সিলেট বিভাগের গত ২৪ ঘণ্টায় আরও ৩৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ২০৬ জনে দাঁড়াল।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৭ জন। তার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৮৬ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৪৩, মৌলভীবাজারে ৫০ ও হবিগঞ্জে ২৮ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ খুলনা বিভাগে করোনায় ৩৩ জনের মৃত্যু
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২২৭ জন, সুনামগঞ্জের ৪৬, মৌলভীবাজারের ৩৪ ও হবিগঞ্জের ৩৫ জন রয়েছেন। এসময়ে শনাক্তের হার ৩৪.৭৯ শতাংশ।
আরও পড়ুনঃ কুষ্টিয়া জেলাতে করোনায় আরও ১৪ মৃত্যু
এনিয়ে সিলেট জেলার ১৯ হাজার ৭০৭ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৯০১ জন, মৌলভীবাজারের ৪ হাজার ৬৮১ জন ও হবিগঞ্জের ৪ হাজার ১৮ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২৩৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৭ হাজার ৯৪৬ জনে।
আরও পড়ুনঃ রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১১ মৃত্যু
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় জানান, সিলেটে বর্তমানে ৩৯৪ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।