মাধবপুর
হবিগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ১
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পৌনে ৫টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সড়ক বাজারে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- ছাতিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গ্রামের সোহেল মিয়ার স্ত্রী শান্তা (৩০) এবং তার ভাই রুবেল মিয়ার মেয়ে সাদিয়া (১৩)। তারা সম্পর্কে চাচি-ভাতিজি।
আহত শারমীন আক্তার (৪৫) সোহেল ও রুবেল মিয়ার মা।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনজুর আহ্সান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ছাতিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গ্রামের রহমত আলী ও শারমীন আক্তার দম্পতির দুই ছেলে সোহেল মিয়া ও রুবেল মিয়া। ঘটনার দিন রহমত আলী তার স্ত্রী শারমীন আক্তার, তার পুত্রবধূ শান্তা আক্তার ও নাতনী সাদিয়া আক্তারকে নিয়ে শিমুলঘর গ্রামে ছেনু মিয়ার বাড়িতে দাওয়াতে যান।
দাওয়াত বাড়ি থেকে ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারে পৌঁছামাত্র বজ্রপাত হয়। এসময় তাদের তিনজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মো. রকিবুল ইসলাম শান্তা ও সাদিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত শারমীন আক্তারকে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, নিহতের পরিবারকে সরকারি তহবিলের সহায়তা দেওয়া হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুড়িগ্রামে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত
১ বছর আগে
হবিগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল অনুমান সাড়ে ১০টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের জহিরুলের ছেলে আরিফ (৫) এবং একই গ্রামের নাজির মিয়ার মেয়ে কারিমা (৭)।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুরে ডুবে ফুপু-ভাতিজির মৃত্যু
স্থানীয়রা জানান, আরিফ ও কারিমা বাড়ির পাশে খেলা করছিল। সেখানে জমির মাটি কেটে একটি গভীর গর্ত তৈরি করা হয়েছিল। সম্প্রতি গভীর গর্তটিতে পানি জমে ডোবায় পরিণত হয়েছিল। হঠাৎ করে তারা অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে খোঁজাখুজির পর তাদেরকে উদ্ধার করে।
উদ্ধারের পর তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান চৌধুরী শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহে পুকুরে ডুবে দাদি-নাতনির মৃত্যু
১ বছর আগে
মাধবপুরে ট্রাকচাপায় রিকশার ৩ যাত্রী নিহত
সিলেটের মাধবপুরে ট্রাকচাপায় ব্যাটারি চালিত রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের ফায়ার সার্ভিস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের মফিজুল মিয়া (৩০), একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের আমসু মিয়া (২৮) ও পূর্ব মাধবপুর গ্রামের সামাদ মিয়া (৪৫)।
আরও পড়ুন: রোলার স্কেটিং করতে গিয়ে ট্রলির ধাক্কায় কিশোর নিহত
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্র জানায়, শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের ফায়ার সার্ভিস রোডে একটি ট্রাক ব্যাটারি চালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মফিজুল মিয়া মারা যান এবং গুরুতর আহত হন আমসু মিয়া ও সামাদ মিয়া। তাদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা দুজনও মারা যান।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ হাইওয়ে থানায় আনা হয়েছে।
২ বছর আগে
মাঠ থেকে ছাগল আনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী
ঠাকুরগাঁও সদর উপজেলায় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক মাদ্রাসাছাত্রী। উপজেলার রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসাছাত্রীর পরিবার থানায় মামলা করলে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও খবর: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ৩
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে মাধবপুর গ্রামের মাঠে ছাগল আনতে গেলে ওই মাদ্রাসা ছাত্রীকে শিমুলতলী বাজারের অশেন চন্দ্রর দোকানে নিয়ে চার বখাটে মিলে ধর্ষণ করে।
ভুক্তভোগীর বাবা বলেন, গত পরশু দিন আমার মেয়ে পাশের জমি থেকে ছাগল আনতে যায়। কিন্তু সেখান থেকে কয়েকজন মিলে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে শিমুলতলী বাজারের অশেন রায়ের পরিত্যক্ত এক দোকানে ধর্ষণ করেছে। পরে স্থানীয় কয়েকজন এ বিষয়টি নাকি ধামাচাপা দেওয়ার জন্য আপোষ করেছে। কিন্তু আমি এসবের কিছুই জানি না।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে স্কুলে আগুন দেয়ার ঘটনায় থানায় অভিযোগ
থানায় যাদের নামে মামলা হয়েছে তারা হলেন, ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের লেবু রায়ের ছেলে রওনা রায় (৩৬), আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৫), গৌর লাল প্রসাদের ছেলে উত্তম কুমার (২৪) ও শনি রায়ের ছেলে অনাথ রায় (৩৬)।
এ বিষয়ে ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন নির্মল বলেন, বুধবার রাতে মেয়ের বাবা আমাকে ফোন করে বিষয়টি জানান। আমি বৃহস্পতিবার তাদের বাড়িতে এসে মামলা দায়েরের কথা জানতে পারি। তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে আসামিরা যদি সত্যি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের সঠিক বিচার চাই।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, বৃহস্পতিবার ভুক্তভোগীর পরিবার থানায় এসে মামলা দায়ের করেছেন। আমরা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আসামিকে ঠাকুরগাঁও আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে করোনায় ৪ মৃত্যু, শনাক্ত ৮৬
৩ বছর আগে