ক্রিকেট দল
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
সিরিজের প্রথম টেস্টটি ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে আর অক্টোবর ২৯ থেকে দ্বিতীয় টেস্টটি হবে চট্টগ্রামে।
চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি।
ছয় ম্যাচে দুটি জয় নিয়ে বর্তমান পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আট ম্যাচে তিন জয় নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম।
আরও পড়ুন: বিপিএল: সিলেটে গেলেন মাশরাফি, মাহমুদউল্লাহ থাকছেন বরিশালে
তাই, আসন্ন সিরিজটি উভয় দলের জন্য পয়েন্ট টেবিলে তাদের অবস্থান উন্নত করার চমৎকার সুযোগ।
দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ইনজুরির কারণে মিরপুরে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে, সিরিজের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
২৯ অক্টোবর শুরু হতে যাওয়া চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচে বাভুমা ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
বাঁ হাতি পেসার ন্যান্ড্রে বার্গারকে প্রাথমিক দলে রাখা হলেও, ইনজুরির কারণে তিনি বাংলাদেশ সফর মিস করছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে লুঙ্গি এনগিডিকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকান দল এরই মধ্যে ঢাকায় চলে এলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি। ভারতের বিপক্ষে ব্যর্থ সফর শেষে বাংলাদেশ দল দেশে ফিরেছে। সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টিতেই পরাজিত হয়।
আরও পড়ুন: বিক্ষোভের হুমকি সত্ত্বেও সাকিবের নিরাপত্তার আশ্বাস সরকারের
১ মাস আগে
অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ক্রিকেট দল
অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স ইউনিট। গত ১৫ বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশের কোনো ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফর করছে।
শনিবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে দলটি।
দলের সঙ্গে আছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। তিনি এই সফর তরুণ ক্রিকেটারদের জন্য অত্যন্ত কার্যকরী হবে বলে আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন। মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবে বলেও উল্লেখ করেন হান্নান।
এই সফরে বাংলাদেশ এইচপি চার দিনের দুটি ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে এবং ওয়ানডেতে পাকিস্তান শাহিনস এবং নর্দার্ন টেরিটরি দলের বিপক্ষে খেলবে।
প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৯ জুলাই। এরপর দ্বিতীয় ম্যাচ হবে ২৬ জুলাই। ওয়ানডে হবে ১ ও ৬ আগস্ট। আগামী ১১, ১২, ১৪, ১৫, ১৬ ও ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ।
মোট ২৫ জন ক্রিকেটারকে নিয়ে এই সফরের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই খেলোয়াড়দের মধ্যে কয়েকজন ইতোমধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন।
আরও পড়ুন: বিশ্বকাপের আম্পায়ার হওয়ার ইচ্ছা সাথিরা জাকিরের
অস্ট্রেলিয়া সফরের জন্য এইচপি স্কোয়াড:
তিন দলেই আছেন পারভেজ হোসেন ইমন, আরিফুল ইসলাম, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
চার দিনের ও ওয়ানডে ক্রিকেট খেলোয়াড়: এসকে পেভেজ রহমান জীবন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলোয়াড়: তানজিদ হাসান, জিসান আলম, আফিফ হোসেন (ওয়ানডে অধিনায়ক), শামীম হোসেন, আকবর আলী (টি-টোয়েন্টি অধিনায়ক, ওয়ানডে দলের সহঅধিনায়ক), ওয়াসি সিদ্দিক, আবু হায়দার রনি ও মাহফুসুর রহমান রাব্বি (টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক)।
শুধু চার দিনের ক্রিকেট খেলোয়াড়: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু (সহঅধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রেজাউর রহমান রাজা ও হাসান মুরাদ।
শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলোয়াড়: আলিস ইসলাম
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বিসিসিআইয়ের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়ে প্রশংসিত রাহুল দ্রাবিড়
৪ মাস আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাল বিমান বাংলাদেশ
এসিসি অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলকে বিমানবন্দরে শুভেচ্ছা জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসিসি অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ভারতকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি-১৪৮ যোগে দুবাই হতে ঢাকাতে আসেন বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলের যুব চ্যাম্পিয়নরা।
ঢাকাতে অবতারণের পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষথেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের।
এসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক কার্গো মো. কামরুল হাসান খান, (যুগ্ম সচিব) পরিচালক বিক্রয় ও বিপণন মোহাম্মদ সালাউদ্দিন, বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র পার্সার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেন 'এসিসি অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ২০২৩' এ বাংলাদেশের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ: আশিকুরের অসাধারণ সেঞ্চুরিতে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: সাকিবহীন একাদশে সৌম্যকে গুরুত্বপূর্ণ বিবেচনা শান্তর
১০ মাস আগে
শ্রীলঙ্কায় পূর্বনির্ধারিত সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় নাগরিক অস্থিরতার কারণে উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও দেশটিতে পূর্বনির্ধারিত সফর করবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার দেশটির ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার সরকার এই সপ্তাহে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর অস্থিরতার মাঝে দেশটিতে সফরের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার জন্য পরামর্শ দিয়েছে।
আগামী জুন ও জুলাই মাসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের শ্রীলঙ্কায় তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ
ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেছেন, ক্রীড়া সংস্থা, ফেডারেল সরকার এবং শ্রীলঙ্কার ক্রিকেট কর্মকর্তারা দেশটির অবস্থা পর্যবেক্ষণে ‘তীক্ষ্ণ নজর রাখছেন’।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে,‘খেলোয়াড় ও কর্মীদের ব্রিফ করা হয়েছে এবং তিন সপ্তাহ নাগাদ স্কোয়াড ঘোষণা করা হবে। তাছাড়া সূচির কোনো পরিবর্তন নেই।’
বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সংসদকে ক্ষমতায়ন এবং প্রেসিডেন্টশিয়াল ব্যবস্থা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন।
একটি টেলিভিশন ভাষণে তিনি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কার স্থিতিশীলতাকে সমর্থন করার অঙ্গীকার ভারতের
২ বছর আগে
মাশরাফির বাঁ পায়ে ২৭ সেলাই
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ঢাকার বাড়িতে একটি কাচের টেবিলে ধাক্কা লেগে বাজেভাবে কেটে যাওয়ার কারণে তার বাঁ পায়ে ২৭টি সেলাই দেয়া হয়েছে।
সূত্র জানায়, শনিবার বাসার একটি কাচের শো কেসের সঙ্গে মাশরাফির ধাক্কা লাগে। এসময় ওপর থেকে তার পায়ের পেছন দিকে গ্লাস ছিটকে এসে আঘাত করে। এতে তার পা কেটে যায়।
তাৎক্ষণিকভাবে মাশরাফিকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়, সেখানে তার বাঁ পায়ে ২৭টি সেলাই দেয়া হয়।
এই পেসার কবে আবার খেলার জন্য ফিট হবেন তা এখনও স্পষ্ট জানা যায়নি।
অধিনায়ক হিসেবে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেন মাশরাফি। খেলায় তার দল রানার্স আপ হয়।
আরও পড়ুন: সাকিবের প্রশংসায় মাশরাফি
ক্রিকেটের নির্দিষ্ট বল দিয়েই ক্রিকেট খেলতে হবে: মাশরাফি
২ বছর আগে
চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচকে ঘিরে ৭ স্তরের নিরাপত্তা
চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।খেলোয়াড়দের নিরাপত্তা এবং খেলা চলাকালে চট্টগ্রাম মহানগরীতে থাকবে সাত স্তরের নিরাপত্তা। এর মধ্যে হোটেলে থাকবে তিন স্তরের এবং স্টেডিয়ামে থাকবে চার স্তরের নিরাপত্তা। নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত থাকবে সিএমপির ৯০০ পুলিশ সদস্য।বৃহস্পতিবার সিএমপি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এই তথ্য জানান।তিনি বলেন, আগামী ২৬ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। দল দুটি চট্টগ্রামে আসবে ২৩ নভেম্বর। এরপর থেকে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থায় তাদের রাখা হবে। উভয় দল ২৪ ও ২৫ নভেম্বর জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রামে অনুশীল করবে। এরপর ২৬ নভেম্বর একই স্টেডিয়ামে দুদেশের মধ্যকার পাচঁ দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১ ডিসেম্বর দুই দল ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে।
