হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পৌনে ৫টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সড়ক বাজারে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- ছাতিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গ্রামের সোহেল মিয়ার স্ত্রী শান্তা (৩০) এবং তার ভাই রুবেল মিয়ার মেয়ে সাদিয়া (১৩)। তারা সম্পর্কে চাচি-ভাতিজি।
আহত শারমীন আক্তার (৪৫) সোহেল ও রুবেল মিয়ার মা।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনজুর আহ্সান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ছাতিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গ্রামের রহমত আলী ও শারমীন আক্তার দম্পতির দুই ছেলে সোহেল মিয়া ও রুবেল মিয়া। ঘটনার দিন রহমত আলী তার স্ত্রী শারমীন আক্তার, তার পুত্রবধূ শান্তা আক্তার ও নাতনী সাদিয়া আক্তারকে নিয়ে শিমুলঘর গ্রামে ছেনু মিয়ার বাড়িতে দাওয়াতে যান।
দাওয়াত বাড়ি থেকে ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারে পৌঁছামাত্র বজ্রপাত হয়। এসময় তাদের তিনজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মো. রকিবুল ইসলাম শান্তা ও সাদিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত শারমীন আক্তারকে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, নিহতের পরিবারকে সরকারি তহবিলের সহায়তা দেওয়া হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু