কার্যালয়
জনগণকে সারা দেশের উপজেলা কার্যালয় থেকে সেবা নেওয়ার পরামর্শ ইসির
ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব ধরনের সেবা উপজেলা পর্যায়ের কার্যালয় থেকে গ্রহণ করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরমর্শ দেয় ইসি।
আরও পড়ুন: যোগ্য ইসির অধীনে জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান গণফোরামের
নির্বাচন কমিশণ নতুন করে ভোটার নিবন্ধন, ভোটারদের ঠিকানা পরিবর্তন, এনআইডি সংশোধন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহসহ এনআইডি সংক্রান্ত সব ধরনের সেবার বিষয়ে যেকোনো প্রয়োজনে উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে।
প্রয়োজনে সেবাপ্রার্থীরা ইসির হটলাইন নম্বর-১০৫ নম্বরে বিনা খরচে কল করে সেবা গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন: রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ও নতুন ইসি চায় বিএনপি
১ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ছাত্রলীগের হামলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিওর কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার(৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কাউতলীর স্টেডিয়াম মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকালে শহরের টেংকের পাড় থেকে জেলা ছাত্রলীগের একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের কুমারশীল মোড়, হাসপাতাল রোড, কোর্ট রোড, টি. এ রোড এলাকা হয়ে স্টেডিয়াম এলাকায় যায়। এসময় মিছিল থেকে ছাত্রলীগের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিওর (কাঁচি) মার্কার কেন্দ্রীয় নির্বাচনী অফিসে হামলা চালায়।
এসময় তারা অফিসে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে অফিসে থাকা লোকজন আতঙ্কিত হয়ে কলাপসিবল গেইট ও শাটার লাগিয়ে আত্মরক্ষা করেন। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: বরিশাল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা-গুলির অভিযোগ
১১ মাস আগে
রংপুরে বিএনপি কার্যালয়ের পেছন থেকে পেট্রোলবোমা উদ্ধার
রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের পেছন থেকে ৯টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পেট্রোলবোমাগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সকালে বিএনপির ২৫/৩০ জন নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাদের সরে যেতে বললে তারা মারমুখী হয়ে উঠে এবং পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।
আরও পড়ুন: রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ৫০
তিনি বলেন, এসময় মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব আইনজীবী মাহফুজ উন নবী ডন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবুকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এরপর দলীয় কার্যালয়ের ভেতরে তল্লাশি চালিয়ে ইটপাটকেল জব্দ করে পুলিশ। পরে কার্যালয়ের আশেপাশে তল্লাশি চালিয়ে কার্যালয়ের পেছনে থেকে ৯টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
ওসি বলেন, পেট্রোলবোমাগুলো নাশকতার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। বিষয়গুলো খতিয়ে দেখছি। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে পুলিশ।
আরও পড়ুন: রংপুরে শ্বশুড়বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ড. ইউনূসের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে মামলা
১ বছর আগে
নাটোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ
নাটোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শনিবার এই হামলা ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ।
তিনি বলেন, আজ সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠনের তারিখ ছিল। কিন্তু সেখানে করতে না পেরে শহরের আলাইপুর জেলা কার্যালয়ে সম্মেলনের আয়োজন করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুতে ক্লিনিক ভাঙচুর
রহিম নেওয়াজ আরও বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল শো-ডাউন নিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে সিসি ক্যামেরাসহ অফিসের গ্লাস ও সাইনবোর্ড, ব্যানার ফেস্টুন ভাঙচুর করে।
এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোর্ত্তুজা বাবলু অভিযোগ অস্বীকার করে বলেন বিএনপির অভ্যন্তরীণ বিরোধে এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: খুলনায় সংবাদপত্র অফিসে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর
১ বছর আগে
রাজশাহীতে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, পদযাত্রা পণ্ড
