবে ১লা জুন থেকে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরগুলোতে। দেশে কয়েক লাখ সেটটপ বক্স এরই মধ্যে আনা হয়েছে যেগুলো মজুদ আছে। আমরা ধাপে ধাপে যাবো। এখানে অগ্রগতিটা দেখে জেলা শহরে কি করা যায় সেটা ঠিক করা হবে।
আরও পড়ুন: শীতকালীন সংসদে গণমাধ্যমকর্মী আইন উত্থাপনের আশাবাদ তথ্যমন্ত্রীর তিনি আরও বলেন, ‘পুরো কেবল অপারেটিং সিস্টেমের জন্য একটি নীতিমালা তৈরির বিষয়টি আজকের আলোচনায় এসেছে। আমরা মনে করি যে একটি নীতিমালা করা প্রয়োজন। আইনের আলোকে একটি নীতিমালা ও পরামর্শক কমিটি করার কথা বলা আছে। আমরা এ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি। এটি করা হবে। আমাদের একটু সময় নিয়ে করতে হবে। স্টেক হোল্ডার যারা আছে তাদের সঙ্গে কথা বলে একটি কমিটি করে দিয়ে আমরা নীতিমালাটা তৈরি করবো।'এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেটটপ বক্স সারা পৃথিবীতে গ্রাহককেই পয়সা দিয়ে নিতে হয়। আমরা আগেও এ বিষয়টি নিয়ে আলোচনা করেছি, সূলভ মুল্যে যাতে দেয়া হয়। ইন্সটলমেন্টে যাতে কেনা যায়। আমি মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে কথা বলেছি, তারা যাতে এখানেই সেটটপ বক্স তৈরি করতে পারে। তারা সে উদ্যোগটা নিচ্ছে।’
২ বছর আগে
১৬ জুলাই থেকে ইউএস-বাংলার কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট শুরু
আগামী ১৬ জুলাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
প্রতি শুক্রবার কুয়ালালামপুরের থেকে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইউএস-বাংলা এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টা ৫০ মিনিটে অবতরণ করবে।
আরও পড়ুনঃ লকডাউনে প্রবাসীদের জন্য অভ্যন্তরীণ রুটে চলছে ইউএস বাংলার ফ্লাইট
করোনাকালীন সময়ে যাত্রীদের যাত্রা শুরু করার আগে ৭২ ঘন্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে এবং ঢাকা আসার পর নিজ খরচে প্রতিষ্ঠানিক অথবা সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুনঃ নূন্যতম খরচে ইউএস বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ
কুয়ালালামপুর থেকে ঢাকার নূন্যতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ৩০,৬৫৮ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এছাড়াও রয়েছে করোনাকালীন সময়ে সকল প্রকার স্বাস্থ্য সতর্কতামূলক নির্দেশনা পুরোপুরি পালন করার বাধ্যবাধকতা ।
১৬৪ আসনের বোয়িং৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ৫ জুন থেকে ওমানে ফ্লাইট শুরু ইউএস বাংলার
উল্লেখ্য আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
৩ বছর আগে