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি বৃহস্পতিবারপুলিশ কমিশনার জানান, বাংলাদেশ -পাকিস্তান ক্রিকেট দলের চট্টগ্রাম সফরকালে ক্রিকেটারদের হোটেল অবস্থান কালে চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউতে তিন স্তরের নিরাপত্তা এবং জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামে চার স্তরের নিরাপত্তা দেয়া হবে। এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে সড়ক পথে এস্কর্ট প্রধান, বিমান বন্দরে নিরাপত্তা, খেলোয়াড় গমনাগমনে নিরাপত্তা ডিউটি, হোটেল কেন্দ্রীক নিরাপত্তা, স্টেডিয়াম কেন্দ্রীক নিরাপত্তা, অনুশীলন ডিউটি, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। এই নিরাপত্তা ব্যবস্থায় কুইক রেসপন্স টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে ৯০০ পুলিশ সদস্য বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের সফর উপলক্ষে সাত স্তরের নিরাপত্তা দিবে।
আরও পড়ুন: মুশফিককে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণাপুলিশ ছাড়াও র্যাব, এপিবিএন, ফায়ার সার্ভিস, এনএসআই, ডিজিএফআই, জেলা প্রশাসন, সিভিল সার্জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীমুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস, চসিক, বিমান বাহিনী, সিডিএ ও ওয়াসাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২ বছর আগে
বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্যাম্পেইন চালু করেছে গ্রামীণফোন
আইসিসি টি -টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ দরজায় কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই একটি অফিসিয়াল জার্সি (রেপ্লিকা) ক্যাম্পেইন চালু করেছে গ্রামীণফোন।
এই ক্যাম্পেইনের আওতায় গ্রামীণফোন ব্যবহারকারীরা মাইজিপি অ্যাপ বা টেলিকম অপারেটরের ওয়েবসাইট ব্যবহার করে ২০৭ টাকা রিচার্জ করে জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল জার্সির রেপ্লিকা জিততে পারবেন।
কার্যক্রমটি ১৪-১৭ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে, সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সময়ে প্রতিদিন যারা নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করবে তাদের পুরস্কৃত করবে গ্রামীণফোন। তবে প্রতি মিনিটের প্রথম গ্রাহকরাই শুধু এই পুরস্কার পাবেন।
প্রতিষ্ঠানটির এক মিডিয়া বিবৃতিতে বলা হয়েছে ক্যাম্পেইন বন্ধ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গ্রামীণফোন বিজয়ীর নাম ঘোষণা করবে। এরপর ১৫ কার্যদিবসের মধ্যে জার্সি বিতরণ করা হবে।
আরও পড়ুন: গ্রামীণফোন ও এটুআই’র উদ্যোগে শিক্ষকদের স্বীকৃতি প্রদান
নেক্সট বিজনেস লিডার খুঁজছে গ্রামীণফোন
৩ বছর আগে
১৭ মাস পর টেস্ট জয় বাংলাদেশের
মাহমুদউল্লাহ, সাদমান ও শান্তর অসাধারণ তিন সেঞ্চুরি এবং মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে রবিবার হারারেতে দুই দেশের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দীর্ঘ ১৭ মাস পর টেস্ট জয়ের স্বাদ পেলো টাইগাররা।
বাংলাদেশের দেয়া ৪৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিনে জিম্বাবুয়ে ৯৪.৪ ওভারে ২৫৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে।
আরও পড়ুনঃ মাহমুদউল্লাহ তাসকিনের বীরত্বে ৪৬৮ রানে থামল বাংলাদেশ
ম্যাচের প্রথম ইনিংসে অপরাজিত থেকে ১৫০ রানের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতে নেন মাহমুদউল্লাহ। ডানহাতি এই অলরাউন্ডার ফরম্যাটে তাঁর সেরা ইনিংসের পর টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে সবাইকে হতবাক করেছেন।
আরও পড়ুনঃ আচরণবিধি লঙ্ঘন: তাসকিন ও মুজারাবানিকে জরিমানা
দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম টেস্টে অভিষেক সেঞ্চুরি করে ১১৫ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত তার দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পান ১১৭ রান করে। এই জুটির সন্মিলিত সংগ্রহ ১৯৬ রান বাংলাদেশকে ৪৭৬ রানের বড় স্কোর গড়তে সহায়তা করে।
৩ বছর আগে