রাজশাহীতে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। নগরীর মালোপাড়ায় অবস্থিত বিএনপির ওই কার্যালয়ের দিক দিয়ে কোনো ধরনের যানবহন চলাচল করতেও দেওয়া হচ্ছে না। এছাড়া কোনও জমায়েত করতেও দেওয়া হচ্ছে না।
সিটি নির্বাচন উপলক্ষে পূর্বানুমতি ছাড়া একসঙ্গে পাঁচ জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না। এ বিধিনিষেধের কারণে মহানগর পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার (২৩ মে) বিএনপির পদযাত্রা কর্মসূচি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়। এতে বিএনপির ঘোষিত পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে যায়।
আরও পড়ুন: রাসিক নির্বাচনে বিএনপির কেউ অংশ নিলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে: মিনু
এদিকে মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের সিডিউল ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা জরুরি। এই পরিস্থিতিতে অনুনমোদিত যেকোনো ধরনের পদযাত্রায় রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলার অবনতির সম্ভাবনা থাকে। তাই আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জননিরাপত্তা প্রতিবিধানে মঙ্গলবার রাজশাহী মহানগরী আইন, ১৯৯২-এর ধারা-৩০ মোতাবেক আরএমপির পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীতে সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছেন।
১ বছর আগে
বরিশালে আ.লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে ইশরাকসহ বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে শনিবার বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনসহ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ীর কাছ থেকে পাওয়া অভিযোগে ইশরাককে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি উল্লেখ করা হয়। যার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় মামলা করা হয়।
তিনি বলেন, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালের পথে ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা
মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদ সরদার বলেন, শনিবার সকাল ৬টার দিকে বাজারের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকে প্রায় ৭০টি গাড়ির এক গাড়িবহর।
এরপর ইশরাক হোসেনের গাড়িবহরে থাকা বিএনপি কর্মীরা বাজারে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে এবং ভাঙচুরের পর সাতটি মোটরসাইকেলে আগুন দেয়ার চেষ্টা করে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, হামলায় ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাশ কবিরাজ ও উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত শিকদারসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
ওই দিন সকালে ইশরাক হোসেন দাবি করেন, বরিশালে দলের বিভাগীয় সমাবেশস্থলে যাওয়ার পথে তার গাড়িবহরে হামলায় নয়জন আহত হয়েছেন।
বিএনপি নেতাকর্মীরা বলেন, বিএনপির ঢাকা দক্ষিণ সিটি শাখার নেতা ইশরাকও অক্ষত ছিলেন এবং সকাল ৯টার দিকে সমাবেশস্থলে পৌঁছান। হামলার সময় বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়।
ইশরাক জানান, সকালে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গাড়িবহরে হামলা চালায়।
হামলায় ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল হক ও মামুন ভূঁইয়াসহ বিএনপির নয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।
আরও পড়ুন: বিএনপির সমাবেশস্থলের পাশে বঙ্গবন্ধুর ম্যুরাল পাহারায় আনসার সদস্য মোতায়েন
বিএনপির সমাবেশে যোগ দিতে ড্রামে করে নদী পার!
২ বছর আগে
দাম নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার তদারকিসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
রবিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে এ নির্দেশনা দেয়া হয়।
বৈঠকে ঘূর্ণিঝড় সিত্রাং, আমন ও রবি ফসলের উৎপাদন, সার মজুদসহ সাম্প্রতিক অন্যান্য বিষয়গুলো আলোচনা করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে রমজান জুড়ে মাঠে থাকবে বাজার মনিটরিং টিম
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
বৈঠকটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে শিল্পসচিব, খাদ্য সচিব, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও উপকূলীয় জেলাগুলোর জেলা প্রশাসকরা বৈঠকে যুক্ত ছিলেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার ও বাজারে নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে মুখ্য সচিবকে বিস্তারিত অবহিত করেছেন।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
সভায় সাম্প্রতিক সময়ে বাজারে চিনির ঘাটতি ও দাম বৃদ্ধি, বিশেষ করে চিনির মজুদ ও আমদানি পরিস্থিতি, সরবরাহকারী বা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পরিস্থিতি, অন্যান্য নিত্যপণ্য সরবরাহ পরিস্থিতি এবং টিসিবির কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সভায় আবহাওয়ার সর্বশেষ তথ্য বিশেষ করে ঘূর্ণিঝড় সিত্রাং সম্পর্কে আলোচনা করা হয় এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
এর আগে, সভার শুরুতে আশ্রয়ণ প্রকল্পের পরিচালক আশ্রয়ণ-২ প্রকল্পের প্রাথমিক উপস্থাপনা করেন।
আরও পড়ুন: পুঁজিবাজার টিকিয়ে রাখতে ১০ হাজার কোটি টাকার তহবিল দাবি বিএমবিএ’র
২ বছর আগে
সব উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে মোটরসাইকেল দেয়া হবে: মন্ত্রী
পর্যায়ক্রমে সকল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে মোটরসাইকেল দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, ‘এতে সরকারের প্রকিউরমেন্ট, ওএমএস কার্যক্রম ও অবৈধ মজুতদারি পর্যবেক্ষণ করা সহজ হবে।’
সোমবার (২২ আগস্ট) সকালে রাজধানীর খাদ্যভবনের সভা কক্ষে মাঠ পর্যায়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অনুকূলে মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, করোনাকালে খাদ্য বিভাগের কর্মকর্তারা নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছেন। করোনাকালে জনগণের খাদ্যের অভাব হয়নি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে খাদ্যমন্ত্রণালয় শুদ্ধাচার পুরস্কারও পেয়েছে। এ বড় অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে যেন এমন কেউ অন্তর্ভুক্ত না হয় যার এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন নেই। খাদ্যবান্ধব কর্মসূচিতে বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
কেউ যেন সরকারি কর্মসূচিতে অনিয়ম জালিয়াতি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকগণকে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা যাচাই বাছাই করার কাজে মনোযোগী হতে হবে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং পরিচালক ( চলাচল ও সংরক্ষণ) মো. জামাল হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।
পরে মন্ত্রী সরকারি মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আরও পড়ুন:৩৫ লাখ মেট্টিক টন খাদ্য মজুদের লক্ষ্যে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী
জুলাইয়ে বিশ্ববাজারে খাদ্যের দাম কমেছে: জাতিসংঘ
২ বছর আগে
সিলেটে করোনায় আরও ২ মৃত্যু
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৯ জনের।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এক হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক ৫৯ শতাংশ।
আরও পড়ুন: করোনার জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে নতুন বিতর্কে সাকিব
তার মধ্যে সিলেট জেলায় ৪০ জন, সুনামগঞ্জে পাঁচ জন, হবিগঞ্জে পাঁচজন ও মৌলভীবাজারে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১ জন করোনা রোগী। আর করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ জন। একই সময়ে আইসোলেশনে আছেন ২৮ জন।সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ হাজার ৪০০ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৫২ হাজার ১০২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করছেন এক হাজার ২২৪ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনা সংক্রমণ ১৯ শতাংশ কমেছে, মৃত্যু স্থিতিশীল: ডব্লিউএইচও
২ বছর আগে
সিলেটে করোনা আক্রান্ত ৩৫ হাজার ছাড়াল
সিলেট বিভাগের গত ২৪ ঘণ্টায় আরও ৩৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ২০৬ জনে দাঁড়াল।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৭ জন। তার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৮৬ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৪৩, মৌলভীবাজারে ৫০ ও হবিগঞ্জে ২৮ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ খুলনা বিভাগে করোনায় ৩৩ জনের মৃত্যু
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২২৭ জন, সুনামগঞ্জের ৪৬, মৌলভীবাজারের ৩৪ ও হবিগঞ্জের ৩৫ জন রয়েছেন। এসময়ে শনাক্তের হার ৩৪.৭৯ শতাংশ।
আরও পড়ুনঃ কুষ্টিয়া জেলাতে করোনায় আরও ১৪ মৃত্যু
এনিয়ে সিলেট জেলার ১৯ হাজার ৭০৭ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৯০১ জন, মৌলভীবাজারের ৪ হাজার ৬৮১ জন ও হবিগঞ্জের ৪ হাজার ১৮ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২৩৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৭ হাজার ৯৪৬ জনে।
আরও পড়ুনঃ রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১১ মৃত্যু
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় জানান, সিলেটে বর্তমানে ৩৯৪ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
৩ বছর আগে