জনগণের টাকা লুটপাটের নতুন চক্রান্তের অংশ হিসেবে সরকার সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন প্রকল্প চালু করার পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি।
এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সরকার জোরপূর্বক গুমসহ নিপীড়নমূলক কর্মকাণ্ডকে বৈধতা দিতে ট্যাক্সদাতার টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করছে।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং ইউটিলিটি পরিষেবার ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ১১ দিনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, সরকার সর্বজনীন সাধারণ পেনশন চালু করবে কিনা সে সম্পর্কে একটি মিডিয়া রিপোর্ট দেখেছি। তারা এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না। তবে বুঝতে পারছি তারা জনগণের টাকা লুটপাটের জন্য আরেকটি কৌশল অবলম্বন করতে যাচ্ছেন।
আরও পড়ুন: দেশের সব নাগরিকের জন্য পেনশন ব্যবস্থা শিগগিরই: অর্থমন্ত্রী
তিনি বলেন, সরকার ৬০ বছর পর্যন্ত প্রতি মাসে এক হাজার টাকা করে নেবে। ‘যদি কেউ ৬০ বছর বয়সের আগে মারা যায়, তবে তাদের অর্থ ফেরত দেয়া হবে না।এর অর্থ তারা কীভাবে জনগণের অর্থ লুট করা যায় এবং তাদের পকেট কাটা যায় সে বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন।’
বিএনপি নেতা বলেন, সরকার জনগণের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিতে পারছে না। বরং, তারা মানুষকে বিপদে ফেলছে।
হত্যা এবং জোরপূর্বক গুমের মতো দমন-পীড়নগুলিকে বৈধ করা এবং জনগণকে চুপ রাখতে সরকার লবিস্ট নিয়োগ করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি নেতা বলেন, একের পর এক ফাঁস হয়ে যাওয়া অপকর্ম আড়াল করতে পারবে না সরকার। আপনারা যে পদক্ষেপই নিন বা লবিস্ট নিয়োগ করুন না কেন আপনাদের অপকর্ম আড়াল করার কোনো উপায় নেই।
আরও পড়ুন: সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর