পার্লামেন্ট
নেপালের পার্লামেন্টের সামনে যুবকের আত্মহননের চেষ্টা
নবনির্বাচিত প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল পার্লামেন্ট থেকে ওয়াক আউট করার সময় নেপালের ফেডারেল পার্লামেন্টের সামনে একজন মধ্যবয়সী ব্যক্তি আত্মহননের চেষ্টা করেন।
মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম প্রেম প্রসাদ আচার্য।
আরও পড়ুন: কুখ্যাত ফরাসি সিরিয়াল কিলার নেপালের কারাগার থেকে মুক্ত
কাঠমান্ডুর মেট্রোপলিটন পুলিশ কমপ্লেক্স এসপি দীনেশ রাজ ময়নালি ফোনে এএনআইকে জানিয়েছেন, ‘ইলাম জেলার ৩৭ বছর বয়সী ওই যুবকের নাম প্রেম প্রসাদ আচার্য। তাকে কীর্তিপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি দগ্ধ হয়েছেন এবং বর্তমানে কীর্তিপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আত্মহত্যার পেছনের কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। একজন প্রত্যক্ষদর্শীর সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি আত্মহননের চেষ্টা করছেন, দর্শকরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী দাহাল সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সময় আচার্য তার শরীরে ডিজেল ঢেলে দেন এবং তারপর নিজেকে আগুন ধরিয়ে দেন।
আরও পড়ুন: নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা: ডাটা বক্স ফ্রান্সে পাঠানো হয়েছে
বিমান দুর্ঘটনায় ৬৮ জন নিহত: নেপালে জাতীয় শোক পালন
১ বছর আগে
পর্তুগালের পার্লামেন্টের উভয় দেশের বন্ধুত্বে প্রথম গ্রুপ গঠন
পর্তুগালের অ্যাসেম্বলি অব দ্য রিপাবলিক (পার্লামেন্ট) পর্তুগাল-বাংলাদেশ বন্ধুত্বের জন্য প্রথম ১০ সদস্যের সংসদীয় গ্রুপ গঠন করেছে।
শুক্রবার বাংলাদেশ মিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, অ্যাসেম্বলি অব দ্য রিপাবলিকের ভাইস-প্রেসিডেন্ট (পার্লামেন্টের ডেপুটি স্পিকার) ড. আদাও সিলভা লিসবনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পর্তুগালের (বর্তমান) ১৫তম পার্লামেন্টের জন্য পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের হালনাগাদ তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশসহ ৫৮টি দেশও এই তালিকায় আছে।
গ্রুপের সভাপতিত্ব করবেন পর্তুগিজ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ড. আদাও সিলভা মধ্য-ডান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিএসডি) থেকে।
আরও পড়ুন: ভ্যানচালক বাবা ও চা বিক্রেতা মায়ের মেয়ে ফুটবল প্রশিক্ষণে যাচ্ছে পর্তুগাল
পর্তুগালের বন্ধুত্বের জন্য পার্লামেন্টারি গ্রুপগুলো পর্তুগালের বন্ধু দেশগুলোর পার্লামেন্টগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতায় জড়িত হওয়ার জন্য বাধ্যতামূলক৷ তারা অন্যান্য রাজ্যের সংসদ ও সংসদ সদস্যদের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপের প্রচারের ক্ষেত্রে দায়ী, বিশেষ করে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, তথ্য বিনিময়, পারস্পরিক পরামর্শ এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সাধারণ স্বার্থের প্রচার ও প্রচারের বিষয়ে।
এটি সংসদীয় সহযোগিতার একটি ধারণার ফল যা ২০২২ সালের মে মাসে লিসবনে অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম এবং ডেপুটি স্পিকার ড. আদাও সিলভা-এর মধ্যে একটি বৈঠকের সময় উত্থাপিত হয়।
এই গ্রুপ গঠন নিঃসন্দেহে বাংলাদেশের প্রতি পর্তুগালের জনগণের একটি বন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গি এবং এটি দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন: বিশ্বকাপ ছাড়ার হুমকি দেননি রোনালদো: পর্তুগাল কোচ
পর্তুগালের বিনিয়োগ,বায়ু বিদ্যুতের অভিজ্ঞতা চায় বাংলাদেশ: শাহরিয়ার আলম
২ বছর আগে
জাপানে নারীরা অবমূল্যায়িত: জাপানি মন্ত্রী
জাপানের পুরুষ শাসিত পার্লামেন্টের উদাসীনতা ও অবজ্ঞার কারণে শিশুর জন্মহার কমেছে যা জনসংখ্যা কমিয়ে জাতীয় দুর্যোগ তৈরি করছে বলে মন্তব্য করেছেন দেশটির শিশু ও লিংঙ্গ সমতা বিষয়ক মন্ত্রী।
সংবাদ সংস্থা এপিকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে শিশু ও লিংঙ্গ সমতা বিষয়ক মন্ত্রী সিইকো নোডা জাপানে শিশুর জন্মহার কমে যাওয়াকে অস্তিত্বের ঝুঁকি উল্লেখ করে বলেন, এভাবে চলতে থাকলে পরবর্তী দশকে দেশের পর্যাপ্ত সৈন্য বা পুলিশ কিংবা দমকল বাহিনীতে লোক থাকবে না।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিশুর জন্মহার ২৭ লাখ থেকে কমে গত বছর হয়েছে মাত্র আট লাখ দশ হাজার।
রাজধানী টোকিও’র ডাউনটাউনের মন্ত্রণালয়ের সরকারি ভবনে এপিকে দেয়া সাক্ষাৎকারে ৬১ বছর বয়সী নোডা বলেন, ‘জনগণ শিশুদের জাতীয় সম্পদ মনে করে। লিঙ্গ সমতায় নারীরা গুরুত্বপূর্ণ। জাপানের রাজনীতি কখনো পরিবর্তন হবে না যতক্ষণ না ( নারী ও শিশুদের সমস্যা )তুলে ধরা হয়।’
তিনি বলেন, শিশুর জন্মহার হ্রাসের অনেকগুলো কারণ আছে, ক্রমাগত লিঙ্গ বৈষম্য জাপানের জনসংখ্যা ধ্বংস করছে। কিন্ত সংসদে থেকে আমি বিশেষভাবে অবজ্ঞা ও উদাসীনতা অনুভব করছি।’
জাপান পৃথিবীর বৃহৎ অর্থনীতির শক্তিশালী গণতন্ত্রের দেশ হলেও গভীর উদ্বেগ দেখা দিয়েছে নিম্নজন্মহারের কারণে।
এখানে নারী ও পুরুষের দুরত্ব বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায়। বিশ্ব অর্থনৈতিক ফোরাম ২০২২ এর এক জরিপে দেখা যায়, ১৪৬ রাষ্ট্রের মধ্যে জাপানের অবস্থান ১১৬তম। জরিপের বিষয়গুলোর মধ্যে ছিল আর্থিক সমতা, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর সুবিধা।
নোডা বলেন, জাপানে নারীরা বিভিন্নভাবে উদাসীনতার শিকার হন, ২০ জনের মন্ত্রিপরিষদে মাত্র দুই জন নারী। আমি চাই নারীরা পুরুষের সাথে সমানতালে আগাবে। কিন্তু আমরা তা এখনো দেখিনি এবং ভবিষ্যৎ অগ্রগতির জন্য নারীদের অপেক্ষা করতে হবে।
পড়ুন: ধর্ষণের বিচারকালে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাবে না
কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে নিহত ১৫, আহত ৫০
২ বছর আগে
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই!
শ্রীলঙ্কার নেতারা দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ২০ জুলাই ভোট গ্রহণের ব্যাপারে একমত হয়েছেন।
সোমবার এ ব্যাপারে একটি আংশিক সমাধান এসেছে। এই পদের জন্য ১৯ জুলাই মনোনয়ন জমা দেয়া হবে এবং ২০ জুলাই পার্লামেন্টে একটি গোপন ভোট হবে৷
নতুন প্রেসিডেন্ট রাজাপাকসের মেয়াদের বাকি সময়ের দায়িত্ব পালন করবেন, যা ২০২৪ সালে শেষ হবে৷
তবে কে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন এবং মন্ত্রিসভা পূরণ করবেন সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: নতুন সরকার গঠনে শ্রীলঙ্কায় বিরোধী দলগুলোর বৈঠক
২ বছর আগে
অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারালেন ইমরান খান
নানা নাটকীয়তার পর পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান।
বিবিসি জানিয়েছে, শনিবার সারাদিন জাতীয় পরিষদের অধিবেশন কয়েক দফা মুলতুবি হওয়ার পর মধ্যরাতের পর অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদের ৩৪২জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য তার প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দেন।
পাকিস্তানের ইতিহাসে এই প্রথম একজন প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হল।
এর আগে সুপ্রিম কোর্টের আদেশের পর শনিবার সকালে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসে। কিন্তু ভোটাভুটি গড়ায় মধ্যরাতের পর। এর মাধ্যমে পাকিস্তানে সাবেক ক্রিকেটার ইমরান খানের সরকারের শাসনামল শেষ হয়ে গেল।
জাতীয় পরিষদ এখন একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবে।
পড়ুন: ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের অধিবেশন শুরু
২০২৩ সালের অক্টোবরে পরবর্তী নির্বাচন হওয়ার কথা। তার আগে নব-নিযুক্ত প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন।
ইমরান খান অনাস্থা ভোটের আগে বলেন, তিনি বিরোধী সরকারকে স্বীকৃতি দেবেন না। তিনি বলেন আমেরিকার নেতৃত্বে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরানো হচ্ছে। যদিও এর পক্ষে কোন তথ্যপ্রমাণ তিনি দিতে পারেননি।
ভোট অনুষ্ঠানের কয়েক মিনিট পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করেন।
ইমরান খানের পার্টির সদস্যরা ভবন ত্যাগ করে যান এবং জোর দিয়ে বলতে থাকেন যে ইমরান খান আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার।
ভোটাভুটি পরিচালনা করেন নাওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ, পিএমএল-এন-এর আইয়ায সাদিক।
এদিকে বিরোধী নেতা শাহবাজ শরীফ এক টুইট বার্তায় বলেছেন, পাকিস্তান এবং পাকিস্তানের সংসদ ‘অবশেষে গভীর সঙ্কট থেকে মুক্তি পেল’।
তিনি আরও বলেন, ‘পাকিস্তানে নতুন প্রভাতের লগ্নকে অভিনন্দন।’
পড়ুন: ফের অনাস্থা প্রস্তাবের মুখোমুখি ইমরান খান
২ বছর আগে
পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন ঘোষণা
ইমরান খানের প্রস্তাবের পরই পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে।
বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগাম নির্বাচনের ঘোষণা দেন। এসময় তার সরকার পতনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
রবিবার পাকিস্তানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসেম সুরি বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়ে আচমকা অধিবেশন শেষ করে দেন।
রবিবারের অনাস্থা প্রস্তাবটি সংবিধানের অনুচ্ছেদ ৫-এর সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন তিনি।
এদিনের অধিবেশনে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতি আনুগত্য প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। তিনি বিরোধীদের বিরুদ্ধে ‘শাসক পরিবর্তন করার জন্য ‘বিদেশি শক্তির’ সঙ্গে যোগসাজশ করার অভিযোগ করেন।
এর কিছুক্ষণ পরই ইমরান খান জাতীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, আমি পাকিস্তানের প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছি।
ইমরান তার ভাষণে আরও বলেন, আমি জনগণকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলছি। আল্লাহকে ধন্যবাদ, সরকার পতনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
