সৈয়দ আশরাফ
সৈয়দ আশরাফের মুর্যাল ভাংচুর, অজ্ঞাতদের নামে মামলা
কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মুর্যাল দুর্বৃত্তরা ভাংচুর করেছে । বৃহস্পতিবার রাতের অন্ধকারে জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অবস্থিত এই ম্যুরাল ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।
আরও পড়ুনঃ সৈয়দ আশরাফ ছিলেন সজ্জন ও স্বচ্ছ রাজনীতিবিদ: তথ্যমন্ত্রী
এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পরই বিক্ষুব্ধ জনতা প্রতিবাদে ফেটে পড়ে।
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘দুষ্কৃতিকারীরা জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফুল ইসলামের মুর্যালটির দুই-একটি জায়গার ক্ষতিসাধন করেছে। আমি পুলিশ সুপারকে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছি। এমন ন্যাক্কারজনক ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছি ।‘
৩ বছর আগে