ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব ধরনের সেবা উপজেলা পর্যায়ের কার্যালয় থেকে গ্রহণ করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরমর্শ দেয় ইসি।
আরও পড়ুন: যোগ্য ইসির অধীনে জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান গণফোরামের
নির্বাচন কমিশণ নতুন করে ভোটার নিবন্ধন, ভোটারদের ঠিকানা পরিবর্তন, এনআইডি সংশোধন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহসহ এনআইডি সংক্রান্ত সব ধরনের সেবার বিষয়ে যেকোনো প্রয়োজনে উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে।
প্রয়োজনে সেবাপ্রার্থীরা ইসির হটলাইন নম্বর-১০৫ নম্বরে বিনা খরচে কল করে সেবা গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন: রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ও নতুন ইসি চায় বিএনপি