মাহমুদউল্লাহ, সাদমান ও শান্তর অসাধারণ তিন সেঞ্চুরি এবং মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে রবিবার হারারেতে দুই দেশের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দীর্ঘ ১৭ মাস পর টেস্ট জয়ের স্বাদ পেলো টাইগাররা।
বাংলাদেশের দেয়া ৪৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিনে জিম্বাবুয়ে ৯৪.৪ ওভারে ২৫৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে।
আরও পড়ুনঃ মাহমুদউল্লাহ তাসকিনের বীরত্বে ৪৬৮ রানে থামল বাংলাদেশ
ম্যাচের প্রথম ইনিংসে অপরাজিত থেকে ১৫০ রানের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতে নেন মাহমুদউল্লাহ। ডানহাতি এই অলরাউন্ডার ফরম্যাটে তাঁর সেরা ইনিংসের পর টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে সবাইকে হতবাক করেছেন।
আরও পড়ুনঃ আচরণবিধি লঙ্ঘন: তাসকিন ও মুজারাবানিকে জরিমানা
দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম টেস্টে অভিষেক সেঞ্চুরি করে ১১৫ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত তার দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পান ১১৭ রান করে। এই জুটির সন্মিলিত সংগ্রহ ১৯৬ রান বাংলাদেশকে ৪৭৬ রানের বড় স্কোর গড়তে সহায়তা করে।