ইমরান খানের প্রস্তাবের পরই রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দেন।
বিরোধী যেসব দল পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের দাবি করেছিল, তারা ডেপুটি স্পিকারের অনাস্থা ভোট খারিজের রায়কে অবৈধ বলে অভিহিত করেছে। তারা এই রায়ের বিরুদ্ধে পাকিস্তানের সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ৩৪২ আসনের পার্লামেন্টে ১৭২ ভোটের সংখ্যাগরিষ্ঠতা দরকার ছিল ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানের। এজন্য ইমরান খানকে জোট গঠনের মাধ্যমে ক্ষমতায় আসতে হয়। কিন্তু বর্তমানে ইমরানের জোটের অংশীদাররা এবং তার নিজের দলের ১৭ জন সদস্য তাকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছিলেন।
রবিবার সংসদ অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। তবে সংসদীয় রীতি অনুযায়ী এজন্য তিন থেকে সাত দিনের বিতর্কের নিয়ম রয়েছে। যদিও বিরোধীরা জানায় তাৎক্ষণিক তাদের কাছে পর্যাপ্ত সংখ্যক ভোট রয়েছে।
আরও পড়ুন: ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নাকচ
২ বছর আগে
জর্ডানের পার্লামেন্টে সংসদ সদস্যদের হাতাহাতি
সংবিধান সংস্কার করাকে নিয়ে মঙ্গলবার জর্ডানে পার্লামেন্ট অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সংবিধানে নারীর সমান অধিকার নিয়ে আলোচনার এক পর্যায়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এই সংশোধনীকে কিছু সংসদ সদস্য ‘অকেজো’ বলে চিহ্নিত করেন।
আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটির সংসদ সদস্যদের হাতাহাতির ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যায়, কয়েকজন সংসদ সদস্য তর্কের এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন: টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ৩ কিশোর নিহত
কেনটাকিতে টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৭
৩ বছর আগে
নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দেউবার নতুন নেতৃত্ব দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরও গভীর করবে।
শেখ হাসিনা বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় বলেছেন, ‘পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী পদে ফিরে আসা এবং ১৮ জুলাই নেপালের পার্লামেন্ট যে অপ্রতিরোধ্য সমর্থন দিয়েছে তা আপনার নেতৃত্বের ওপর দেশটির জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের বিশ্বাস ও আস্থারই সাক্ষ্য দেয়।’
আরও পড়ুন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই অভিনন্দন বার্তায় শেখ হাসিনা আরও বলেন, ‘ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও নেপাল অভিন্ন স্বার্থ এবং অশীদারিত্বের ভিত্তিতে দুর্দান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে।’
দেউবার নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান সম্পর্ক বহুমুখী সহযোগিতার সম্ভাব্য সুযোগগুলো অন্বেষণের মাধ্যমে আরও গভীরতর হবে বলে প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশে নেপালের রাষ্ট্রপতির সাম্প্রতিক সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-এই দুটি যুগান্তকারী অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে আমাদের উদযাপনকে আরও মূল্যবান করে তুলেছেন।’
আরও পড়ুন: ক্ষমতাহীনদের ক্ষমতাবান করতে পারে সাংবাদিকরা: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল অর্থনীতি এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত অর্থনীতির ‘সোনার বাংলা’ হয়ে জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার পথে রয়েছে। এসময় তিনি বলেন, নেপাল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে লাভবান হতে পারে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নেপালি কংগ্রেসের নেতৃত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা আবারও জোর দিয়ে বলেছেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক আগামী বছরগুলোতে আরও প্রসারিত ও গভীরতর হবে। তিনি দেউবাকে তাঁর সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: কাল থেকে শুরু কঠোর বিধিনিষেধ, বন্ধ থাকছে পোশাক কারখানা
৩ বছর আগে